নয়াদিল্লি, 22 জুন: ফের স্থগিত হল একটি সর্বভারতীয় পরীক্ষা ৷ সিএসআইআর-ইউজিসি নেট পরীক্ষার পর এবার স্থগিত নিট-পিজি পরীক্ষা ৷ এই পরীক্ষা স্থগিত হওয়া নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে ৷ রবিবার হওয়ার কথা ছিল এই পরীক্ষা ৷ শনিবার স্বাস্থ্য মন্ত্রকে তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিত করা হয়েছে ৷ তবে শীঘ্রই নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে ৷
ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ফর মেডিক্যাল স্টুডেন্টস এই পরীক্ষা নিয়ে থাকে । তিনদিন আগেই সিএসআইআর-ইউজিসি-নেট পরীক্ষা স্থগিত করেছিল এনটিএ ৷ তারপরেই ফের স্থগিত হয়ে গেল আরও একটি সর্বভারতীয় পরীক্ষা ৷ স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, NEET-PG প্রবেশিকা পরীক্ষার প্রক্রিয়াগুলির একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ফর মেডিক্যাল স্টুডেন্টস ।
স্বাস্থ্য মন্ত্রক এক্স পোস্টে জানিয়েছে, ‘আগামিকাল, 23 জুন অনুষ্ঠিত হতে যাওয়া NEET-PG প্রবেশিকা পরীক্ষা স্থগিত করা হল ৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই পরীক্ষার নতুন তারিখ শীঘ্রই জানানো হবে । স্বাস্থ্য মন্ত্রক শিক্ষার্থীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত । শিক্ষার্থীদের সর্বোত্তম স্বার্থে এবং পরীক্ষার প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’
এর আগে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইজির প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ এরপর 18 জুন হওয়া নেট-ইউজিসি পরীক্ষা বাতিল হয় একদিন পরে 19 জুন ৷ এরপর দিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করে নেন নেট ও নিট- দু'টি সর্বভারতীয় পরীক্ষার পদ্ধতিতে ত্রুটি রয়েছে ৷ ডার্কনেটে ফাঁস হয়েছে নেট পরীক্ষার প্রশ্নপত্র ৷ তবে পরীক্ষা পদ্ধতির ত্রুটিগুলি শুধরে নিতে হবে ৷ সেই অনুযায়ী শনিবার একটি সাত সদস্যের প্যানেল গঠন করে শিক্ষা মন্ত্রক ৷ পরীক্ষা পরিচালনাকারী ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র সংস্কার সাধর করার বিষয়টি খতিয়ে দেখবে এই উচ্চস্তরীয় প্যানেলটি ৷ এর নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন ইসরো প্রধান কে রাধাকৃষ্ণান ৷