নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: বিশ্বনেতাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা প্রশ্নাতীত ৷ তাঁর সঙ্গে বিভিন্ন দেশের প্রধানদের সখ্যের কথাও সর্বজনবিদিত ৷ সেই সম্পর্কের জোরে তিনি ইউক্রেনে গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষের কথা বলেছেন ৷ শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন ৷ যে প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কোলাকুলি করেছিলেন, সেই তিনিই আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির কাঁধে হাত রেখেছিলেন ৷ ঠিক একই রকম মজার ঘটনা ঘটেছিল মোদি- ওবামা সাক্ষাতেও । কথা প্রসঙ্গে মোদি ওবামাকে বলেন, তাঁর মায়ের থাকার ঘরটি মার্কিন রাষ্ট্রপতির গাড়ির থেকেও ছোট।
শনিবার ভোরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন সফরে রওনা দিয়েছেন ৷ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা ৷ কোয়াড গোষ্ঠীর বৈঠকেও যোগ দেবেন ৷ প্রেসিডেন্ট বাইডেন এই কোয়াড বৈঠকের আয়োজক ৷ এই অবসরে প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফরের মজার গল্প তুলে ধরলেন প্রাক্তন বিদেশ সচিব বিনয় কাতরা ৷ তিনি এখন আমেরিকার রাষ্ট্রদূত ৷ প্রধানমন্ত্রীর একাধিক সফরে তাঁর সঙ্গী থেকেছেন কাতরা ৷ তিনি 'মোদি স্টোরি' নামক একটি ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের একটি মজার কথোপকথন বলেন ৷
2014 সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে ৷ প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর আমেরিকা গিয়েছেন নরেন্দ্র মোদি ৷ সেটাই প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম মার্কিন সফর ৷ আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা ৷ দু'জনে মার্টিন লুথার কিং জুনিয়র মেমোরিয়ালে ঘুরতে যাচ্ছেন ৷ প্রেসিডেন্ট ওবামার বিশালাকৃতি লিমুজিনে গন্তব্যে পৌঁছতে 10-12 মিনিট সময় লেগেছিল ৷ আমেরিকার প্রেসিডেন্টের গাড়িতে বসে পারিবারিক গল্পে মজলেন প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ওবামা ৷
তিনি খোলা মনে বন্ধুর মতোই প্রধানমন্ত্রীকে তাঁর মায়ের কথা জিজ্ঞাসা করেন ৷ প্রশ্ন শুনে প্রধানমন্ত্রী মোদি একটু স্মিত হাসি হাসেন ৷ এরপর ওবামাকে বলেন, "প্রেসিডেন্ট ওবামা, আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আপনার গাড়িটা যতটা বড়, তার থেকেও খানিকটা ছোট ঘরে আমার মা থাকেন ৷" এমন খোলাখুলি উত্তর বোধহয় প্রেসিডেন্টও আশা করেননি ৷ প্রধানমন্ত্রী এমন সরাসরি উত্তরে অবাক হয়ে গিয়েছিলেন বারাক ওবামা ৷ প্রেসিডেন্ট ওবামার যে লিমুজিনে সওয়ার ছিলেন তিনি, তা যথার্থই বেশ বড় ৷ সেই গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী ছিলেন তৎকালীন বিদেশ সচিব বিনয় কাতরা ৷