ETV Bharat / bharat

অধিবেশনের প্রথমদিনে সাংসদ পদে শপথ নরেন্দ্র মোদি-সহ মন্ত্রিসভার সদস্যদের - First Session of 18th Lok Sabha

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 10:31 PM IST

First Session of 18th Lok Sabha: অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসল নতুন সংসদ ভবনে ৷ প্রথমদিনে প্রধানমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা সাংসদ পদে শপথ নিলেন ৷ প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করালেন ভর্তৃহরি মহতাব ৷

ETV BHARAT
18 তম লোকসভার প্রথমদিনে সাংসদ পদে শপথ নরেন্দ্র মোদির ৷ (ছবি- এএনআই এক্স হ্যান্ডেল)

নয়াদিল্লি, 24 জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্য রাজনাথ সিং ও অমিত শাহ-সহ অন্যরা 18তম লোকসভার প্রথম অধিবেশনের দিনে সাংসদ পদে শপথ গ্রহণ করলেন ৷ তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর, 9 জুন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ রাষ্ট্রপতি ভবনে তাঁর মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছিলেন সংসদীয় রীতি মেনে ৷ আজ তাঁরা সংসদ ভবনে সাংসদ হিসেবে শপথ নিয়েছেন ৷

2014 লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন নরেন্দ্র মোদি ৷ 2019 সালেও একই কেন্দ্র থেকে বিপুল পরিমাণ ভোটে জিতে সংসদে গিয়েছিলেন তিনি ৷ 2024 লোকসভা নির্বাচনে দেড় লক্ষের কিছু বেশি ভোটে জিতে তৃতীয়বারের জন্য বারাণসী কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন তিনি ৷ তবে আগের দুবারের থেকে এবার তাঁর মার্জিন বেশ খানিকটা কমেছে৷ সংসদের পরিষদীয় দলের নেতা হিসেবে এদিন সবার প্রথমে শপথবাক্য পাঠ করেন নরেন্দ্র মোদি ৷ হিন্দিতে তিনি শপথবাক্য পাঠ করেন ৷ তাঁর শপথের সময় বিজেপি এবং এনডিএ-র বাকি শরিক দলের সাংসদরা 'জয় শ্রীরাম' স্লোগান দিতে শুরু করেন লোকসভার কক্ষে ৷

মোদির পরে মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাজনাথ সিং এবং তাঁর পরে অমিত শাহ শপথ নেন সাংসদ হিসেবে ৷ সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করিও সাংসদ পদে শপথ নেন ৷ রাজনাথ সিং লখনউ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জিতে সংসদে এসেছেন ৷ অমিত শাহ গুজরাতের গান্ধিনগর এবং নীতিন গড়কড়ি মহারাষ্ট্রের নাগপুর আসন থেকে জিতে লোকসভার সাংসদ হয়েছেন ৷ তাঁরা সকলেই এদিন হিন্দিতে শপথ নিয়েছেন ৷

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মেহতাব ৷ আর তাঁকে সাহায্য় করার জন্য চেয়ারপার্সন প্যানেলে ছিলেন বিজেপির দুই সাংসদ রাধা মোহন সিং এবং ফাগ্গান সিং কুলাসটে ৷ তাঁরা শপথ গ্রহণে প্রোটেম স্পিকারকে সাহায্য করেন ৷ ইস্পাত ও ভারী শিল্প মন্ত্রী এইচডি কুমারস্বামী (জেডি-এস) এদিন কন্নড় ভাষায় শপথবাক্য পাঠ করেন ৷ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওড়িয়া ভাষায়, বন্দর ও জাহাজ মন্ত্রী সর্বনন্দ সোনওয়াল অসমিয়া ভাষা, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু এবং কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি তেলেগু ভাষায় শপথবাক্য পাঠ করেন ৷

তবে, বিরোধী শিবির থেকে তৃণমূলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের কে সুরেশ এবং ডিএমকে-র টি আর বালুকে চেয়ারপার্সন প্যানেলে রাখা হয়েছিল ৷ কিন্তু, বিরোধী তিন সাংসদ অধিবেশন বয়কট করেন প্রতিবাদ জানিয়ে ৷ বিরোধী 'ইন্ডিয়া' জোট ভর্তৃহরি মেহতাবের প্রোটেম স্পিকার হওয়ার বিরোধিতা করেছে ৷ আটবারের সাংসদ কে সুরেশকে উপেক্ষা করায় কংগ্রেসের তরফে প্রতিবাদ জানানো হয়েছে ৷

নয়াদিল্লি, 24 জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্য রাজনাথ সিং ও অমিত শাহ-সহ অন্যরা 18তম লোকসভার প্রথম অধিবেশনের দিনে সাংসদ পদে শপথ গ্রহণ করলেন ৷ তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর, 9 জুন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ রাষ্ট্রপতি ভবনে তাঁর মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছিলেন সংসদীয় রীতি মেনে ৷ আজ তাঁরা সংসদ ভবনে সাংসদ হিসেবে শপথ নিয়েছেন ৷

2014 লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন নরেন্দ্র মোদি ৷ 2019 সালেও একই কেন্দ্র থেকে বিপুল পরিমাণ ভোটে জিতে সংসদে গিয়েছিলেন তিনি ৷ 2024 লোকসভা নির্বাচনে দেড় লক্ষের কিছু বেশি ভোটে জিতে তৃতীয়বারের জন্য বারাণসী কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন তিনি ৷ তবে আগের দুবারের থেকে এবার তাঁর মার্জিন বেশ খানিকটা কমেছে৷ সংসদের পরিষদীয় দলের নেতা হিসেবে এদিন সবার প্রথমে শপথবাক্য পাঠ করেন নরেন্দ্র মোদি ৷ হিন্দিতে তিনি শপথবাক্য পাঠ করেন ৷ তাঁর শপথের সময় বিজেপি এবং এনডিএ-র বাকি শরিক দলের সাংসদরা 'জয় শ্রীরাম' স্লোগান দিতে শুরু করেন লোকসভার কক্ষে ৷

মোদির পরে মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাজনাথ সিং এবং তাঁর পরে অমিত শাহ শপথ নেন সাংসদ হিসেবে ৷ সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করিও সাংসদ পদে শপথ নেন ৷ রাজনাথ সিং লখনউ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জিতে সংসদে এসেছেন ৷ অমিত শাহ গুজরাতের গান্ধিনগর এবং নীতিন গড়কড়ি মহারাষ্ট্রের নাগপুর আসন থেকে জিতে লোকসভার সাংসদ হয়েছেন ৷ তাঁরা সকলেই এদিন হিন্দিতে শপথ নিয়েছেন ৷

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মেহতাব ৷ আর তাঁকে সাহায্য় করার জন্য চেয়ারপার্সন প্যানেলে ছিলেন বিজেপির দুই সাংসদ রাধা মোহন সিং এবং ফাগ্গান সিং কুলাসটে ৷ তাঁরা শপথ গ্রহণে প্রোটেম স্পিকারকে সাহায্য করেন ৷ ইস্পাত ও ভারী শিল্প মন্ত্রী এইচডি কুমারস্বামী (জেডি-এস) এদিন কন্নড় ভাষায় শপথবাক্য পাঠ করেন ৷ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওড়িয়া ভাষায়, বন্দর ও জাহাজ মন্ত্রী সর্বনন্দ সোনওয়াল অসমিয়া ভাষা, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু এবং কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি তেলেগু ভাষায় শপথবাক্য পাঠ করেন ৷

তবে, বিরোধী শিবির থেকে তৃণমূলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের কে সুরেশ এবং ডিএমকে-র টি আর বালুকে চেয়ারপার্সন প্যানেলে রাখা হয়েছিল ৷ কিন্তু, বিরোধী তিন সাংসদ অধিবেশন বয়কট করেন প্রতিবাদ জানিয়ে ৷ বিরোধী 'ইন্ডিয়া' জোট ভর্তৃহরি মেহতাবের প্রোটেম স্পিকার হওয়ার বিরোধিতা করেছে ৷ আটবারের সাংসদ কে সুরেশকে উপেক্ষা করায় কংগ্রেসের তরফে প্রতিবাদ জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.