বান্দ্রা, 12 অক্টোবর: মুম্বইয়ের বান্দ্রা পূর্বের খায়ের নগর এলাকায় খুব কাছ থেকে পর পর গুলি ! মাটিতে লুটিয়ে পড়লেন এনসিপি নেতা বাবা সিদ্দিকী ৷ জানা গিয়েছে, তাঁকে লক্ষ্য করে মোট ছয় রাউন্ড গুলি চালায় আততায়ীরা গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাবা সিদ্দিকীকে মৃত ঘোষণা করেন ৷
চারিদিকে দশেরা পালিত হচ্ছে ৷ ঠিক সে সময় মুম্বইয়ের বান্দ্রা পূর্বের খায়ের নগর এলাকায় চলল গুলি ৷ কংগ্রেসের দলত্যাগী নেতা বাবা সিদ্দিকীকে লক্ষ্য করে তিন দুষ্কৃতী গুলি চালায় ৷ তখনই তাঁর ছেলে জিশান সিদ্দিকির অফিসের সামনে মাটিতে লুটিয়ে পড়ে যান অজিত পাওয়ার দলের নেতা বাবা সিদ্দিকী ৷ তাঁর সঙ্গে এক সহকর্মী ছিলেন ৷ তাঁরও বুকে ও পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
পুলিশ সূত্রে খবর, তাঁকে গুলি করা তিন আততায়ীর মধ্যে দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ তৃতীয়জন পলাতক, যার খোঁজে আপাতত তল্লাশি চালাচ্ছে পুলিশ । বাবা সিদ্দিকীর হত্যায় ব্যবহৃত একটি 9.9 এমএম পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে ৷
বাবা সিদ্দিকী কে?
বাবা সিদ্দিকী মুম্বইয়ের ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ৷ মুম্বইয়ের বান্দ্রা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তিনবারের (1999, 2004 এবং 2009) বিধায়ক ৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিলেন তিনি। বাবা সিদ্দিকি 2000 সালের গোড়ার দিকে পূর্বতন কংগ্রেস-অবিভক্ত এনসিপি সরকারের খাদ্য ও নাগরিক সরবরাহ, শ্রম, খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ভোক্তা সুরক্ষা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। বাবা সিদ্দিকী কংগ্রেস এবং মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বাবা সিদ্দিকী 2014 সালের বিধানসভা নির্বাচনে আশিস শেলারের কাছে পরাজিত হন।
বাবা সিদ্দিকীর বলিউড-যোগ:
মুম্বইয়ের বিনোদন জগতের তারকাদের সঙ্গে তাঁর নিত্য ওঠাবসা ছিল। একটা সময় নিজেও অভিনয়ের জগতে ছিলেন। শাহরুখ থেকে সলমন, বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে বলিউডের প্রথম সারির তারকারা হাজির থাকতেন। তাঁর আমন্ত্রণে ইফতার পার্টিতে এসে 2014 সালে নিজেদের দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায় শাহরুখ-সলমনকে ৷ চলতি বছরের শুরুতে কংগ্রেস ছেড়ে অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (এনসিপি) যোগ দেন বাবা সিদ্দিকী।