ETV Bharat / bharat

চলবে শুনানি, এখনই অন্তর্বর্তী জামিন নয় কেজরির: সুপ্রিম কোর্ট - Arvind Kejriwal interim bail - ARVIND KEJRIWAL INTERIM BAIL

Arvind Kejriwal Interim Bail Plea: আজও অন্তর্বর্তী জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লি আবগারি দুর্নীতিতে আর্থিক তছরূপের অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি ৷ লোকসভা ভোটের আগে এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 2:59 PM IST

Updated : May 7, 2024, 3:38 PM IST

নয়াদিল্লি, 7 মে: তৃতীয় দফা লোকসভা ভোট চলছে ৷ এর মধ্যে মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের শুনানি হল সুপ্রিম কোর্ট ৷ তবে শেষমেশ অন্তর্বর্তী জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হল না আজ ৷ শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে বৃহস্পতিবার বা আগামী সপ্তাহে ৷ ইডির হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছিলেন কেজরিওয়াল ৷ গত 21 মার্চ রাতে তাঁর সরকারি বাসভবন থেকে ইডির হাতে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল ৷

এর মধ্যে এদিন দিল্লির একটি আদালত কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজত 20 মে পর্যন্ত বৃদ্ধি করল ৷ সিবিআই ও ইডির বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা আম আদমি পার্টি প্রধানের হেফাজতের মেয়াদের সময়সীমা বাড়াল ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁকে আদালতে পেশ করা হয় ৷

এদিন শীর্ষ আদালতে কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে ৷ বেঞ্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে শর্ত দেয়, অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলে কেজরিওয়াল সেই সময়ে কোনও সরকারি কাজকর্ম করতে পারবেন না ৷ এর উত্তরে অবশ্য অরবিন্দ কেজরিওয়াল জানান, তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হলে তিনি আবগারি দুর্নীতি সংক্রান্ত যে কোনও কাজ থেকে দূরে থাকবেন ৷

লোকসভা ভোটের আগে আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারি নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় ইডিকে ৷ কেজরিওয়ালকে গ্রেফতারির আগে ইডি-কে দিল্লির আবগারি দুর্নীতি মামলার নথি পেশ করতে নির্দেশ দিয়েছিল বেঞ্চ ৷ এদিন সওয়াল-জবাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বারবার কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, কেজরিওয়াল 9 বার সমন এড়িয়ে গিয়েছেন ৷ হাজিরা দেননি ৷ তিনি তদন্তে সহযোগিতা করেননি ৷ সহযোগিতা করলে তাঁকে গ্রেফতার করা হত না ৷ তবে খুব সফলভাবে এমন একটা আখ্যান তৈরি করা হয়েছে, যেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিছুই করেননি ৷ তাঁকে ভোটের আগে এমনিই গ্রেফতার করা হয়েছে ৷ এর আগে দিল্লি হাইকোর্টেও এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন কেজরিওয়াল ৷ কিন্তু হাইকোর্ট জামিনের আবেদন নাকচ করে ৷

আরও পড়ুন:

  1. ইডি'র হাতে গ্রেফতার কেজরিওয়াল, দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টে আপ
  2. দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ ! কেজরিওয়ালকে আশ্বস্ত করলেন প্রধান বিচারপতি

নয়াদিল্লি, 7 মে: তৃতীয় দফা লোকসভা ভোট চলছে ৷ এর মধ্যে মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের শুনানি হল সুপ্রিম কোর্ট ৷ তবে শেষমেশ অন্তর্বর্তী জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হল না আজ ৷ শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে বৃহস্পতিবার বা আগামী সপ্তাহে ৷ ইডির হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছিলেন কেজরিওয়াল ৷ গত 21 মার্চ রাতে তাঁর সরকারি বাসভবন থেকে ইডির হাতে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল ৷

এর মধ্যে এদিন দিল্লির একটি আদালত কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজত 20 মে পর্যন্ত বৃদ্ধি করল ৷ সিবিআই ও ইডির বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা আম আদমি পার্টি প্রধানের হেফাজতের মেয়াদের সময়সীমা বাড়াল ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁকে আদালতে পেশ করা হয় ৷

এদিন শীর্ষ আদালতে কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে ৷ বেঞ্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে শর্ত দেয়, অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলে কেজরিওয়াল সেই সময়ে কোনও সরকারি কাজকর্ম করতে পারবেন না ৷ এর উত্তরে অবশ্য অরবিন্দ কেজরিওয়াল জানান, তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হলে তিনি আবগারি দুর্নীতি সংক্রান্ত যে কোনও কাজ থেকে দূরে থাকবেন ৷

লোকসভা ভোটের আগে আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারি নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় ইডিকে ৷ কেজরিওয়ালকে গ্রেফতারির আগে ইডি-কে দিল্লির আবগারি দুর্নীতি মামলার নথি পেশ করতে নির্দেশ দিয়েছিল বেঞ্চ ৷ এদিন সওয়াল-জবাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বারবার কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, কেজরিওয়াল 9 বার সমন এড়িয়ে গিয়েছেন ৷ হাজিরা দেননি ৷ তিনি তদন্তে সহযোগিতা করেননি ৷ সহযোগিতা করলে তাঁকে গ্রেফতার করা হত না ৷ তবে খুব সফলভাবে এমন একটা আখ্যান তৈরি করা হয়েছে, যেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিছুই করেননি ৷ তাঁকে ভোটের আগে এমনিই গ্রেফতার করা হয়েছে ৷ এর আগে দিল্লি হাইকোর্টেও এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন কেজরিওয়াল ৷ কিন্তু হাইকোর্ট জামিনের আবেদন নাকচ করে ৷

আরও পড়ুন:

  1. ইডি'র হাতে গ্রেফতার কেজরিওয়াল, দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টে আপ
  2. দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ ! কেজরিওয়ালকে আশ্বস্ত করলেন প্রধান বিচারপতি
Last Updated : May 7, 2024, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.