ETV Bharat / bharat

তিনদিনে দ্বিতীয় আত্মহত্যা কোটায়, ঘর থেকে উদ্ধার নিট পরীক্ষার্থীর দেহ - student suicide in Kota - STUDENT SUICIDE IN KOTA

Girl student suicides in Kota: ফের কোটায় এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে ৷ মহাবীর নগের প্রথম এলাকায় পিজিতে ভাড়া থাকতেন পড়ুয়া ৷ তিন দিনে এই নিয়ে দ্বিতীয় আত্মহত্যার ঘটনা ঘটল কোটায় ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 12:17 PM IST

কোটা, 28 মার্চ: ফের কোটায় আত্মঘাতী এক ছাত্রী ৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে মেডিক্যাল এন্ট্রাস দিতে কোটায় এসেছিলেন ওই ছাত্রী ৷ মহাবীর নগের প্রথম এলাকায় পিজিতে ভাড়া থাকতেন পড়ুয়া ৷ গত 3 দিনে এই নিয়ে দ্বিতীয় আত্মহত্যার ঘটনা ঘটল কোটায় ৷ পড়ুয়ার আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জহর নগর থানার পুলিশ আধিকারিকরা ৷ পাশাপাশি ঘটনাস্থলে যায় ফরেন্সিক দলও ৷

পুলিশ অফিসার কমলেশ কুমার শর্মা জানিয়েছেন, উত্তরপ্রদেশের আমেঠির বাসিন্দা ছিলেন ওই পড়ুয়া ৷ গত বছর নিট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কোটায় আসেন ওই পড়ুয়া ৷ ইতিমধ্যেই পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে ৷ পরিবার পৌঁছানোর পরেই দেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানা গিয়েছে ৷ আপাতত পড়ুয়ার দেহ মর্গেই রাখা থাকবে ৷ এক বছরে কোটায় এই নিয়ে সাত জন পড়ুয়ার আত্মঘাতীর খবর সামনে এসেছে ৷ বছর শুরুর তিন মাসের মধ্যেই সাত পড়ুয়ার আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ 26 মার্চই বিজ্ঞান নগর থানা এলাকার এক পড়ুয়ার আত্মঘাতীর খবর সামনে আসে ৷ তিনিও উত্তরপ্রদেশের কনৌজ থেকে কোটায় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে এসেছিলেন ৷

অফিসার কমলেশ কুমার শর্মা আরও জানিয়েছেন, সকাল থেকেই ওই ছাত্রীকে দরজা খুলে কেউ বাইরে বেরোতে দেখেননি ৷ এমনকী, সকাল থেকে ওই ছাত্রী কোনও রকম খাবারও খাননি ৷ ছাত্রীকে সকাল থেকে ঘরের বাইরে বেরোতে না-দেখেই পাশে থাকা অন্য শিক্ষার্থীরা তাঁর দরজায় ধাক্কা দিতে শুরু করে ৷ দরজা না খুললে ওপরের স্কাইলাইট দিয়ে ভেতরে উঁকি দেন অন্য পড়ুয়ারা। তারপরেই পুরো ঘটনা সামনে আসে ৷ ছাত্রদের থেকে জানার পরই ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

5 মে নিট পরীক্ষা। এবার এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা প্রায় 25.6 লাখ হতে পারে। পরীক্ষার এখনও প্রায় এক মাস 10 দিন বাকি। তারমধ্যেই একের পর এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনা সামনে আসছে ৷

আরও পড়ুন:

1. কোটায় ফের আত্মঘাতী নিট পরীক্ষার্থী, ঘরে থেকে উদ্ধার দেহ

2. 'সরি বাবা-মা, আমি জয়েন্ট দিতে পারব না'; সুইসাইড নোট লিখে কোটায় আত্মঘাতী ছাত্রী

3. কোটায় ফের নিট পরীক্ষার্থীর মৃ্ত্যু, তদন্তে পুলিশ

কোটা, 28 মার্চ: ফের কোটায় আত্মঘাতী এক ছাত্রী ৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে মেডিক্যাল এন্ট্রাস দিতে কোটায় এসেছিলেন ওই ছাত্রী ৷ মহাবীর নগের প্রথম এলাকায় পিজিতে ভাড়া থাকতেন পড়ুয়া ৷ গত 3 দিনে এই নিয়ে দ্বিতীয় আত্মহত্যার ঘটনা ঘটল কোটায় ৷ পড়ুয়ার আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জহর নগর থানার পুলিশ আধিকারিকরা ৷ পাশাপাশি ঘটনাস্থলে যায় ফরেন্সিক দলও ৷

পুলিশ অফিসার কমলেশ কুমার শর্মা জানিয়েছেন, উত্তরপ্রদেশের আমেঠির বাসিন্দা ছিলেন ওই পড়ুয়া ৷ গত বছর নিট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কোটায় আসেন ওই পড়ুয়া ৷ ইতিমধ্যেই পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে ৷ পরিবার পৌঁছানোর পরেই দেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানা গিয়েছে ৷ আপাতত পড়ুয়ার দেহ মর্গেই রাখা থাকবে ৷ এক বছরে কোটায় এই নিয়ে সাত জন পড়ুয়ার আত্মঘাতীর খবর সামনে এসেছে ৷ বছর শুরুর তিন মাসের মধ্যেই সাত পড়ুয়ার আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ 26 মার্চই বিজ্ঞান নগর থানা এলাকার এক পড়ুয়ার আত্মঘাতীর খবর সামনে আসে ৷ তিনিও উত্তরপ্রদেশের কনৌজ থেকে কোটায় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে এসেছিলেন ৷

অফিসার কমলেশ কুমার শর্মা আরও জানিয়েছেন, সকাল থেকেই ওই ছাত্রীকে দরজা খুলে কেউ বাইরে বেরোতে দেখেননি ৷ এমনকী, সকাল থেকে ওই ছাত্রী কোনও রকম খাবারও খাননি ৷ ছাত্রীকে সকাল থেকে ঘরের বাইরে বেরোতে না-দেখেই পাশে থাকা অন্য শিক্ষার্থীরা তাঁর দরজায় ধাক্কা দিতে শুরু করে ৷ দরজা না খুললে ওপরের স্কাইলাইট দিয়ে ভেতরে উঁকি দেন অন্য পড়ুয়ারা। তারপরেই পুরো ঘটনা সামনে আসে ৷ ছাত্রদের থেকে জানার পরই ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

5 মে নিট পরীক্ষা। এবার এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা প্রায় 25.6 লাখ হতে পারে। পরীক্ষার এখনও প্রায় এক মাস 10 দিন বাকি। তারমধ্যেই একের পর এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনা সামনে আসছে ৷

আরও পড়ুন:

1. কোটায় ফের আত্মঘাতী নিট পরীক্ষার্থী, ঘরে থেকে উদ্ধার দেহ

2. 'সরি বাবা-মা, আমি জয়েন্ট দিতে পারব না'; সুইসাইড নোট লিখে কোটায় আত্মঘাতী ছাত্রী

3. কোটায় ফের নিট পরীক্ষার্থীর মৃ্ত্যু, তদন্তে পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.