ETV Bharat / bharat

বিমানে বোমা হামলার হুমকি ! অবশেষে ধৃত পলাতক জগদীশ উইকে - HOAX BOMB THREATS

দিওয়ালির দিন অভিযুক্ত জগদীশ উইকেকে নাগপুর রেলওয়ে স্টেশন থেকে আটক করল পুলিশ ৷ বেশ কয়েকদিন ধরে পলাতক ছিলেন তিনি ৷

Hoax Bomb Threats
বিমানে বোমা হামলার হুমকির ঘটনায় আটক যুবক (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 1:07 PM IST

নাগপুর, 2 নভেম্বর: অবশেষে নাগপুর পুলিশের হাতে আটক বিভিন্ন রেল স্টেশন ও বিমানে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনার মাস্টার মাইন্ড ৷ ধৃতের নাম জগদীশ উইকে ৷ বিমান ও রেল স্টেশনে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠিয়ে তিনি সন্ত্রাস ছড়িয়েছিলেন বলে অভিযোগ ৷

যদিও নাগপুর পুলিশ এই বিষয়ে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেছে । নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র সিংগাল বলেছেন, "অভিযুক্ত জগদীশ উইকে দিল্লি থেকে নাগপুরে এলে শুক্রবার দিওয়ালির দিন তাঁকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করা হয় ।"

গত কয়েকদিন ধরে দেশের অনেক গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ক্রমাগত বোমা হামলার হুমকির ইমেল আসছে । তল্লাশি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে অনেক বিমানের ফ্লাইট কয়েক ঘণ্টা বিলম্বিত হয় এবং কোটি কোটি টাকার লোকসান বহন করতে হয় এয়ারলাইন্সগুলোকে । তদন্তে উঠে আসে সবক’টি মামলায় জগদীশ উইকে নামের এক যুবক জড়িত ৷ এরপরেই পলাতক অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ ৷

জানা গিয়েছে, অবশেষে শুক্রবার নাগপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে । 35 বছর বয়সি জগদীশ উইকে গোন্দিয়া জেলার মোরগাঁও তালুকের তাদগাঁওয়ের বাসিন্দা । তিনি 2016 সালে গোন্দিয়া ছেড়ে চলে গিয়েছিলেন । তিনি গোন্দিয়াতে তাঁর বাড়িও বিক্রি করেছিলেন । জগদীশ উইকেও বাবা-মায়ের সঙ্গে থাকতেন না । 2016 সাল থেকে তিনি কোথায় থাকেন, তা এখনও স্পষ্ট নয় । তিনি 2021 সালে একটি পৃথক মামলায় গ্রেফতার হন ।

পুলিশ সূত্রে খবর, জগদীশ উইকে সন্ত্রাসবাদের উপর একটি বইও লিখেছেন । বইটি বিতর্কিত হওয়ায় পুলিশের নজরে আসেন তিনি । তদন্তে আরও জানা গিয়েছে, অভিযুক্ত চাকরির প্রস্তাব দিয়ে অনেক লোককে প্রতারণা করেছেন । সম্প্রতি রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং রেলের সঙ্গে সম্পর্কিত অনেক অফিস-সহ রেলমন্ত্রীকে একটি ইমেল পাঠিয়েছিলেন তিনি । পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকেও ইমেল পাঠান তিনি বলে অভিযোগ ৷

নাগপুর, 2 নভেম্বর: অবশেষে নাগপুর পুলিশের হাতে আটক বিভিন্ন রেল স্টেশন ও বিমানে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনার মাস্টার মাইন্ড ৷ ধৃতের নাম জগদীশ উইকে ৷ বিমান ও রেল স্টেশনে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠিয়ে তিনি সন্ত্রাস ছড়িয়েছিলেন বলে অভিযোগ ৷

যদিও নাগপুর পুলিশ এই বিষয়ে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেছে । নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র সিংগাল বলেছেন, "অভিযুক্ত জগদীশ উইকে দিল্লি থেকে নাগপুরে এলে শুক্রবার দিওয়ালির দিন তাঁকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করা হয় ।"

গত কয়েকদিন ধরে দেশের অনেক গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ক্রমাগত বোমা হামলার হুমকির ইমেল আসছে । তল্লাশি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে অনেক বিমানের ফ্লাইট কয়েক ঘণ্টা বিলম্বিত হয় এবং কোটি কোটি টাকার লোকসান বহন করতে হয় এয়ারলাইন্সগুলোকে । তদন্তে উঠে আসে সবক’টি মামলায় জগদীশ উইকে নামের এক যুবক জড়িত ৷ এরপরেই পলাতক অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ ৷

জানা গিয়েছে, অবশেষে শুক্রবার নাগপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে । 35 বছর বয়সি জগদীশ উইকে গোন্দিয়া জেলার মোরগাঁও তালুকের তাদগাঁওয়ের বাসিন্দা । তিনি 2016 সালে গোন্দিয়া ছেড়ে চলে গিয়েছিলেন । তিনি গোন্দিয়াতে তাঁর বাড়িও বিক্রি করেছিলেন । জগদীশ উইকেও বাবা-মায়ের সঙ্গে থাকতেন না । 2016 সাল থেকে তিনি কোথায় থাকেন, তা এখনও স্পষ্ট নয় । তিনি 2021 সালে একটি পৃথক মামলায় গ্রেফতার হন ।

পুলিশ সূত্রে খবর, জগদীশ উইকে সন্ত্রাসবাদের উপর একটি বইও লিখেছেন । বইটি বিতর্কিত হওয়ায় পুলিশের নজরে আসেন তিনি । তদন্তে আরও জানা গিয়েছে, অভিযুক্ত চাকরির প্রস্তাব দিয়ে অনেক লোককে প্রতারণা করেছেন । সম্প্রতি রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং রেলের সঙ্গে সম্পর্কিত অনেক অফিস-সহ রেলমন্ত্রীকে একটি ইমেল পাঠিয়েছিলেন তিনি । পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকেও ইমেল পাঠান তিনি বলে অভিযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.