পটনা, 11 জুলাই: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁসকাণ্ডে গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত রকি ৷ বৃহস্পতিবার ঝাড়খণ্ড থেকে তাকে গ্রেফতার করে সিবিআই ৷ এরপর অভিযুক্ত রকি ওরফে রাকেশকে সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করা হয় ৷ সেখানে বিচারক হর্ষ বর্ধন অভিযুক্তকে 10 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন ৷
তবে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অন্য়তম মূল অভিযুক্ত সঞ্জীব মুখিয়া এখনও পলাতক ৷ সিবিআই-এর একটি দল তার সন্ধান চালাচ্ছে ৷ নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যারা অন্যতম মূল অভিযুক্ত তাদের মধ্যে একজন এই রকি ৷ সিবিআই দীর্ঘদিন ধরেই তাকে খুঁজে বেড়াচ্ছিল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে খবর ছিল যে, রকি নেপালে পালিয়ে যেতে পারে ৷
তার আগেই রকিকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে সিবিআই ৷ সম্প্রতি সিবিআই ঝাড়খণ্ডের ধানবাদ থেকে আরও দুই অভিযুক্ত অমন সিং এবং বান্টিকে গ্রেফতার করেছে ৷ এছাড়া একটি স্কুলে প্রিন্সিপাল, সহ-প্রিন্সিপাল এবং এক সাংবাদিককেও গ্রেফতার করা হয়েছে ৷
অভিযুক্ত রকি বিহারের নাওয়াদার বাসিন্দা ৷ ইতিমধ্যে এই মামলায় গ্রেফতার হওয়া মুকেশ, চিন্টু, মনীশকে জেরা করে রকির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে ৷ সূত্রের খবর, নিট-ইউজি-র প্রশ্নপত্র ফাঁসের পর রকি-ই সেই প্রশ্নগুলির উত্তর লিখে তা চিন্টুর মোবাইলে পাঠিয়ে দেয় ৷ অন্যদিকে চিন্টু এই কাণ্ডের মাস্টারমাইন্ড সঞ্জীব মুখিয়ার ভাইঝির স্বামী ৷ সিবিআই সঞ্জীব ও রকির সন্ধান করছিল ৷