ETV Bharat / bharat

NEET-PG সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষা 11 অগস্ট, দু'টি দফায় - NEET PG 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 2:45 PM IST

Updated : Jul 5, 2024, 5:20 PM IST

NEET-PG 2024 Schedule: নিট-পিজি পরীক্ষা হবে আগামী 11 অগস্ট ৷ একই দিনে দু'টি শিফটে বা পর্যায়ে পরীক্ষা হবে, জানিয়েছে এনবিইএমএস ৷ গত 23 জুন নিট-নেট বিতর্কের আবহে বাতিল হয়েছিল এই সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষা ৷

NEET PG 2024
নিট-পিজি পরীক্ষা (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 5 জুলাই: মেডিক্যাল নিট-পিজি পরীক্ষা হবে 11 অগস্ট ৷ শুক্রবার ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস বা এনবিইএমএস নিট-পিজি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ৷ বোর্ড জানিয়েছে দু'টি পর্যায়ে এই পরীক্ষা হবে ৷ এর আগে 23 জুন পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ তবে নিট-নেট পরীক্ষা বিতর্কে এই পরীক্ষার একদিন আগে 22 জুন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই পরীক্ষা স্থগিত করে ৷

বোর্ড জানিয়েছে, "22 জুন, 2024 তারিখে এনবিইএমএস একটি নোটিশ জারি করে জানিয়েছিল যে, 2024 সালের নিট-পিজি পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হবে ৷ 11 অগস্ট দু'টি পর্যায়ে এই পরীক্ষা হবে ৷ এই পরীক্ষায় বসার যে যোগ্যতা অর্জনের শেষ তারিখ 15 অগস্ট, 2024 ৷" পরীক্ষা সম্পর্কিত আরও তথ্য প্রকাশিত হবে এনবিইএমএস-এর natboard.edu.in 2024 ওয়েবসাইটে ৷

NEET-PG schedule
নিট-পিজি পরীক্ষার দিন ঘোষণা (ছবি সৌজন্য: এএনআই)

একদিকে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি নিয়ে বিতর্ক চলছে ৷ এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে ৷ নিট-ইউজি পরীক্ষায় বেনিয়মের তদন্ত করছে সিবিআই ৷ রাজস্থান, গুজরাত, বিহার- এই তিন রাজ্যে পরীক্ষার দিন, 5 মে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ ৷

এই বিতর্কের মাঝেই 19 জুন বাতিল হয় নেট-ইউজিসি পরীক্ষা ৷ পরীক্ষাটি হয়েছিল 18 জুন ৷ কিন্তু শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, ডার্কনেটে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ 20 জুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পরীক্ষা বাতিল নিয়ে সাংবাদিক বৈঠক করেন এবং স্বীকার করে নেন যে পরীক্ষা পদ্ধতিতে ত্রুটি আছে ৷ সব মিলিয়ে নিট-নেট পরীক্ষায় কাঠগড়ায় ওঠে পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ ৷

সর্বভারতীয় পরীক্ষাগুলি নিয়ে বিতর্কের মাঝেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 22 জুন বাতিল হয়ে যায় নিট-পিজি ৷ গত 29 জুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, নিট-পিজি পরীক্ষার নতুন দিন ঘোষণা হতে পারে 1 কি 2 জুলাই ৷ এদিন সেই দিন ঘোষণা করল এনবিইএমএস ৷

নয়াদিল্লি, 5 জুলাই: মেডিক্যাল নিট-পিজি পরীক্ষা হবে 11 অগস্ট ৷ শুক্রবার ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস বা এনবিইএমএস নিট-পিজি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ৷ বোর্ড জানিয়েছে দু'টি পর্যায়ে এই পরীক্ষা হবে ৷ এর আগে 23 জুন পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ তবে নিট-নেট পরীক্ষা বিতর্কে এই পরীক্ষার একদিন আগে 22 জুন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই পরীক্ষা স্থগিত করে ৷

বোর্ড জানিয়েছে, "22 জুন, 2024 তারিখে এনবিইএমএস একটি নোটিশ জারি করে জানিয়েছিল যে, 2024 সালের নিট-পিজি পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হবে ৷ 11 অগস্ট দু'টি পর্যায়ে এই পরীক্ষা হবে ৷ এই পরীক্ষায় বসার যে যোগ্যতা অর্জনের শেষ তারিখ 15 অগস্ট, 2024 ৷" পরীক্ষা সম্পর্কিত আরও তথ্য প্রকাশিত হবে এনবিইএমএস-এর natboard.edu.in 2024 ওয়েবসাইটে ৷

NEET-PG schedule
নিট-পিজি পরীক্ষার দিন ঘোষণা (ছবি সৌজন্য: এএনআই)

একদিকে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি নিয়ে বিতর্ক চলছে ৷ এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে ৷ নিট-ইউজি পরীক্ষায় বেনিয়মের তদন্ত করছে সিবিআই ৷ রাজস্থান, গুজরাত, বিহার- এই তিন রাজ্যে পরীক্ষার দিন, 5 মে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ ৷

এই বিতর্কের মাঝেই 19 জুন বাতিল হয় নেট-ইউজিসি পরীক্ষা ৷ পরীক্ষাটি হয়েছিল 18 জুন ৷ কিন্তু শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, ডার্কনেটে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ 20 জুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পরীক্ষা বাতিল নিয়ে সাংবাদিক বৈঠক করেন এবং স্বীকার করে নেন যে পরীক্ষা পদ্ধতিতে ত্রুটি আছে ৷ সব মিলিয়ে নিট-নেট পরীক্ষায় কাঠগড়ায় ওঠে পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ ৷

সর্বভারতীয় পরীক্ষাগুলি নিয়ে বিতর্কের মাঝেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 22 জুন বাতিল হয়ে যায় নিট-পিজি ৷ গত 29 জুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, নিট-পিজি পরীক্ষার নতুন দিন ঘোষণা হতে পারে 1 কি 2 জুলাই ৷ এদিন সেই দিন ঘোষণা করল এনবিইএমএস ৷

Last Updated : Jul 5, 2024, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.