ETV Bharat / bharat

বিহারের রাজনীতিতে নয়া সমীকরণ! নীতীশের ছেলেকে জেডিইউ’র মুখ করার দাবি নেতৃত্বের - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Lok Sabha Election Results 2024: এক নয়া সমীকরণের আভাস বিহারের রাজনীতিতে ৷ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কয়েকঘণ্টার মধ্যে, তাঁর ছেলে নিশান্ত কুমারকে জেডিইউ-র মুখ করার দাবি উঠে গেল ৷

ETV BHARAT
নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে জেডিইউ’র মুখ করার দাবি ৷ (ফাইল চিত্র)
author img

By ANI

Published : Jun 4, 2024, 11:04 AM IST

পটনা, 4 জুন: সোমবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ আর তার কয়েকঘণ্টার মধ্যে নীতীশ পুত্র নিশান্ত কুমারকে বিহারে জনতা দল ইউনাইটেডের মুখ করার দাবি উঠে গেল দলের মধ্যেই ৷ সূত্রের খবর, নীতীশের মোদি সাক্ষাতের উদ্দেশ্য ছিল, দিল্লির সরকারে মন্ত্রিত্বের দাবি ৷ সেই কারণেই নাকি তিনি, মোদি ও অমিত শাহ দু’জনের সঙ্গেই দেখা করেছেন ৷ আর তারপরেই বিহারে জেডিইউ-কে নেতৃত্ব দেওয়ার ভার নিশান্ত কুমারের হাতে তুলে দেওয়ার দাবি করলেন দলের বিহারের সাধারণ সম্পাদক পরম হংস কুমার ৷

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে পরম হংস কুমার বলেন,

"নিশান্ত কুমার একজন 'শান্ত' স্বভাবের ও 'দূরদর্শী' একজন নেতা ৷ তাঁর উচিত রাজ্যের কল্যাণের স্বার্থে কাজ করা উচিত ৷ এটা সময় ও পরিস্থিতির দাবি, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারের এখনই রাজ্য ও দলের স্বার্থে এগিয়ে আসা উচিত ৷"

উল্লেখ্য, নীতীশ যদি সত্যিই দিল্লিতে চলে যান, সেক্ষেত্রে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবে বিজেপি থেকে ৷ যদিও, জেডিইউ-র তরফে নীতীশ কুমারের দিল্লির রাজনীতিতে যাওয়ার সম্ভাবনা খারিজ করে দেওয়া হয়েছে ৷ জেডিইউ নেতৃত্ব জানিয়েছে, নীতীশ কুমারের শারীরিক অবস্থা ভালো নেই ৷ তিনি চিকিৎসার জন্য দিল্লিতে গিয়েছেন ৷ আর নরেন্দ্র মোদি এবং অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ কেবলই সৌজন্য ৷ অন্যদিকে, বিহারের রাজনীতিতে আরও একটি হাওয়া উঠেছে ৷ আর তা হল, বিহার বিধানসভা নির্বাচন ৷

নির্বাচনের ফলাফলের আরও খবর জানুন...

জেডিইউ চাইছে লোকসভার পরপরই নির্বাচন করে ফেলতে ৷ এর পিছনে তাদের যুক্তি, কেন্দ্রে এনডিএ সরকার গঠনের পরপরই নির্বাচন হলে, বিহারে জেডিইউ তার সুবিধা পাবে ৷ জেডিইউ-র একাংশ মনে করছে, 2025 পর্যন্ত অপেক্ষা করলে, আরজেডি, কংগ্রেস-সহ বিরোধী দলগুলি তার ফায়দা তুলতে পারে ৷ যদিও, প্রকাশ্যে জেডিইউ দাবি করছে, বিজেপির 'এক দেশ এক ভোট' নীতিকে কার্যকর করতে এই ভাবনা ৷ তবে, নীতীশ পুত্র নিশান্ত কুমার সত্যিই দলীয় নেতৃত্বের দাবি মেনে রাজনীতির ময়দানে নামবেন কিনা, তা সময় বলবে ৷

পটনা, 4 জুন: সোমবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ আর তার কয়েকঘণ্টার মধ্যে নীতীশ পুত্র নিশান্ত কুমারকে বিহারে জনতা দল ইউনাইটেডের মুখ করার দাবি উঠে গেল দলের মধ্যেই ৷ সূত্রের খবর, নীতীশের মোদি সাক্ষাতের উদ্দেশ্য ছিল, দিল্লির সরকারে মন্ত্রিত্বের দাবি ৷ সেই কারণেই নাকি তিনি, মোদি ও অমিত শাহ দু’জনের সঙ্গেই দেখা করেছেন ৷ আর তারপরেই বিহারে জেডিইউ-কে নেতৃত্ব দেওয়ার ভার নিশান্ত কুমারের হাতে তুলে দেওয়ার দাবি করলেন দলের বিহারের সাধারণ সম্পাদক পরম হংস কুমার ৷

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে পরম হংস কুমার বলেন,

"নিশান্ত কুমার একজন 'শান্ত' স্বভাবের ও 'দূরদর্শী' একজন নেতা ৷ তাঁর উচিত রাজ্যের কল্যাণের স্বার্থে কাজ করা উচিত ৷ এটা সময় ও পরিস্থিতির দাবি, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারের এখনই রাজ্য ও দলের স্বার্থে এগিয়ে আসা উচিত ৷"

উল্লেখ্য, নীতীশ যদি সত্যিই দিল্লিতে চলে যান, সেক্ষেত্রে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবে বিজেপি থেকে ৷ যদিও, জেডিইউ-র তরফে নীতীশ কুমারের দিল্লির রাজনীতিতে যাওয়ার সম্ভাবনা খারিজ করে দেওয়া হয়েছে ৷ জেডিইউ নেতৃত্ব জানিয়েছে, নীতীশ কুমারের শারীরিক অবস্থা ভালো নেই ৷ তিনি চিকিৎসার জন্য দিল্লিতে গিয়েছেন ৷ আর নরেন্দ্র মোদি এবং অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ কেবলই সৌজন্য ৷ অন্যদিকে, বিহারের রাজনীতিতে আরও একটি হাওয়া উঠেছে ৷ আর তা হল, বিহার বিধানসভা নির্বাচন ৷

নির্বাচনের ফলাফলের আরও খবর জানুন...

জেডিইউ চাইছে লোকসভার পরপরই নির্বাচন করে ফেলতে ৷ এর পিছনে তাদের যুক্তি, কেন্দ্রে এনডিএ সরকার গঠনের পরপরই নির্বাচন হলে, বিহারে জেডিইউ তার সুবিধা পাবে ৷ জেডিইউ-র একাংশ মনে করছে, 2025 পর্যন্ত অপেক্ষা করলে, আরজেডি, কংগ্রেস-সহ বিরোধী দলগুলি তার ফায়দা তুলতে পারে ৷ যদিও, প্রকাশ্যে জেডিইউ দাবি করছে, বিজেপির 'এক দেশ এক ভোট' নীতিকে কার্যকর করতে এই ভাবনা ৷ তবে, নীতীশ পুত্র নিশান্ত কুমার সত্যিই দলীয় নেতৃত্বের দাবি মেনে রাজনীতির ময়দানে নামবেন কিনা, তা সময় বলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.