ETV Bharat / bharat

অন্ধ্রে এনডিএ'র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচিত চন্দ্রবাবু, শপথে যাচ্ছেন মোদি - Naidu Oath Taking Ceremony as CM - NAIDU OATH TAKING CEREMONY AS CM

Naidu Oath Taking Ceremony as CM: অন্ধ্রপ্রদেশে এনডিএ'র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হলেন নারা চন্দ্রবাবু নাইডু ৷ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV BHARAT
অন্ধ্রে এনডিএ'র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচিত চন্দ্রবাবু (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : Jun 11, 2024, 3:12 PM IST

অমরাবতী, 11 জুন: অন্ধ্রপ্রদেশ বিধানসভায় এনডিএ নেতা হিসেবে নির্বাচিত হলেন টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু ৷ বিজয়ওয়াড়ায় তেলুগু দেশম পার্টি, জনসেনা এবং বিজেপি বিধায়কদের একটি সভায় উপস্থিত বিধায়করা সর্বসম্মতভাবে চন্দ্রবাবুকে নির্বাচিত করেছেন । অন্ধ্রের বিজেপি প্রধান ডি পুরন্দেশ্বরী ও জনসেনা প্রধান পবন কল্যাণও এদিন এনডিএ সভায় যোগ দেন এবং মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে নাইডুকে সমর্থন করেন । এর আগে সকালে তাঁকে সর্বসম্মতিক্রমে টিডিপি পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানান টিডিপি নেতা কে আচেন নাইডু ৷ জনসেনার প্রতিষ্ঠাতা পবন কল্যাণ বিধানসভায় দলের নেতা নির্বাচিত হয়েছেন ।

নারা চন্দ্রবাবু নাইডু বুধবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন ৷ এই ভূমিকায় এটা তাঁর চতুর্থ মেয়াদ । বিজয়ওয়াড়ার উপকণ্ঠে গান্নাভারম বিমানবন্দরের কাছে কেসারাপল্লি আইটি পার্কে 11.27-এ নাইডুর শপথ নেওয়ার কথা । মঙ্গলবার তেলুগু দেশম পরিষদীয় দল এবং এনডিএ শরিকরা চন্দ্রবাবুকে তাঁদের নেতা হিসেবে নির্বাচিত করেন । টিডিপি, বিজেপি এবং জনসেনা নিয়ে গঠিত এনডিএ-র নেতারা রাজ্যপাল এস আবদুল নাজিরের সঙ্গে দেখা করবেন এবং সরকার গঠনের দাবি করবেন । মঙ্গলবার সন্ধ্যার মধ্যে রাজ্যপালের কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ আসতে পারে ।

চন্দ্রবাবুর সঙ্গে আরও কয়েকজন নেতার শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাঁদের মধ্যে টিডিপি সাধারণ সম্পাদক এবং চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশ এবং জনসেনা নেতা এন মনোহরও থাকতে পারেন । শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে । অনুষ্ঠানের আয়োজন পর্যালোচনা করে মুখ্যসচিব নীরব কুমার প্রসাদ বলেন যে, প্রধানমন্ত্রী সকাল 8.20-তে গান্নাভারম বিমানবন্দরের উদ্দেশে দিল্লি থেকে রওনা দেবেন এবং বুধবার সকাল 10.40-এর মধ্যে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে ।

তিনি বলেন যে, সকাল 11টা থেকে দুপুর 12.30 টা পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে মোদি সকাল 10.55-এর মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে । তারপরে প্রধানমন্ত্রী দুপুর 12.40-এ বিমানবন্দরে ফিরে যাবেন এবং 12.45-এ ভুবনেশ্বরের উদ্দেশে যাত্রা করবেন বলে আশা করা হচ্ছে ।

চন্দ্রবাবু নাইডু 1995 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন এবং আরও দুটি মেয়াদে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন । মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর প্রথম দুটি মেয়াদ ছিল অন্ধ্রপ্রদেশের নেতৃত্বে ৷ তা 1995 সালে শুরু হয়ে 2004 সালে শেষ হয় ৷ নয় বছর মুখ্যমন্ত্রী থাকার পর তৃতীয় মেয়াদটি আসে রাজ্যের বিভাজনের পর । 2014 সালে নাইডু দ্বিখণ্ডিত অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী হন এবং 2019 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন ।

2019 সালের নির্বাচনে তিনি পরাজিত হয়ে বিরোধী দলনেতা হন এবং 2024 সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন ৷ এরপর 2024 সালের নির্বাচনে দুরন্ত জয়ের ফলে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি ৷ টিডিপি, বিজেপি এবং জনসেনাকে নিয়ে গঠিত এনডিএ দক্ষিণের এই রাজ্যে বিপুলভাবে জয়ী হয়েছে ৷ সম্প্রতি আয়োজিত নির্বাচনে 164টি বিধানসভা এবং 21টি লোকসভা আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে । (সংবাদসংস্থা পিটিআই)

অমরাবতী, 11 জুন: অন্ধ্রপ্রদেশ বিধানসভায় এনডিএ নেতা হিসেবে নির্বাচিত হলেন টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু ৷ বিজয়ওয়াড়ায় তেলুগু দেশম পার্টি, জনসেনা এবং বিজেপি বিধায়কদের একটি সভায় উপস্থিত বিধায়করা সর্বসম্মতভাবে চন্দ্রবাবুকে নির্বাচিত করেছেন । অন্ধ্রের বিজেপি প্রধান ডি পুরন্দেশ্বরী ও জনসেনা প্রধান পবন কল্যাণও এদিন এনডিএ সভায় যোগ দেন এবং মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে নাইডুকে সমর্থন করেন । এর আগে সকালে তাঁকে সর্বসম্মতিক্রমে টিডিপি পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানান টিডিপি নেতা কে আচেন নাইডু ৷ জনসেনার প্রতিষ্ঠাতা পবন কল্যাণ বিধানসভায় দলের নেতা নির্বাচিত হয়েছেন ।

নারা চন্দ্রবাবু নাইডু বুধবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন ৷ এই ভূমিকায় এটা তাঁর চতুর্থ মেয়াদ । বিজয়ওয়াড়ার উপকণ্ঠে গান্নাভারম বিমানবন্দরের কাছে কেসারাপল্লি আইটি পার্কে 11.27-এ নাইডুর শপথ নেওয়ার কথা । মঙ্গলবার তেলুগু দেশম পরিষদীয় দল এবং এনডিএ শরিকরা চন্দ্রবাবুকে তাঁদের নেতা হিসেবে নির্বাচিত করেন । টিডিপি, বিজেপি এবং জনসেনা নিয়ে গঠিত এনডিএ-র নেতারা রাজ্যপাল এস আবদুল নাজিরের সঙ্গে দেখা করবেন এবং সরকার গঠনের দাবি করবেন । মঙ্গলবার সন্ধ্যার মধ্যে রাজ্যপালের কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ আসতে পারে ।

চন্দ্রবাবুর সঙ্গে আরও কয়েকজন নেতার শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাঁদের মধ্যে টিডিপি সাধারণ সম্পাদক এবং চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশ এবং জনসেনা নেতা এন মনোহরও থাকতে পারেন । শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে । অনুষ্ঠানের আয়োজন পর্যালোচনা করে মুখ্যসচিব নীরব কুমার প্রসাদ বলেন যে, প্রধানমন্ত্রী সকাল 8.20-তে গান্নাভারম বিমানবন্দরের উদ্দেশে দিল্লি থেকে রওনা দেবেন এবং বুধবার সকাল 10.40-এর মধ্যে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে ।

তিনি বলেন যে, সকাল 11টা থেকে দুপুর 12.30 টা পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে মোদি সকাল 10.55-এর মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে । তারপরে প্রধানমন্ত্রী দুপুর 12.40-এ বিমানবন্দরে ফিরে যাবেন এবং 12.45-এ ভুবনেশ্বরের উদ্দেশে যাত্রা করবেন বলে আশা করা হচ্ছে ।

চন্দ্রবাবু নাইডু 1995 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন এবং আরও দুটি মেয়াদে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন । মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর প্রথম দুটি মেয়াদ ছিল অন্ধ্রপ্রদেশের নেতৃত্বে ৷ তা 1995 সালে শুরু হয়ে 2004 সালে শেষ হয় ৷ নয় বছর মুখ্যমন্ত্রী থাকার পর তৃতীয় মেয়াদটি আসে রাজ্যের বিভাজনের পর । 2014 সালে নাইডু দ্বিখণ্ডিত অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী হন এবং 2019 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন ।

2019 সালের নির্বাচনে তিনি পরাজিত হয়ে বিরোধী দলনেতা হন এবং 2024 সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন ৷ এরপর 2024 সালের নির্বাচনে দুরন্ত জয়ের ফলে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি ৷ টিডিপি, বিজেপি এবং জনসেনাকে নিয়ে গঠিত এনডিএ দক্ষিণের এই রাজ্যে বিপুলভাবে জয়ী হয়েছে ৷ সম্প্রতি আয়োজিত নির্বাচনে 164টি বিধানসভা এবং 21টি লোকসভা আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে । (সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.