ETV Bharat / bharat

চন্দ্রবাবুর মন্ত্রিসভায় গুরুত্ব তরুণ-মহিলা-দুর্বল শ্রেণির উপর ? চর্চা তুঙ্গে - Chandrababu to take oath as CM of AP

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 3:44 PM IST

Updated : Jun 6, 2024, 5:36 PM IST

Chandrababu to take oath as CM of AP: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণের পরেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নারা চন্দ্রবাবু নাইডু ৷ তিনি কবে শপথ নেবেন, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
মোদির শপথের পরেই অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ চন্দ্রবাবুর (নিজস্ব ছবি)

বিজয়ওয়াড়া, 6 জুন: চলতি মাসের 12 তারিখ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তেলুগু দেশম পার্টির নেতা নারা চন্দ্রবাবু নাইডু । আগামী আট অথবা নয় তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর চন্দ্রবাবু নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ।

মোদির শপথে নজর: এনডিএ জোটের অন্যান্য শরিকদের সঙ্গে যাতে তিনিও প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন, সে জন্যই মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শপথগ্রহণের অনুষ্ঠান প্রধানমন্ত্রীর শপথের পরে রাখা হয়েছে বলে জানা গিয়েছে ৷ এছাড়াও বর্তমানে কেন্দ্রের মন্ত্রিসভা গঠনের দিকেও বিশেষ নজর রয়েছে এনডিএ শরিকদের ৷ জোটের অংশ হিসেবে চন্দ্রবাবু তিনটি পূর্ণ মন্ত্রী ও দুটি রাষ্ট্রমন্ত্রীর দাবি জানিয়েছেন বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি তাঁর রাজ্যের জন্য কেন্দ্রের থেকে বিশেষ আর্থিক প্যাকেজেও দাবি জানিয়েছেন তিনি ৷

অন্ধ্রের নয়া মন্ত্রিসভা: চন্দ্রবাবু নাইডুর মন্ত্রিসভাও কী হতে চলেছে, তা নিয়েও চর্চা তুঙ্গে ৷ অন্ধ্রের নয়া মন্ত্রিসভায় কি অংশীদার হবে জোট শরিক জনসেনা এবং বিজেপি ? যদি অংশীদার হয়, তবে এই দলগুলি থেকে কারা থাকবেন মন্ত্রিসভায় ? টিডিপি থেকেই বা কারা থাকবেন ? এখন এ সব বিষয় নিয়েই তুমুল আলোচনা হচ্ছে । পদযাত্রার মাধ্যমে টিডিপির ক্ষমতায় আসায় সক্রিয় ভূমিকা নেওয়া দলের জাতীয় সাধারণ সম্পাদক লোকেশ কি এবার মন্ত্রিসভায় যোগ দেবেন ? নাকি তিনি দলের মূল দায়িত্ব নেবেন, তা নিয়েও চলছে আলোচনা । এই নির্বাচনে অনেক নেতাকেই জনগণ বিপুল ভোট দিয়ে জয়ী করেছে । এবার তাই চন্দ্রবাবু স্বচ্ছ ভাবমূর্তির উপরই বেশি জোর দেবেন বলে আশা করা হচ্ছে ।

নেতাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: বেশ কিছুদিন ধরেই দলে তরুণদের গুরুত্ব বাড়ছে । নারীদের সমান অধিকার দিতে চাইলেও কিছু বিধিনিষেধের কারণে তা সম্ভব হয়নি । এবার মন্ত্রিসভা গঠনে প্রবীণদের থেকে তরুণ, দুর্বল শ্রেণি ও নারীদের বেশি প্রাধান্য দেওয়া হতে পারে বলে চর্চা চলছে । এমনকি দলীয় প্রার্থী বাছাইয়েও আগের থেকে এবার বেশি নারী ও তরুণদের বেশি সুযোগ দেওয়া হয়েছে ।

কাদাপায় মাধবী রেড্ডি, পুট্টাপারথিতে সিন্ধুরা রেড্ডি ও পেনুকোন্ডায় সবিতা - সকলেই প্রথমবারের মতো রায়লসীমা জেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ী হয়েছেন । এসসি বিভাগ থেকে বান্দারু শ্রাবণী, নেলাওয়ালা বিজয়শ্রী এবং এসটি বিভাগ থেকে শিরিষাদেবী এবং জগদেশ্বরী জিতেছেন। আর বিসি সম্প্রদায়ের মাধবী, ইয়ানামালা দিব্যা ও সবিতাও এ বারের ভোটে জয়লাভ করেছেন ৷

বিজয়ওয়াড়া, 6 জুন: চলতি মাসের 12 তারিখ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তেলুগু দেশম পার্টির নেতা নারা চন্দ্রবাবু নাইডু । আগামী আট অথবা নয় তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর চন্দ্রবাবু নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ।

মোদির শপথে নজর: এনডিএ জোটের অন্যান্য শরিকদের সঙ্গে যাতে তিনিও প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন, সে জন্যই মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শপথগ্রহণের অনুষ্ঠান প্রধানমন্ত্রীর শপথের পরে রাখা হয়েছে বলে জানা গিয়েছে ৷ এছাড়াও বর্তমানে কেন্দ্রের মন্ত্রিসভা গঠনের দিকেও বিশেষ নজর রয়েছে এনডিএ শরিকদের ৷ জোটের অংশ হিসেবে চন্দ্রবাবু তিনটি পূর্ণ মন্ত্রী ও দুটি রাষ্ট্রমন্ত্রীর দাবি জানিয়েছেন বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি তাঁর রাজ্যের জন্য কেন্দ্রের থেকে বিশেষ আর্থিক প্যাকেজেও দাবি জানিয়েছেন তিনি ৷

অন্ধ্রের নয়া মন্ত্রিসভা: চন্দ্রবাবু নাইডুর মন্ত্রিসভাও কী হতে চলেছে, তা নিয়েও চর্চা তুঙ্গে ৷ অন্ধ্রের নয়া মন্ত্রিসভায় কি অংশীদার হবে জোট শরিক জনসেনা এবং বিজেপি ? যদি অংশীদার হয়, তবে এই দলগুলি থেকে কারা থাকবেন মন্ত্রিসভায় ? টিডিপি থেকেই বা কারা থাকবেন ? এখন এ সব বিষয় নিয়েই তুমুল আলোচনা হচ্ছে । পদযাত্রার মাধ্যমে টিডিপির ক্ষমতায় আসায় সক্রিয় ভূমিকা নেওয়া দলের জাতীয় সাধারণ সম্পাদক লোকেশ কি এবার মন্ত্রিসভায় যোগ দেবেন ? নাকি তিনি দলের মূল দায়িত্ব নেবেন, তা নিয়েও চলছে আলোচনা । এই নির্বাচনে অনেক নেতাকেই জনগণ বিপুল ভোট দিয়ে জয়ী করেছে । এবার তাই চন্দ্রবাবু স্বচ্ছ ভাবমূর্তির উপরই বেশি জোর দেবেন বলে আশা করা হচ্ছে ।

নেতাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা: বেশ কিছুদিন ধরেই দলে তরুণদের গুরুত্ব বাড়ছে । নারীদের সমান অধিকার দিতে চাইলেও কিছু বিধিনিষেধের কারণে তা সম্ভব হয়নি । এবার মন্ত্রিসভা গঠনে প্রবীণদের থেকে তরুণ, দুর্বল শ্রেণি ও নারীদের বেশি প্রাধান্য দেওয়া হতে পারে বলে চর্চা চলছে । এমনকি দলীয় প্রার্থী বাছাইয়েও আগের থেকে এবার বেশি নারী ও তরুণদের বেশি সুযোগ দেওয়া হয়েছে ।

কাদাপায় মাধবী রেড্ডি, পুট্টাপারথিতে সিন্ধুরা রেড্ডি ও পেনুকোন্ডায় সবিতা - সকলেই প্রথমবারের মতো রায়লসীমা জেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ী হয়েছেন । এসসি বিভাগ থেকে বান্দারু শ্রাবণী, নেলাওয়ালা বিজয়শ্রী এবং এসটি বিভাগ থেকে শিরিষাদেবী এবং জগদেশ্বরী জিতেছেন। আর বিসি সম্প্রদায়ের মাধবী, ইয়ানামালা দিব্যা ও সবিতাও এ বারের ভোটে জয়লাভ করেছেন ৷

Last Updated : Jun 6, 2024, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.