রুরকি, 11 জুন: এক সংবাদমাধ্যমের সঞ্চালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল উত্তরাখণ্ডের রুরকিতে ৷ সোমবার গভীর রাতে ওই সংবাদ সঞ্চালিকা ও তাঁর বোন স্কুটিতে করে হরিদ্বারের দিকে যাচ্ছিলেন ৷ সেই সময়ই সঞ্চালিকার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ৷ সঞ্চালিকার অভিযোগ্র ভিত্তিতে মামলা রুজু করে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷
পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাইক আরোহী দুই যুবক ওই সংবাদ সঞ্চালিকার সঙ্গে দুর্ব্যবহার করে। দুর্ব্যবহারের প্রতিবাদ করলে দুই যুবক সঞ্চালিকা ও তাঁর বোনকে উত্যক্ত করতে থাকে। শুধু তাই নয়, পরবর্তীতে সঞ্চালিকা ও তাঁর বোনের পোশাকও ছিঁড়ে দেয় তারা। ঘটনাটি হরিদ্বার জেলার বুগাওয়ালা থানা এলাকায় ঘটে। নির্যাতিতা দেরাদুনের একটি সংবাদমাধ্যমের সঞ্চালিকা বলে জানা গিয়েছে ৷
রবিবার রাতে বোনের সঙ্গে গাড়িতে রুরকি যাওয়ার পথে দুই বাইক আরোহী ওই সঞ্চালিকা ও তাঁর বোনকে অনুসরণ করতে থাকে বলে অভিযোগ। দুই যুবকই ঘটনার সময় মদ্যপ ছিল বলে অভিযোগে জানানো হয়েছে। আমানতগড় গ্রামের কাছে হাইওয়েতে দুই বোনের গাড়ির সামনে দুই যুবক তাদের বাইক দাঁড় করিয়ে দেয়।
গাড়িতে সওয়ার সঞ্চালিকা ও তাঁর বোন দুর্ব্যবহারের প্রতিবাদ করলে দুই যুবক তাঁদের শ্লীলতাহানি করে। দুই বোনকে মারধর এবং পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনায় সঞ্চালিকার গাড়ির কাঁচও ভেঙে যায়। কোনওরকমে সেখান থেকে পালিয়ে নোঙ্গর বগাওয়ালা থানার চেকপোস্টে বিষয়টি পুলিশকে জানাযন সঞ্চালিকা।
খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক অভিযুক্তকে গ্রেফতার করে, অপর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও সোমবার পুলিশ তাঁকে গ্রেফতার করে। দুই ধৃতের নাম অর্জুন ও শিবম বলে জানিয়েছে পুলিশ। বগাওয়ালা থানার ইন-চার্জ মনোজ শর্মা বলেন, উভয় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, তাদের আদালতে হাজিরা করানোর পর হেফাজতে পাঠানো হয়েছে।