ETV Bharat / bharat

'শরীরের প্রতিটি কণা দেশের সেবায় উৎসর্গ করব', ধ্যান ভেঙে লিখলেন প্রধানমন্ত্রী - PM Narendra Modi Meditation Note - PM NARENDRA MODI MEDITATION NOTE

PM Modi Meditation Note: 45 ঘণ্টার ধ্যান ভেঙে বিবেকানন্দ রক থেকে নেমে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর যদিও তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি ৷ তবে তাঁর অনুভূতির কথা লিখেছেন তিনি, আর তা পোস্ট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

PM Narendra Modi coming out of Vivekananda Rock Memorial in Kanyakumari
ধ্যান ভেঙে বিবেকানন্দ রক থেকে বেরিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভ ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 7:48 PM IST

Updated : Jun 1, 2024, 8:10 PM IST

নয়াদিল্লি, 1 জুন: "আমার জীবনের প্রতিটি মুহূর্ত এবং আমার শরীরের প্রতিটি কণা দেশের সেবায় উৎসর্গ করব ৷" রক মেমোরিয়ালে ধ্যান ভঙ্গ করে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সেই লেখা পৃষ্ঠা সোশালে পোস্ট করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

শনিবার বিকেল 3টে নাগাদ তিনি তাঁর ধ্যান ভঙ্গ করে কন্যাকুমারীর বিবেকানন্দ রক থেকে নেমে আসেন ৷ বৃহস্পতিবার, 30 মে সন্ধ্যায় তিনি সেখানে ধ্যানে বসেন ৷ 45 ঘণ্টা ধ্যানের পর সেখান থেকে নেমে আসবেন বলে জানা গিয়েছিল ৷ সেইমতো শনিবার ধ্যান ভঙ্গ করেন প্রধানমন্ত্রী ৷ বিবেকানন্দ রক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি ৷ তবে দেশের দক্ষিণতম প্রান্ত বিবেকানন্দ রকে ধ্য়ান করে প্রধানমন্ত্রীর যে অনুভূতি, তা তিনি লিখেছেন ৷

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর যে অনুভূতি পোস্ট করেছেন, তাতে লেখা; "ভারতের দক্ষিণতম প্রান্তে 'বিবেকানন্দ রক মেমোরিয়াল'-এ থেকে আমি একটা ঐশ্বরিক শক্তি অনুভব করছি ৷" এই পাহাড়ের ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "এই পাহাড়ে ধ্যান করেছিলেন মা পার্বতী এবং স্বামী বিবেকানন্দ ৷ পরে একনাথ রানাডে এই পাহাড়টিকে 'শিলা স্মারক'-এ রূপান্তরিত করেন, যা স্বামী বিবেকানন্দের চিন্তাধারাকে জীবন্ত করে তুলেছে ৷"

এমন মাহাত্ম্যপূর্ণ জায়গায় ধ্যান করে প্রধানমন্ত্রীর কেমন লাগছে? সেই অনুভূতি নিয়ে তিনি লিখেছেন, "এটা আমার সৌভাগ্য ৷ এতগুলি বছর পরে আমিও এই পবিত্র জায়গায় ধ্যান করার সুযোগ পেলাম ৷" তিনি আরও লিখেছেন, "এই 'শিলা স্মারকে' আমার জীবনে স্মরণীয় মুহূর্তগুলির অন্যতম ৷ মা ভারতীর পায়ের কাছে বসে, আমি আবারও আমার সংকল্পগুলিকে নিশ্চিত করলাম ৷ আমার জীবনের প্রতিটি মুহূর্ত এবং আমার শরীরের প্রতিটি কণা সবসময় দেশের সেবায় নিয়োজিত করব ৷" লেখার শেষে প্রধানমন্ত্রী দেশের উন্নতি কামনা করেছেন ৷ পাশাপাশি দেশবাসীর মঙ্গলকামনায় প্রার্থনা করেছেন ৷ নিজেকে 'মা ভারতী'র কাছে সমর্পণের কথাও স্পষ্ট করে জানিয়েছেন তিনি ৷

নয়াদিল্লি, 1 জুন: "আমার জীবনের প্রতিটি মুহূর্ত এবং আমার শরীরের প্রতিটি কণা দেশের সেবায় উৎসর্গ করব ৷" রক মেমোরিয়ালে ধ্যান ভঙ্গ করে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সেই লেখা পৃষ্ঠা সোশালে পোস্ট করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

শনিবার বিকেল 3টে নাগাদ তিনি তাঁর ধ্যান ভঙ্গ করে কন্যাকুমারীর বিবেকানন্দ রক থেকে নেমে আসেন ৷ বৃহস্পতিবার, 30 মে সন্ধ্যায় তিনি সেখানে ধ্যানে বসেন ৷ 45 ঘণ্টা ধ্যানের পর সেখান থেকে নেমে আসবেন বলে জানা গিয়েছিল ৷ সেইমতো শনিবার ধ্যান ভঙ্গ করেন প্রধানমন্ত্রী ৷ বিবেকানন্দ রক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি ৷ তবে দেশের দক্ষিণতম প্রান্ত বিবেকানন্দ রকে ধ্য়ান করে প্রধানমন্ত্রীর যে অনুভূতি, তা তিনি লিখেছেন ৷

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর যে অনুভূতি পোস্ট করেছেন, তাতে লেখা; "ভারতের দক্ষিণতম প্রান্তে 'বিবেকানন্দ রক মেমোরিয়াল'-এ থেকে আমি একটা ঐশ্বরিক শক্তি অনুভব করছি ৷" এই পাহাড়ের ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "এই পাহাড়ে ধ্যান করেছিলেন মা পার্বতী এবং স্বামী বিবেকানন্দ ৷ পরে একনাথ রানাডে এই পাহাড়টিকে 'শিলা স্মারক'-এ রূপান্তরিত করেন, যা স্বামী বিবেকানন্দের চিন্তাধারাকে জীবন্ত করে তুলেছে ৷"

এমন মাহাত্ম্যপূর্ণ জায়গায় ধ্যান করে প্রধানমন্ত্রীর কেমন লাগছে? সেই অনুভূতি নিয়ে তিনি লিখেছেন, "এটা আমার সৌভাগ্য ৷ এতগুলি বছর পরে আমিও এই পবিত্র জায়গায় ধ্যান করার সুযোগ পেলাম ৷" তিনি আরও লিখেছেন, "এই 'শিলা স্মারকে' আমার জীবনে স্মরণীয় মুহূর্তগুলির অন্যতম ৷ মা ভারতীর পায়ের কাছে বসে, আমি আবারও আমার সংকল্পগুলিকে নিশ্চিত করলাম ৷ আমার জীবনের প্রতিটি মুহূর্ত এবং আমার শরীরের প্রতিটি কণা সবসময় দেশের সেবায় নিয়োজিত করব ৷" লেখার শেষে প্রধানমন্ত্রী দেশের উন্নতি কামনা করেছেন ৷ পাশাপাশি দেশবাসীর মঙ্গলকামনায় প্রার্থনা করেছেন ৷ নিজেকে 'মা ভারতী'র কাছে সমর্পণের কথাও স্পষ্ট করে জানিয়েছেন তিনি ৷

Last Updated : Jun 1, 2024, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.