মুম্বই, 29 জানুয়ারি: প্রথমে লকআপ-1, তারপর বিগ বস চ্যাম্পিয়ন হলেন মুনাওয়ার ফারুকি ৷ সানডে নাইটে বিগ বসের ফাইনাল নিয়ে দর্শকমহলে ছিল টানটান উত্তেজনা। কার হাতে উঠতে চলেছে এই ট্রফি? এনিয়ে দাবীদার ছিলেন অনেকেই। মুনাওয়ার, অঙ্কিতা, অভিষেক নাকি মান্নারা ৷ তবে শেষমেশ অনুরাগীদের মুখে হাসি ফুটিয়ে বিগ বস 17-র বিজেতা হলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ৷ সেইসঙ্গে গতকাল 28 জানুয়ারি ছিল তাঁর জন্মদিন ৷ তাই বিশেষ দিনে কমেডিয়ান পেলেন সেরা উপরহার ৷
বিগ বস জেতার পর, মুনাওয়ার ফারুকি শুধু ট্রফিই পাননি, পাশাপাশি পেয়েছেন নগদ 50 লাখ টাকা এবং হুন্ডাই ক্রেটা গাড়ি। এই ট্রফিটির সবচেয়ে বিশেষ বিষয় হল এটি তৈরি করা হয়েছে দিল, দিমাগ এবং দম শো-এর থিমের ভিত্তিতে। জয়ের সঙ্গে সঙ্গে তিনি সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করেন ৷ ভক্তদের কাছ থেকে অনেক অভিনন্দন পেয়েছেন তিনি। শো জয়ের পর কমেডিয়ান বলেন, "আমি খুব খুশি এবং কৃতজ্ঞ। আমি ভাগ্যবান যে এমন আমার ফ্যান ফলোয়িং আছে ৷ আমি সবসময় দুঃখের সময় আমার বাবা-মাকে স্মরণ করি ও আনন্দের সময়েও ৷"
-
#WATCH | Mumbai: On winning the 17th season of 'Bigg Boss', stand-up comedian Munawar Faruqui says, "...I am very happy and thankful. I am fortunate to have such a fan following...I always remember my parents during the sad and happy times..." pic.twitter.com/oMYpMA5qvq
— ANI (@ANI) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Mumbai: On winning the 17th season of 'Bigg Boss', stand-up comedian Munawar Faruqui says, "...I am very happy and thankful. I am fortunate to have such a fan following...I always remember my parents during the sad and happy times..." pic.twitter.com/oMYpMA5qvq
— ANI (@ANI) January 28, 2024#WATCH | Mumbai: On winning the 17th season of 'Bigg Boss', stand-up comedian Munawar Faruqui says, "...I am very happy and thankful. I am fortunate to have such a fan following...I always remember my parents during the sad and happy times..." pic.twitter.com/oMYpMA5qvq
— ANI (@ANI) January 28, 2024
সলমন খানের এই শো-এর যাত্রা শুরু হয়েছিল 17 জন প্রতিযোগীকে নিয়ে। এর মধ্যে, কিছু তারকাও ওয়াইল্ড কার্ড হিসাবে শোয়ে অংশ নিয়েছিলেন। সবাইকে পিছনে ফেলে মুনাওয়ার ফারুকি, অঙ্কিতা লোখান্ডে, মান্নারা চোপড়া, অভিষেক কুমার এবং অরুণ মহাশেট্টি ফাইনালে জায়গা করে নিয়েছিলেন আর বিবি 17-এর শিরোপাধারী হন মুনাওয়ার ৷ এই জয়ের জন্য তিনি রিয়ালিটি শো জেতার ট্র্যাক রেকর্ড বজায় রাখলেন কমেডিয়ান। কঙ্গনা সঞ্চালিত 'লক আপ'-এর পর সলমনের 'বিগ বস' জয়ী মুনাওয়ার।
-
#BiggBoss17GrandFinale: Munawar Faruqui wins Bigg Boss Season 17 trophy. #BiggBoss17 #BiggBoss #MunawarFaraqui𓃵 pic.twitter.com/qhw5RzEr6P
— Press Trust of India (@PTI_News) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#BiggBoss17GrandFinale: Munawar Faruqui wins Bigg Boss Season 17 trophy. #BiggBoss17 #BiggBoss #MunawarFaraqui𓃵 pic.twitter.com/qhw5RzEr6P
— Press Trust of India (@PTI_News) January 28, 2024#BiggBoss17GrandFinale: Munawar Faruqui wins Bigg Boss Season 17 trophy. #BiggBoss17 #BiggBoss #MunawarFaraqui𓃵 pic.twitter.com/qhw5RzEr6P
— Press Trust of India (@PTI_News) January 28, 2024
আরও পড়ুন: