ETV Bharat / bharat

ভোটে 'ম্যাচ-ফিক্সিং' করার চেষ্টা করছেন মোদি, বিস্ফোরক অভিযোগ রাহুলের - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

INDIA Alliance Rally: লোকসভা নির্বাচনের আগে দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন রাহুল গান্ধি ৷ নির্বাচনে মোদি 'ম্যাচ-ফিক্সিং' করছেন বলে অভিযোগ করেন তিনি ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 4:02 PM IST

Updated : Mar 31, 2024, 4:22 PM IST

নয়াদিল্লি, 31 মার্চ: লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'ম্যাচ ফিক্সিং' করার চেষ্টা করছেন ৷ এমনই অভিযোগ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়েছে ইন্ডিয়া জোট ৷ রবিবার ইন্ডিয়া জোটের সমাবেশ চলছে দিল্লির রামলীলা ময়দানে ৷ সেই সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এভাবেই মোদিকে কাঠগড়ায় তুললেন রাহুল ৷

কংগ্রেস নেতা এদিন বলেন, "আম্পায়ার এবং অধিনায়কের উপর চাপ সৃষ্টির সাহায্যে খেলোয়াড়দের কেনাবেচা করে ম্যাচ জেতানো হয় ৷ ক্রিকেটে একে বলা হয় ম্যাচ ফিক্সিং । আমাদের সামনে লোকসভা নির্বাচন আছে । কে আম্পায়ারদের নির্বাচন করেছে? ম্যাচ শুরুর আগে দুই খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে ম্যাচ ফিক্সিং করার চেষ্টা করছেন ৷ আপনারা যদি নিজেদের পূর্ণ শক্তি ব্যবহার করে ভোট না দেন তবে তাঁদের ম্যাচ ফিক্সিং সফল হবে ৷ আর যদি এটি সফল হয় তবে সংবিধান ধ্বংসের মুখে পড়বে ৷"

তাঁর কথায়, "বিজেপি এবারের নির্বাচনে 400 আসন পাওয়ার স্লোগান তুলছে ৷ কিন্তু ইভিএম, ম্যাচ ফিক্সিং, বিরোধী নেতাদের উপর চাপ এবং মিডিয়া কেনাবেচা ছাড়া তারা 180 আসনও অতিক্রম করতে পারবে না । কংগ্রেস সবচেয়ে বড় বিরোধী দল। তবু তার সমস্ত অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ দু'জন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে । এটা কী ধরনের নির্বাচন ৷"

রাহুল গান্ধি মোদিকে তোপ দেগে আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন-চারজন বিলিয়নেয়ারের সঙ্গে ম্যাচ ফিক্সিং করছেন । দরিদ্রদের কাছ থেকে সংবিধান কেড়ে নিতেই এমন উদ্যোগ। সংবিধান জনগণের কণ্ঠস্বর । যেদিন এটি শেষ হবে সেদিনই এই দেশও শেষ হয়ে যাবে ৷ সংবিধান চলে গেলে গরীবদের অধিকার এবং সংরক্ষণও চলে যাবে ।"

তিনি সংবিধান সংশোধন সম্পর্কে অনন্তকুমার হেগড়ের মন্তব্যের উল্লেখ করে বলেন,"একজন বিজেপি সাংসদ জানিয়েছেন, 400টিরও বেশি আসন পেয়ে ক্ষমতায় এলে তাঁরা সংবিধান পরিবর্তন করবেন। বিজেপি মনে করে পুলিশ-সিবিআই-ইডিকে সামনে রেখে হুমকি ও ভয় দেখিয়ে দেশ চালানো যায় ৷ আপনি সংবাদমাধ্যম কিনে তাদের দমন করতে পারেন। কিন্তু ভারতের কণ্ঠকে দমন করতে পারবেন না । এই বিশ্বের কোনও শক্তি মানুষের এই কণ্ঠকে দমন করতে পারে না ৷"

আরও পড়ুন:

  1. কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দিল্লির রামলীলা ময়দানে 'গণতন্ত্র বাঁচাও' মেগা সভা, দেখুন সরাসরি
  2. নির্বাচনী বন্ড নিয়ে বিচার ব্যবস্থাকে চাপ দিচ্ছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার
  3. ব্যক্তিকে নয়, রবিবারের সমাবেশ সংবিধানকে বাঁচাতে, ঢোক গিলে নয়া দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, 31 মার্চ: লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'ম্যাচ ফিক্সিং' করার চেষ্টা করছেন ৷ এমনই অভিযোগ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়েছে ইন্ডিয়া জোট ৷ রবিবার ইন্ডিয়া জোটের সমাবেশ চলছে দিল্লির রামলীলা ময়দানে ৷ সেই সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এভাবেই মোদিকে কাঠগড়ায় তুললেন রাহুল ৷

কংগ্রেস নেতা এদিন বলেন, "আম্পায়ার এবং অধিনায়কের উপর চাপ সৃষ্টির সাহায্যে খেলোয়াড়দের কেনাবেচা করে ম্যাচ জেতানো হয় ৷ ক্রিকেটে একে বলা হয় ম্যাচ ফিক্সিং । আমাদের সামনে লোকসভা নির্বাচন আছে । কে আম্পায়ারদের নির্বাচন করেছে? ম্যাচ শুরুর আগে দুই খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে ম্যাচ ফিক্সিং করার চেষ্টা করছেন ৷ আপনারা যদি নিজেদের পূর্ণ শক্তি ব্যবহার করে ভোট না দেন তবে তাঁদের ম্যাচ ফিক্সিং সফল হবে ৷ আর যদি এটি সফল হয় তবে সংবিধান ধ্বংসের মুখে পড়বে ৷"

তাঁর কথায়, "বিজেপি এবারের নির্বাচনে 400 আসন পাওয়ার স্লোগান তুলছে ৷ কিন্তু ইভিএম, ম্যাচ ফিক্সিং, বিরোধী নেতাদের উপর চাপ এবং মিডিয়া কেনাবেচা ছাড়া তারা 180 আসনও অতিক্রম করতে পারবে না । কংগ্রেস সবচেয়ে বড় বিরোধী দল। তবু তার সমস্ত অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ দু'জন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে । এটা কী ধরনের নির্বাচন ৷"

রাহুল গান্ধি মোদিকে তোপ দেগে আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন-চারজন বিলিয়নেয়ারের সঙ্গে ম্যাচ ফিক্সিং করছেন । দরিদ্রদের কাছ থেকে সংবিধান কেড়ে নিতেই এমন উদ্যোগ। সংবিধান জনগণের কণ্ঠস্বর । যেদিন এটি শেষ হবে সেদিনই এই দেশও শেষ হয়ে যাবে ৷ সংবিধান চলে গেলে গরীবদের অধিকার এবং সংরক্ষণও চলে যাবে ।"

তিনি সংবিধান সংশোধন সম্পর্কে অনন্তকুমার হেগড়ের মন্তব্যের উল্লেখ করে বলেন,"একজন বিজেপি সাংসদ জানিয়েছেন, 400টিরও বেশি আসন পেয়ে ক্ষমতায় এলে তাঁরা সংবিধান পরিবর্তন করবেন। বিজেপি মনে করে পুলিশ-সিবিআই-ইডিকে সামনে রেখে হুমকি ও ভয় দেখিয়ে দেশ চালানো যায় ৷ আপনি সংবাদমাধ্যম কিনে তাদের দমন করতে পারেন। কিন্তু ভারতের কণ্ঠকে দমন করতে পারবেন না । এই বিশ্বের কোনও শক্তি মানুষের এই কণ্ঠকে দমন করতে পারে না ৷"

আরও পড়ুন:

  1. কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দিল্লির রামলীলা ময়দানে 'গণতন্ত্র বাঁচাও' মেগা সভা, দেখুন সরাসরি
  2. নির্বাচনী বন্ড নিয়ে বিচার ব্যবস্থাকে চাপ দিচ্ছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার
  3. ব্যক্তিকে নয়, রবিবারের সমাবেশ সংবিধানকে বাঁচাতে, ঢোক গিলে নয়া দাবি কংগ্রেসের
Last Updated : Mar 31, 2024, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.