দোহা, 8 ডিসেম্বর: মার্কিন ডলারের ব্যাপারে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিকস দেশগুলির উপর আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 100 শতাংশ শুল্কের সতর্কতার প্রসঙ্গে জয়শঙ্কর জানান, ডলারকে দুর্বল করতে মোটেও আগ্রহী নয় ভারত । কাতারে দোহা ফোরামে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে দেশের অবস্থান স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী।
'ডি-ডলারাইজেশন' নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি:
এস জয়শঙ্কর জানান, ডলারের সঙ্গে পাল্লা দিতে ভারত কোনও নতুন মুদ্রা চালু করেনি। দোহা ফোরামে ভারত ও আমেরিকার সম্পর্কের বিষয়ে একটি ইতিবাচক বার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি, ডোনাল্ড ট্রাম্প 'ডি-ডলারাইজেশন' নিয়ে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়ার এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে লেখা ছিল ব্রিকস দেশগুলির নতুন মুদ্রায় আমেরিকার নীরব দর্শক থাকার সময় শেষ। তিনি বলেন, 'ব্রিকস দেশগুলিকে এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে । যদি ব্রিকস দেশগুলি 'ডি-ডলারাইজেশন' নীতিতে কাজ করে তবে তিনি সমস্ত ব্রিকস দেশের উপর 100 শতাংশ শুল্ক আরোপ করবেন।'
প্রধানমন্ত্রী মোদি ও ট্রাম্পের মধ্যে সম্পর্কে ইতিহাচক আলোচনা:
দোহা ফোরামে এর জবাবে বিদেশমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কোনও নতুন ব্রিকস মুদ্রা তৈরি করা হবে না বা মার্কিন ডলারের বিকল্প হিসাবে অন্য কোনও মুদ্রাকেও সমর্থন করবে না ভারত । তিনি উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্পের সময় কোয়াড পুনরায় চালু করা হয়েছিল। এ ছাড়া, কিছু বাণিজ্য বিষয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা হয়েছে। এস জয়শঙ্কর দোহা ফোরামের বিশ্ব মঞ্চে প্রধানমন্ত্রী মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গভীর বন্ধুত্বের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, ইতিমধ্যে দুই দেশের মধ্যে ভালো ও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।
BRICS-এর অন্তর্ভুক্ত দেশ কোনগুলি?
ব্রিকস গ্রুপ প্রথমে 2006 সালে গঠিত হয়েছিল। তখন এর মধ্যে ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত ও চিন। পরবর্তীতে 2010 সালে, দক্ষিণ আফ্রিকা ব্রিকস গ্রুপে অন্তর্ভুক্ত হয় ।