ETV Bharat / bharat

নাগার্জুনার 'এন কনভেনশন' সেন্টার ভাঙল 'হাইড্রা' এজেন্সি - Nagarjuna Akkineni

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 4:12 PM IST

Nagarjuna Akkineni's N Convention Center Demolished: নাগার্জুনা আক্কিনেনির 'এন কনভেনশন' সেন্টার ভেঙে দিল তেলাঙ্গানা সরকারের 'হাইড্রা' এজেন্সি ৷ জলাভূমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগে এটি ভেঙে দেওয়া হয়েছে ৷ যদিও, কনভেনশন সেন্টার ভাঙার বিষয়টিকে পালটা বেআইনি বলে দাবি করেছেন অভিনেতা ৷

Nagarjuna Akkineni's N Convention Center Demolished
নাগার্জুনার 'এন কনভেনশন' সেন্টার ভাঙল 'হাইড্রা' এজেন্সি ৷ (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 24 অগস্ট: দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা আক্কিনেনির 'এন কনভেনশন' সেন্টার ভেঙে দিল 'হাইড্রা' বা হায়দরাবাদ ডিজাসস্টার রেসপন্স অ্যান্ড মনিটরিং অ্যান্ড প্রোটেকশন এজেন্সি ৷ অভিযোগ, বেআইনিভাবে 3 একর জলাশয় দখল করে এই কনভেনশন সেন্টার তৈরি করেছিলেন তিনি ৷ সেই প্রমাণ পাওয়ার পরেই দফতরের মন্ত্রীর নির্দেশে হাইড্রা এজেন্সি অভিনেতার কনভেনশন সেন্টার ভেঙে দিল আজ ৷ যদিও, সোশাল মিডিয়ায় নাগার্জুনা অভিযোগ করেছেন, আদালতের স্থগিতাদেশকে উপেক্ষা করে বেআইনিভাবে 'এন কনভেনশন' সেন্টার ভেঙে দেওয়া হয়েছে ৷

নাগার্জুনার 'এন কনভেনশন' সেন্টার ভাঙল 'হাইড্রা' এজেন্সি ৷ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, নাগার্জুনা আক্কিনেনির এই কনভেনশন সেন্টার তৈরি হয়েছে 10 একর জমির উপরে ৷ যার মধ্যে 3 একর জমি জলাশয় ৷ হায়দরাবাদের তুম্মিদী জলাশয় 28 একর এলাকা জুড়ে বিস্তৃত ৷ সেই 28 একরের মধ্যে 3 একর জলাশয় বুজিয়ে 'এন কনভেনশন' সেন্টার তৈরি করেন তিনি ৷ এনিয়ে কয়েকদিন আগে হাইড্রার কাছে অভিযোগ আসে ৷ তারপরেই দফতরের তরফে কনভেনশন সেন্টার পরিদর্শনে যান কয়েকজন আধিকারিক ৷ সঙ্গে জমি দফতরের আধিকারিক এবং ইঞ্জিনিয়ররা ছিলেন ৷

তাঁরা পুরো এলাকা জরিপ করেন ৷ জলাশয়ের ম্যাপ ও অন্যান্য নথি মিলিয়ে দেখে একটি রিপোর্ট পেশ করেন ৷ অভিযোগ সেই রিপোর্টে কনভেনশন সেন্টারটি জলাশয়ের জমি বুজিয়ে তৈরি করার প্রমাণ পাওয়া গিয়েছে ৷ এরপরেই দফতরের মন্ত্রী কোমাতিরেড্ডি ভেঙ্কটা রেড্ডি 'এন কনভেনশন' সেন্টার ভাঙার নির্দেশ-সহ একটি বিজ্ঞপ্তি জারি করেন ৷ তারপরেই আজ হাইড্রা কর্তৃপক্ষের তরফে 'এন কনভেনশন' সেন্টার ভাঙা হয় ৷ কনভেনশন সেন্টার ভাঙার সময় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল সেখানে ৷

উল্লেখ্য, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি সরকারি জমি ও জলাশয় দখল করে তৈরি হওয়া বেআইনি নির্মাণ ভাঙার জন্য হাইড্রা বা হায়দরাবাদ ডিজাসস্টার রেসপন্স অ্যান্ড মনিটরিং অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তৈরি করেন ৷ যদিও, 'এন কনভেনশন' সেন্টার ভাঙা নিয়ে পালটা প্রশাসনের বিরুদ্ধে বেআইনি কাজ করার অভিযোগ তুলেছেন সুপারস্টার নাগার্জুনা আক্কিনেনি ৷ তিনি এ নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন ৷

সেখানে নাগার্জুনা লিখেছেন, "স্থগিতাদেশ ও আদালতে মামলা চলা সত্ত্বেও, বেআইনিভাবে এন কনভেনশন সেন্টার ভেঙে দেওয়া হল ৷ এটা খুবই বেদনাদায়ক ৷ আমার সুনাম রক্ষার করতে এবং আইন লঙ্ঘন করে যে কোনও কাজ করিনি, তা বোঝাতে কিছু তথ্য পেশ করা জরুরি বলেই, এই বিবৃতি দেওয়া জরুরি বলে আমি মনে করি ৷ এই জমিটি পাট্টা নেওয়া হয়েছিল এবং জলাশয়ের এক ইঞ্চি জমিও দখল করা হয়নি ৷ ব্যক্তিগত জমির ভিতরে তৈরি নির্মাণ ভাঙার জন্য যে বেআইনি নোটিশ জারি করা হয়েছিল, তার উপর আগেই স্থগিতাদেশ জারি করা হয়েছিল ৷ আর আজকে এই নির্মাণ ভাঙার কাজটি পুরোপুরি বেআইনিভাবে করা হয়েছে, ভুল তথ্যের উপর ভিত্তি করে ৷"

হায়দরাবাদ, 24 অগস্ট: দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা আক্কিনেনির 'এন কনভেনশন' সেন্টার ভেঙে দিল 'হাইড্রা' বা হায়দরাবাদ ডিজাসস্টার রেসপন্স অ্যান্ড মনিটরিং অ্যান্ড প্রোটেকশন এজেন্সি ৷ অভিযোগ, বেআইনিভাবে 3 একর জলাশয় দখল করে এই কনভেনশন সেন্টার তৈরি করেছিলেন তিনি ৷ সেই প্রমাণ পাওয়ার পরেই দফতরের মন্ত্রীর নির্দেশে হাইড্রা এজেন্সি অভিনেতার কনভেনশন সেন্টার ভেঙে দিল আজ ৷ যদিও, সোশাল মিডিয়ায় নাগার্জুনা অভিযোগ করেছেন, আদালতের স্থগিতাদেশকে উপেক্ষা করে বেআইনিভাবে 'এন কনভেনশন' সেন্টার ভেঙে দেওয়া হয়েছে ৷

নাগার্জুনার 'এন কনভেনশন' সেন্টার ভাঙল 'হাইড্রা' এজেন্সি ৷ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, নাগার্জুনা আক্কিনেনির এই কনভেনশন সেন্টার তৈরি হয়েছে 10 একর জমির উপরে ৷ যার মধ্যে 3 একর জমি জলাশয় ৷ হায়দরাবাদের তুম্মিদী জলাশয় 28 একর এলাকা জুড়ে বিস্তৃত ৷ সেই 28 একরের মধ্যে 3 একর জলাশয় বুজিয়ে 'এন কনভেনশন' সেন্টার তৈরি করেন তিনি ৷ এনিয়ে কয়েকদিন আগে হাইড্রার কাছে অভিযোগ আসে ৷ তারপরেই দফতরের তরফে কনভেনশন সেন্টার পরিদর্শনে যান কয়েকজন আধিকারিক ৷ সঙ্গে জমি দফতরের আধিকারিক এবং ইঞ্জিনিয়ররা ছিলেন ৷

তাঁরা পুরো এলাকা জরিপ করেন ৷ জলাশয়ের ম্যাপ ও অন্যান্য নথি মিলিয়ে দেখে একটি রিপোর্ট পেশ করেন ৷ অভিযোগ সেই রিপোর্টে কনভেনশন সেন্টারটি জলাশয়ের জমি বুজিয়ে তৈরি করার প্রমাণ পাওয়া গিয়েছে ৷ এরপরেই দফতরের মন্ত্রী কোমাতিরেড্ডি ভেঙ্কটা রেড্ডি 'এন কনভেনশন' সেন্টার ভাঙার নির্দেশ-সহ একটি বিজ্ঞপ্তি জারি করেন ৷ তারপরেই আজ হাইড্রা কর্তৃপক্ষের তরফে 'এন কনভেনশন' সেন্টার ভাঙা হয় ৷ কনভেনশন সেন্টার ভাঙার সময় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল সেখানে ৷

উল্লেখ্য, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি সরকারি জমি ও জলাশয় দখল করে তৈরি হওয়া বেআইনি নির্মাণ ভাঙার জন্য হাইড্রা বা হায়দরাবাদ ডিজাসস্টার রেসপন্স অ্যান্ড মনিটরিং অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তৈরি করেন ৷ যদিও, 'এন কনভেনশন' সেন্টার ভাঙা নিয়ে পালটা প্রশাসনের বিরুদ্ধে বেআইনি কাজ করার অভিযোগ তুলেছেন সুপারস্টার নাগার্জুনা আক্কিনেনি ৷ তিনি এ নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন ৷

সেখানে নাগার্জুনা লিখেছেন, "স্থগিতাদেশ ও আদালতে মামলা চলা সত্ত্বেও, বেআইনিভাবে এন কনভেনশন সেন্টার ভেঙে দেওয়া হল ৷ এটা খুবই বেদনাদায়ক ৷ আমার সুনাম রক্ষার করতে এবং আইন লঙ্ঘন করে যে কোনও কাজ করিনি, তা বোঝাতে কিছু তথ্য পেশ করা জরুরি বলেই, এই বিবৃতি দেওয়া জরুরি বলে আমি মনে করি ৷ এই জমিটি পাট্টা নেওয়া হয়েছিল এবং জলাশয়ের এক ইঞ্চি জমিও দখল করা হয়নি ৷ ব্যক্তিগত জমির ভিতরে তৈরি নির্মাণ ভাঙার জন্য যে বেআইনি নোটিশ জারি করা হয়েছিল, তার উপর আগেই স্থগিতাদেশ জারি করা হয়েছিল ৷ আর আজকে এই নির্মাণ ভাঙার কাজটি পুরোপুরি বেআইনিভাবে করা হয়েছে, ভুল তথ্যের উপর ভিত্তি করে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.