ETV Bharat / bharat

রুমমেটের অশ্লীল ভিডিয়ো বানানোর অভিযোগ! ভাইরাল হতেই আত্মহত্যার চেষ্টা দুই পড়ুয়ার - Banaras Hindu University - BANARAS HINDU UNIVERSITY

Banaras Hindu University: রুমমেটের আপত্তিকর ভিডিয়ো করে ভাইরাল করার অভিযোগ উঠল এক ছাত্রীর বিরুদ্ধে ৷ ঘটনা জানাজানি হতেই নির্যাতিতা ও অভিযুক্ত দু'জনেই আত্মহত্যার চেষ্টা করেন ৷ পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ছাত্রীকে বহিষ্কার করেছে ৷

Banaras Hindu University
Banaras Hindu University
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 6:29 PM IST

বারাণসী, 24 মার্চ: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে আত্মহত্যার চেষ্টা দুই পড়ুয়ার ৷ হস্টেলের ঘরে একই সঙ্গে থাকতেন দুই পড়ুয়া ৷ অভিযোগ, মজার ছলে এক পড়ুয়া রুমমেট অন্য পড়ুয়ার আপত্তিকর ভিডিয়ো করেন এবং সেটি বিদেশে বসবাসকারী প্রেমিককে পাঠিয়ে দেন ৷ বিদেশে বসবাসকারী পড়ুয়ার প্রেমিক সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় ৷ ঘটনা জানাজানি হতেই প্রথমে রুমমেট দুই ছাত্রী হাতাহাতিতে জড়িয়ে পড়েন ৷ এরপরে দু'জনেই সুইসাইড নোট লিখে আত্মহত্যার চেষ্টা করেন।

দ্রুত হোস্টেলের অন্য ছাত্রীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের দুজনকে শান্ত করে এবং ওয়ার্ডেনকে বিষয়টি অভিযোগ করেন ৷ পরে ওয়ার্ডেন অধ্যক্ষকে বিষয়টি সম্পর্কে জানান। এই ঘটনায় ওই অভিযুক্ত ছাত্রীকে বহিষ্কার করেছেন তিনি। জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রী নেপালের বাসিন্দা ৷ গত 2 বছর ধরে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হস্টেলে থাকতেন তিনি । নির্যাতিতা ও অভিযুক্তের সঙ্গে আরও এক ছাত্রী থাকতেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ওই নেপালি ছাত্রী রসিকতা করে আরেক পড়ুয়ার অশ্লীল ভিডিয়ো বানান। তারপর সহপাঠীদেরও ভিডিয়োটি দেখান। অভিযুক্তকে বাকিরা ভিডিয়োটি মুছে ফেলতে বললেও তিনি ওই ভিডিয়োটি তাঁর প্রেমিকের কাছে পাঠিয়ে দেন। নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, নেপালি ছাত্রীর প্রেমিক তাঁর ভিডিয়ো ভাইরাল করে দেন ।

ভাইরাল ভিডিয়োর কথা জানতে পেরে তিন রুমমেটের মধ্যে বচসা হয়, যা মারামারির আকার নেয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিব প্রকাশ সিং জানিয়েছেন, দুই সদস্যের একটি কমিটি বিষয়টি তদন্ত করেছে । তদন্তে নেপালি ছাত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে । তিনি নির্যাতিতার ছাত্রীর ভিডিয়ো করেছিলেন ৷ এজন্য তাঁকে বহিষ্কারও করা হয়েছে । পরিবারের সদস্যদের উপস্থিতিতে লিখিতও দিয়েছে অভিযুক্ত ছাত্রী ।

কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় আজকাল খবরের শিরোনামে । একদিকে শিক্ষার্থীরা বিক্ষোভের মাধ্যমে তাদের দাবি তুলে ধরছেন ৷ অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়ার আপত্তিকর ভিডিয়ো ভাইরাল হওয়ার ঘটনা সামনে এসেছে ।

আর পড়ুন:

  1. পোস্টঅফিসে কর্মীদের অশ্রাব্য কথা? ফের বিতর্কের মুখে রূপঙ্কর বাগচি
  2. পরীক্ষায় বসতে না দেওয়ার প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে তাণ্ডব ছাত্রী-অভিভাবকদের! দেখুন ভাইরাল ভিডিয়ো
  3. পার্স চুরি করে ট্রেনের জানলায় ঝুলছে চোর, উত্তম-মধ্যম দিল যাত্রীরা; ভাইরাল ভিডিয়ো

বারাণসী, 24 মার্চ: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে আত্মহত্যার চেষ্টা দুই পড়ুয়ার ৷ হস্টেলের ঘরে একই সঙ্গে থাকতেন দুই পড়ুয়া ৷ অভিযোগ, মজার ছলে এক পড়ুয়া রুমমেট অন্য পড়ুয়ার আপত্তিকর ভিডিয়ো করেন এবং সেটি বিদেশে বসবাসকারী প্রেমিককে পাঠিয়ে দেন ৷ বিদেশে বসবাসকারী পড়ুয়ার প্রেমিক সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় ৷ ঘটনা জানাজানি হতেই প্রথমে রুমমেট দুই ছাত্রী হাতাহাতিতে জড়িয়ে পড়েন ৷ এরপরে দু'জনেই সুইসাইড নোট লিখে আত্মহত্যার চেষ্টা করেন।

দ্রুত হোস্টেলের অন্য ছাত্রীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের দুজনকে শান্ত করে এবং ওয়ার্ডেনকে বিষয়টি অভিযোগ করেন ৷ পরে ওয়ার্ডেন অধ্যক্ষকে বিষয়টি সম্পর্কে জানান। এই ঘটনায় ওই অভিযুক্ত ছাত্রীকে বহিষ্কার করেছেন তিনি। জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রী নেপালের বাসিন্দা ৷ গত 2 বছর ধরে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হস্টেলে থাকতেন তিনি । নির্যাতিতা ও অভিযুক্তের সঙ্গে আরও এক ছাত্রী থাকতেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ওই নেপালি ছাত্রী রসিকতা করে আরেক পড়ুয়ার অশ্লীল ভিডিয়ো বানান। তারপর সহপাঠীদেরও ভিডিয়োটি দেখান। অভিযুক্তকে বাকিরা ভিডিয়োটি মুছে ফেলতে বললেও তিনি ওই ভিডিয়োটি তাঁর প্রেমিকের কাছে পাঠিয়ে দেন। নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, নেপালি ছাত্রীর প্রেমিক তাঁর ভিডিয়ো ভাইরাল করে দেন ।

ভাইরাল ভিডিয়োর কথা জানতে পেরে তিন রুমমেটের মধ্যে বচসা হয়, যা মারামারির আকার নেয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিব প্রকাশ সিং জানিয়েছেন, দুই সদস্যের একটি কমিটি বিষয়টি তদন্ত করেছে । তদন্তে নেপালি ছাত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে । তিনি নির্যাতিতার ছাত্রীর ভিডিয়ো করেছিলেন ৷ এজন্য তাঁকে বহিষ্কারও করা হয়েছে । পরিবারের সদস্যদের উপস্থিতিতে লিখিতও দিয়েছে অভিযুক্ত ছাত্রী ।

কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় আজকাল খবরের শিরোনামে । একদিকে শিক্ষার্থীরা বিক্ষোভের মাধ্যমে তাদের দাবি তুলে ধরছেন ৷ অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়ার আপত্তিকর ভিডিয়ো ভাইরাল হওয়ার ঘটনা সামনে এসেছে ।

আর পড়ুন:

  1. পোস্টঅফিসে কর্মীদের অশ্রাব্য কথা? ফের বিতর্কের মুখে রূপঙ্কর বাগচি
  2. পরীক্ষায় বসতে না দেওয়ার প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে তাণ্ডব ছাত্রী-অভিভাবকদের! দেখুন ভাইরাল ভিডিয়ো
  3. পার্স চুরি করে ট্রেনের জানলায় ঝুলছে চোর, উত্তম-মধ্যম দিল যাত্রীরা; ভাইরাল ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.