ETV Bharat / bharat

NEET-UG কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু অগস্টেই - NEET UG 2024 Counselling

NEET-UG 2024 Counselling: নিট-ইউজি কাউন্সেলিং-এর দিন ঘোষণা করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি ৷ শীঘ্রই mcc.nic.in ওয়েবসাইটে নিট-ইউজি কাউন্সেলিং সম্পর্কিত তথ্য দেওয়া হবে ৷

NEET UG 2024
নিট-ইউজি কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 3:05 PM IST

কোটা, 31 জুলাই: চলিত মাসের 26 জুলাই প্রকাশিত হয়েছিল সর্বভারতীয় স্তরে মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষার (নিট-ইউজি) সংশোধিত ফলাফল এবং মেধাতালিকা ৷ বুধবার প্রকাশিত হল তার কাউন্সেলিং-এর দিনক্ষণ ৷ মঙ্গলবার মেডিক্যাল কাউন্সেলিং কমিটি বা এমসিসি-র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 14 অগস্ট থেকে শুরু হবে সর্বভারতীয় ক্ষেত্রে সংরক্ষিত আসনের কাউন্সেলিং প্রক্রিয়া ৷ উল্লেখ্য মোট আসনের 15 শতাংশ আসন সংরক্ষিত ৷ এর সময়সূচিও শীঘ্রই প্রকাশিত হবে এমসিসি-র ওয়েবসাইট mcc.nic.in-এ ৷

মেডিক্যাল কাউন্সেলিং কমিটির তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষভাবে সক্ষম (Divyang), শিশু ও বিধবা (Children and Widow Armed Force, CW) পড়ুয়াদের জন্য রেজিস্ট্রেশনের পোর্টাল খোলা হয়েছে ৷ আগামী 4 অগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া ৷ বেসরকারি কোচিং ইনস্টিটিউটের কেরিয়ার কাউন্সেলিং বিশেষজ্ঞ পারিজাত মিশ্র বলেন, "CW ক্যাটাগরির UG 2024-এর কাউন্সেলিং-এর জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ওয়েবসাইটে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ৷ এই প্রক্রিয়া চলবে 31 জুলাই থেকে 4 অগস্ট 2024 পর্যন্ত ৷"

কাউন্সেলিংয়ের জন্য পড়ুয়াদের অনলাইন পোর্টালে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে ৷ একইভাবে, বিশেষভাবে সক্ষম প্রার্থীদেরও শারীরিক প্রতিবন্ধকতার শংসাপত্র আপলোড করতে হবে ৷ 16টি মেডিক্যাল ইনস্টিটিউটের শংসাপত্র এক্ষেত্রে গ্রাহ্য হবে ৷ মেডিক্যাল কাউন্সিল কমিটির নির্বাচিত মেডিক্যাল ইনস্টিটিউটের শংসাপত্র কেবল মাত্র গ্রাহ্য় বা বৈধ হিসেবে ধরা হবে ৷

এই প্রতিষ্ঠান থেকে পাওয়া যাবে বিশেষ ভাবে সক্ষমের শংসাপত্র:

  1. সফদরজং হাসপাতাল, নিউ দিল্লি (Vardhman Medical College and Safdarjung Hospital New Delhi) ৷
  2. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, মুম্বই (All India Institute of Physical Medicine and Rehabilitation Mumbai) ৷
  3. ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা (Institute of Post Graduate Medical Education and Research Kolkata) ৷
  4. মাদ্রাজ মেডিক্যাল কলেজ, চেন্নাই (Madras Medical College, Chennai) ৷
  5. গ্রান্ট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ, মুম্বই (Grant Government Medical College, Mumbai) ৷
  6. গোয়া মেডিক্যাল কলেজ, গোয়া (Goa Medical College, Goa) ৷
  7. গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ, তিরুভানন্তপুরম (Government Medical College, Thiruvananthapuram) ৷
  8. সোওয়াই মান সিং মেডিক্য়াল কলেজ, জয়পুর (Sawai Man Singh Medical College, Jaipur) ৷
  9. গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল, চণ্ডিগড় (Government Medical College and Hospital, Chandigarh) ৷
  10. গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ, আগরতলা (Government Medical College, Agartala) ৷
  11. ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বারাণসী (Institute of Medical Science Banaras Hindu University Varanasi) ৷
  12. আলি যাবর জম্মু ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিজঅ্যাবিলিটিস, মুম্বই (Ali Yavar Jammu National Institute of Speech and Hearing Disabilities Mumbai) ৷
  13. এইমস, নাগপুর (AIIMS Nagpur) ৷
  14. অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড আরএমএল হাসপাতাল, নিউ দিল্লি (Atal Bihari Vajpayee Institute of Medical Sciences and RML Hospital, New Delhi) ৷
  15. লেডি হার্ডিং মেডিক্যাল কলেজ অ্যান্ড অ্যাসোসিয়েটস হাসপাতাল, নিউ দিল্লি (Lady Hardinge Medical College and Associates Hospital New Delhi) ৷
  16. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং, মাইসোর (All India Institute of Speech and Hearing Mysore) ৷

NEET UG সংরক্ষিত আসনে কাউন্সেলিংয়ে উত্তীর্ণ পড়ুয়ারা ডিমড বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (DU, AMU, BHU), ইএসআইসি, এএফএমসি, আইপি বিশ্ববিদ্যালয়, এইমস, জেআইপিএমইআর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন ৷

7 মে অনুষ্ঠিত হওয়া NEET-UG পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের দশ দিন আগে অর্থাৎ 4 জুন, ঘোষণা করা হয়েছিল ৷ 20 জুলাই, পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) প্রার্থীদের পরিচয় গোপন রেখে শহরভিত্তিক NEET 2024 ফলাফল প্রকাশ করেছে ৷ পরীক্ষার্থীদের জীববিজ্ঞান, রসায়ন এবং পদার্থবিদ্যার উপর 200টি প্রশ্নের মধ্যে 180টির উত্তর দিতে হয়েছিল ৷

প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়েছে ৷ অন্যদিকে প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা হয়েছে ৷ পরীক্ষার্থীরা যে প্রশ্নগুলির কোনও উত্তরই লেখেননি, তার প্রতিটির জন্য শূন্য দেওয়া হয়েছিল ৷ 23 জুলাই, সুপ্রিম কোর্ট রায় দেয়, NEET-2024 পরীক্ষা ফের হবে না ৷ NTA কে আসল পদার্থবিদ্যার Q19 প্রশ্নের পুনরাবৃত্তির পরে আপডেট ফলাফল ঘোষণা করতে হবে ৷

কোটা, 31 জুলাই: চলিত মাসের 26 জুলাই প্রকাশিত হয়েছিল সর্বভারতীয় স্তরে মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষার (নিট-ইউজি) সংশোধিত ফলাফল এবং মেধাতালিকা ৷ বুধবার প্রকাশিত হল তার কাউন্সেলিং-এর দিনক্ষণ ৷ মঙ্গলবার মেডিক্যাল কাউন্সেলিং কমিটি বা এমসিসি-র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 14 অগস্ট থেকে শুরু হবে সর্বভারতীয় ক্ষেত্রে সংরক্ষিত আসনের কাউন্সেলিং প্রক্রিয়া ৷ উল্লেখ্য মোট আসনের 15 শতাংশ আসন সংরক্ষিত ৷ এর সময়সূচিও শীঘ্রই প্রকাশিত হবে এমসিসি-র ওয়েবসাইট mcc.nic.in-এ ৷

মেডিক্যাল কাউন্সেলিং কমিটির তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষভাবে সক্ষম (Divyang), শিশু ও বিধবা (Children and Widow Armed Force, CW) পড়ুয়াদের জন্য রেজিস্ট্রেশনের পোর্টাল খোলা হয়েছে ৷ আগামী 4 অগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া ৷ বেসরকারি কোচিং ইনস্টিটিউটের কেরিয়ার কাউন্সেলিং বিশেষজ্ঞ পারিজাত মিশ্র বলেন, "CW ক্যাটাগরির UG 2024-এর কাউন্সেলিং-এর জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ওয়েবসাইটে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ৷ এই প্রক্রিয়া চলবে 31 জুলাই থেকে 4 অগস্ট 2024 পর্যন্ত ৷"

কাউন্সেলিংয়ের জন্য পড়ুয়াদের অনলাইন পোর্টালে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে ৷ একইভাবে, বিশেষভাবে সক্ষম প্রার্থীদেরও শারীরিক প্রতিবন্ধকতার শংসাপত্র আপলোড করতে হবে ৷ 16টি মেডিক্যাল ইনস্টিটিউটের শংসাপত্র এক্ষেত্রে গ্রাহ্য হবে ৷ মেডিক্যাল কাউন্সিল কমিটির নির্বাচিত মেডিক্যাল ইনস্টিটিউটের শংসাপত্র কেবল মাত্র গ্রাহ্য় বা বৈধ হিসেবে ধরা হবে ৷

এই প্রতিষ্ঠান থেকে পাওয়া যাবে বিশেষ ভাবে সক্ষমের শংসাপত্র:

  1. সফদরজং হাসপাতাল, নিউ দিল্লি (Vardhman Medical College and Safdarjung Hospital New Delhi) ৷
  2. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, মুম্বই (All India Institute of Physical Medicine and Rehabilitation Mumbai) ৷
  3. ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা (Institute of Post Graduate Medical Education and Research Kolkata) ৷
  4. মাদ্রাজ মেডিক্যাল কলেজ, চেন্নাই (Madras Medical College, Chennai) ৷
  5. গ্রান্ট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ, মুম্বই (Grant Government Medical College, Mumbai) ৷
  6. গোয়া মেডিক্যাল কলেজ, গোয়া (Goa Medical College, Goa) ৷
  7. গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ, তিরুভানন্তপুরম (Government Medical College, Thiruvananthapuram) ৷
  8. সোওয়াই মান সিং মেডিক্য়াল কলেজ, জয়পুর (Sawai Man Singh Medical College, Jaipur) ৷
  9. গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল, চণ্ডিগড় (Government Medical College and Hospital, Chandigarh) ৷
  10. গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ, আগরতলা (Government Medical College, Agartala) ৷
  11. ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বারাণসী (Institute of Medical Science Banaras Hindu University Varanasi) ৷
  12. আলি যাবর জম্মু ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিজঅ্যাবিলিটিস, মুম্বই (Ali Yavar Jammu National Institute of Speech and Hearing Disabilities Mumbai) ৷
  13. এইমস, নাগপুর (AIIMS Nagpur) ৷
  14. অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড আরএমএল হাসপাতাল, নিউ দিল্লি (Atal Bihari Vajpayee Institute of Medical Sciences and RML Hospital, New Delhi) ৷
  15. লেডি হার্ডিং মেডিক্যাল কলেজ অ্যান্ড অ্যাসোসিয়েটস হাসপাতাল, নিউ দিল্লি (Lady Hardinge Medical College and Associates Hospital New Delhi) ৷
  16. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং, মাইসোর (All India Institute of Speech and Hearing Mysore) ৷

NEET UG সংরক্ষিত আসনে কাউন্সেলিংয়ে উত্তীর্ণ পড়ুয়ারা ডিমড বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (DU, AMU, BHU), ইএসআইসি, এএফএমসি, আইপি বিশ্ববিদ্যালয়, এইমস, জেআইপিএমইআর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন ৷

7 মে অনুষ্ঠিত হওয়া NEET-UG পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের দশ দিন আগে অর্থাৎ 4 জুন, ঘোষণা করা হয়েছিল ৷ 20 জুলাই, পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) প্রার্থীদের পরিচয় গোপন রেখে শহরভিত্তিক NEET 2024 ফলাফল প্রকাশ করেছে ৷ পরীক্ষার্থীদের জীববিজ্ঞান, রসায়ন এবং পদার্থবিদ্যার উপর 200টি প্রশ্নের মধ্যে 180টির উত্তর দিতে হয়েছিল ৷

প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়েছে ৷ অন্যদিকে প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা হয়েছে ৷ পরীক্ষার্থীরা যে প্রশ্নগুলির কোনও উত্তরই লেখেননি, তার প্রতিটির জন্য শূন্য দেওয়া হয়েছিল ৷ 23 জুলাই, সুপ্রিম কোর্ট রায় দেয়, NEET-2024 পরীক্ষা ফের হবে না ৷ NTA কে আসল পদার্থবিদ্যার Q19 প্রশ্নের পুনরাবৃত্তির পরে আপডেট ফলাফল ঘোষণা করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.