ETV Bharat / bharat

NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র চুরি করেছিলেন প্রিন্সিপাল-ভাইস প্রিন্সিপাল, চার্জশিটে দাবি সিবিআই - CBI on NEET UG Paper Leak 2024 - CBI ON NEET UG PAPER LEAK 2024

NEET-UG Paper Leak 2024: নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ভর্তি ট্রাঙ্কে স্বয়ংক্রিয় তালা লাগানো ছিল ৷ তা ভাঙা হল কীভাবে ? পরীক্ষার প্রশ্নগুলি কারা সমাধান করলেন ? এমনই নানা বিষয়কে সামনে রেখে চলতি বছরের নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দ্বিতীয় চার্জশিট পেশ করল সিবিআই ৷ তাতে এক বড় ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে ৷ যার মাথা দুই শিক্ষক ৷

NEET UG Paper Leak 2024
নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 4:37 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: প্রশ্নপত্র চুরির যোগসাজশ করেছিলেন স্কুলের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল ৷ 2024 সালের সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় এমনটাই দাবি করল সিবিআই ৷ বৃহস্পতিবার পটনার একটি বিশেষ আদালতে এই মামলার দ্বিতীয় চার্জশিটটি পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

সেই চার্জশিটে সিবিআই জানিয়েছে, ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুলের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল নিট-ইউজি 2024 পরীক্ষার প্রশ্নপত্র চুরি করার জন্য কয়েকজনের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন ৷ চার্জশিটে প্রিন্সিপাল আহসানুল হক, ভাইস প্রিন্সিপাল মহম্মদ ইমতিয়াজ আলম এবং অন্য চারজনের নাম উল্লেখ করেছে সিবিআই ৷

নিট-ইউজি 2024 পরীক্ষার পরিচালন সংস্থা এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) প্রিন্সিপাল আহসানুল হককে হাজারিবাগ শহরের কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করেছিল ৷ পাশাপাশি ভাইস প্রিন্সিপাল মহম্মদ ইমতিয়াজ আলম ছিলেন সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের সুপারিনটেনডেন্ট ৷ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআই পঙ্কজ কুমার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ সে হক ও আলমের হয়ে কাজ করেছে বলে অভিযোগ ৷

কীভাবে প্রশ্নপত্র ফাঁস হল ?

5 মে সকালে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ভর্তি ট্রাঙ্ক এসে পৌঁছয় হাজারিবাগের ওয়েসিস স্কুলে ৷ ট্রাঙ্কটিকে কন্ট্রোল রুমে রাখা হয় ৷ এই সময় হক ও আলম পঙ্কজ কুমারকে আইন-বিরুদ্ধভাবে ওই ট্রাঙ্কটি খোলার কথা বলে ৷ ট্রাঙ্কটি স্বয়ংক্রিয় তালা দিয়ে বন্ধ করা ছিল ৷ পঙ্কজ কুমার অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয় তালাটি খুলে ফেলে বলে সিবিআইয়ের দাবি ৷

সিবিআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, 5 মে সকালেই হাজারিবাগে নিট-ইউজি প্রশ্নপত্রের সমাধান হয় ৷ পটনা এইমস, আরআইএমএস রাঁচি এবং ভরতপুর মেডিক্যাল কলেজের কয়েকজন এমবিবিএস পড়ুয়া ওই প্রশ্নগুলির সমাধান করে উত্তর লিখে দেন ৷ এই অভিযোগে, সাতজনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ ট্রাঙ্কটি খুলতে যে যন্ত্র ব্যবহার করা হয়েছিল, সেগুলিও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

সিবিআই-এর মুখপাত্র বলেন, "এই সমাধান করা উত্তরপত্রগুলি কয়েকজন নির্দিষ্ট পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় । তাঁরা এর জন্য অর্থ দিয়েছিলেন ৷ নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন সমাধানের সঙ্গে জড়িত সবাই এমবিবিএস পড়ুয়া ৷ তাঁদের চিহ্নিত করা গিয়েছে ৷ তাঁদের বেশিরভাগকেই গ্রেফতার করেছে সিবিআই ৷ এই ষড়যন্ত্রের জন্যই তাঁদের হাজারিবাগে আনা হয়েছিল ৷"

এই দলের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি যুক্ত ৷ তাঁদের মধ্যে কেউ ওই পরীক্ষার্থীদের থাকার জায়গা করে দিয়েছিলেন ৷ কেউ পরীক্ষার্থীদের নিয়ে আসার দায়িত্ব নিয়েছিলেন ৷ এই ষড়যন্ত্রের মাধ্যমে যে পরীক্ষার্থীরা সমাধান করা প্রশ্নপত্র পেয়েছিলেন, তাঁদের সন্ধান চলছে ৷ তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিবিআই ৷ এবছর 5 মে 571টি শহরের 4 হাজার 750টি কেন্দ্রে নিট-ইউজি পরীক্ষা হয় ৷ এর মধ্যে দেশের বাইরে 14টি পরীক্ষা কেন্দ্র ছিল ৷ 23 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন ৷

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: প্রশ্নপত্র চুরির যোগসাজশ করেছিলেন স্কুলের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল ৷ 2024 সালের সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় এমনটাই দাবি করল সিবিআই ৷ বৃহস্পতিবার পটনার একটি বিশেষ আদালতে এই মামলার দ্বিতীয় চার্জশিটটি পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

সেই চার্জশিটে সিবিআই জানিয়েছে, ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুলের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল নিট-ইউজি 2024 পরীক্ষার প্রশ্নপত্র চুরি করার জন্য কয়েকজনের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন ৷ চার্জশিটে প্রিন্সিপাল আহসানুল হক, ভাইস প্রিন্সিপাল মহম্মদ ইমতিয়াজ আলম এবং অন্য চারজনের নাম উল্লেখ করেছে সিবিআই ৷

নিট-ইউজি 2024 পরীক্ষার পরিচালন সংস্থা এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) প্রিন্সিপাল আহসানুল হককে হাজারিবাগ শহরের কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করেছিল ৷ পাশাপাশি ভাইস প্রিন্সিপাল মহম্মদ ইমতিয়াজ আলম ছিলেন সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের সুপারিনটেনডেন্ট ৷ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআই পঙ্কজ কুমার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ সে হক ও আলমের হয়ে কাজ করেছে বলে অভিযোগ ৷

কীভাবে প্রশ্নপত্র ফাঁস হল ?

5 মে সকালে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ভর্তি ট্রাঙ্ক এসে পৌঁছয় হাজারিবাগের ওয়েসিস স্কুলে ৷ ট্রাঙ্কটিকে কন্ট্রোল রুমে রাখা হয় ৷ এই সময় হক ও আলম পঙ্কজ কুমারকে আইন-বিরুদ্ধভাবে ওই ট্রাঙ্কটি খোলার কথা বলে ৷ ট্রাঙ্কটি স্বয়ংক্রিয় তালা দিয়ে বন্ধ করা ছিল ৷ পঙ্কজ কুমার অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয় তালাটি খুলে ফেলে বলে সিবিআইয়ের দাবি ৷

সিবিআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, 5 মে সকালেই হাজারিবাগে নিট-ইউজি প্রশ্নপত্রের সমাধান হয় ৷ পটনা এইমস, আরআইএমএস রাঁচি এবং ভরতপুর মেডিক্যাল কলেজের কয়েকজন এমবিবিএস পড়ুয়া ওই প্রশ্নগুলির সমাধান করে উত্তর লিখে দেন ৷ এই অভিযোগে, সাতজনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ ট্রাঙ্কটি খুলতে যে যন্ত্র ব্যবহার করা হয়েছিল, সেগুলিও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

সিবিআই-এর মুখপাত্র বলেন, "এই সমাধান করা উত্তরপত্রগুলি কয়েকজন নির্দিষ্ট পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় । তাঁরা এর জন্য অর্থ দিয়েছিলেন ৷ নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন সমাধানের সঙ্গে জড়িত সবাই এমবিবিএস পড়ুয়া ৷ তাঁদের চিহ্নিত করা গিয়েছে ৷ তাঁদের বেশিরভাগকেই গ্রেফতার করেছে সিবিআই ৷ এই ষড়যন্ত্রের জন্যই তাঁদের হাজারিবাগে আনা হয়েছিল ৷"

এই দলের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি যুক্ত ৷ তাঁদের মধ্যে কেউ ওই পরীক্ষার্থীদের থাকার জায়গা করে দিয়েছিলেন ৷ কেউ পরীক্ষার্থীদের নিয়ে আসার দায়িত্ব নিয়েছিলেন ৷ এই ষড়যন্ত্রের মাধ্যমে যে পরীক্ষার্থীরা সমাধান করা প্রশ্নপত্র পেয়েছিলেন, তাঁদের সন্ধান চলছে ৷ তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিবিআই ৷ এবছর 5 মে 571টি শহরের 4 হাজার 750টি কেন্দ্রে নিট-ইউজি পরীক্ষা হয় ৷ এর মধ্যে দেশের বাইরে 14টি পরীক্ষা কেন্দ্র ছিল ৷ 23 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.