ETV Bharat / bharat

অপহরণের পর বিজেপি নেতাকে গুলি করে খুনের অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে - bijapur murder

Naxalites killed BJP leader: ছত্তিশগড়ের কোটমেটা এলাকায় মাওবাদী হানা ৷ বিজেপি নেতা কৈলাশ নাগওয়াসকে অপহরণ করে খুনের অভিযোগ মাওবাদীদের ৷ জিজ্ঞাসাবাদের পর বুধবার ওই বিজেপি নেতাকে গুলি করে খুন করা হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 8:52 AM IST

বীজাপুর (ছত্তিশগড়), 7 মার্চ: নির্বাচনের দিন ঘোষণার ঠিক আগে ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা ৷ বিজাপুরে অপহরণ করে বিজেপি নেতাকে খুন করল মাওবাদীরা ৷ মৃত বিজেপি নেতার নাম কৈলাশ নাগওয়াস ৷ তিনি বিজেপি'র ব্যবসায়ী সেলের বিভাগীয় সহ-সভাপতি ছিলেন। বুধবার কোটমেটা এলাকার মাওবাদীরাও এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। হত্যার পর বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগও করা হয় ৷

অপহরণের পর হত্যা: বিজাপুরের সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ জিতেন্দ্র যাদব বলেন, "বুধবার সন্ধ্যায় বিজাপুরের কোটমেটা এলাকা থেকে বিজেপি নেতা কৈলাশ নাগকে প্রথমে অপহরণ করে মাওবাদীরা। এরপর তাঁকে হত্যা করা হয়। সম্প্রতি কোটমেটায় একটি পুকুর নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন বিজেপি নেতা । সেই সময়ে প্রথমে নকশালরা তাঁকে অপহরণ করেন ৷ অপহরণের পর মাওবাদীরা বিজেপি নেতার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ৷ তারপর তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। ওই বিজেপি নেতা জংলা এলাকার বাসিন্দা ৷" মাওবাদীদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বিজাপুরে টানা দ্বিতীয় ঘটনা: এর আগে 1 মার্চ শুক্রবার রাতে বিজেপি নেতা তিরুপতি কাতলাকে হত্যা করে মাওবাদীরা। বিজেপি নেতা তিরুপতি কাতলা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে খুন হন। নকশালরা তার ঘাড়ে ও বুকে মারাত্মকভাবে আঘাত করে। এই ঘটনার পাঁচ দিন যেতে না যেতেই 6 মার্চ নকশালরা পের বিজাপুরে বিজেপি কর্মীকে খুন করে হত্যা করল ৷

কখন নকশালরা কোন কোন বিজেপি নেতাকে হত্যা করেছিল: এই ঘটনাগুলি একবার দেখুন

1. 5 ফেব্রুয়ারি, 2023- মাওবাদীরা বিজাপুরে নীলকান্ত কাকেমকে খুন করে।

2. 10 ফেব্রুয়ারি, 2023- মাওবাদীদের হাতে খুন নারায়ণপুরে বিজেপি নেতা সাগর সাহু ৷

3.11 ফেব্রুয়ারি, 2023- দান্তেওয়াড়ায় মাওবাদীদের হাতে খুন হন রামধর আলমি ৷

4.29 মার্চ, 2023- রামজি দোডিকে মাওবাদীরা খুন করেছিল।

5. 21 জুন, 2023- বিজেপি নেতা অর্জুন কাকা মাওবাদীদের হাতে নিহত হয়েছিলেন।

6. 20 অক্টোবর, 2023- মোহলা মানপুরে মাওবাদীরা বিজেপি কর্মী বিরঝু তারামকে হত্যা করে।

7. 4 নভেম্বর, 2023- বিজেপি নেতা রতন দুবে নারায়ণপুরে মাওবাদীদের হাতে খুন হন।

আরও পড়ুন:

  1. 24 ঘণ্টা পরও অধরা দুষ্কৃতীরা, বহরমপুরে তৃণমূল নেতা খুনে শোকপ্রকাশ অধীরের
  2. জয়নগরে তৃণমূল নেতা খুনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন নওশাদের
  3. জয়নগরের পর আমডাঙা, ফের খুন শাসক নেতা! মুহুর্মুহু বোমাবাজিতে এলাকায় আতঙ্ক

বীজাপুর (ছত্তিশগড়), 7 মার্চ: নির্বাচনের দিন ঘোষণার ঠিক আগে ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা ৷ বিজাপুরে অপহরণ করে বিজেপি নেতাকে খুন করল মাওবাদীরা ৷ মৃত বিজেপি নেতার নাম কৈলাশ নাগওয়াস ৷ তিনি বিজেপি'র ব্যবসায়ী সেলের বিভাগীয় সহ-সভাপতি ছিলেন। বুধবার কোটমেটা এলাকার মাওবাদীরাও এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। হত্যার পর বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগও করা হয় ৷

অপহরণের পর হত্যা: বিজাপুরের সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ জিতেন্দ্র যাদব বলেন, "বুধবার সন্ধ্যায় বিজাপুরের কোটমেটা এলাকা থেকে বিজেপি নেতা কৈলাশ নাগকে প্রথমে অপহরণ করে মাওবাদীরা। এরপর তাঁকে হত্যা করা হয়। সম্প্রতি কোটমেটায় একটি পুকুর নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন বিজেপি নেতা । সেই সময়ে প্রথমে নকশালরা তাঁকে অপহরণ করেন ৷ অপহরণের পর মাওবাদীরা বিজেপি নেতার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ৷ তারপর তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। ওই বিজেপি নেতা জংলা এলাকার বাসিন্দা ৷" মাওবাদীদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বিজাপুরে টানা দ্বিতীয় ঘটনা: এর আগে 1 মার্চ শুক্রবার রাতে বিজেপি নেতা তিরুপতি কাতলাকে হত্যা করে মাওবাদীরা। বিজেপি নেতা তিরুপতি কাতলা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে খুন হন। নকশালরা তার ঘাড়ে ও বুকে মারাত্মকভাবে আঘাত করে। এই ঘটনার পাঁচ দিন যেতে না যেতেই 6 মার্চ নকশালরা পের বিজাপুরে বিজেপি কর্মীকে খুন করে হত্যা করল ৷

কখন নকশালরা কোন কোন বিজেপি নেতাকে হত্যা করেছিল: এই ঘটনাগুলি একবার দেখুন

1. 5 ফেব্রুয়ারি, 2023- মাওবাদীরা বিজাপুরে নীলকান্ত কাকেমকে খুন করে।

2. 10 ফেব্রুয়ারি, 2023- মাওবাদীদের হাতে খুন নারায়ণপুরে বিজেপি নেতা সাগর সাহু ৷

3.11 ফেব্রুয়ারি, 2023- দান্তেওয়াড়ায় মাওবাদীদের হাতে খুন হন রামধর আলমি ৷

4.29 মার্চ, 2023- রামজি দোডিকে মাওবাদীরা খুন করেছিল।

5. 21 জুন, 2023- বিজেপি নেতা অর্জুন কাকা মাওবাদীদের হাতে নিহত হয়েছিলেন।

6. 20 অক্টোবর, 2023- মোহলা মানপুরে মাওবাদীরা বিজেপি কর্মী বিরঝু তারামকে হত্যা করে।

7. 4 নভেম্বর, 2023- বিজেপি নেতা রতন দুবে নারায়ণপুরে মাওবাদীদের হাতে খুন হন।

আরও পড়ুন:

  1. 24 ঘণ্টা পরও অধরা দুষ্কৃতীরা, বহরমপুরে তৃণমূল নেতা খুনে শোকপ্রকাশ অধীরের
  2. জয়নগরে তৃণমূল নেতা খুনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন নওশাদের
  3. জয়নগরের পর আমডাঙা, ফের খুন শাসক নেতা! মুহুর্মুহু বোমাবাজিতে এলাকায় আতঙ্ক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.