ETV Bharat / bharat

প্রাক্তন স্বামী অসুস্থ-বেকার! স্ত্রীকে খোরপোশ দেওয়ার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট - Wife to pay maintenance Husband - WIFE TO PAY MAINTENANCE HUSBAND

HC orders Wife to pay maintenance to ex-husband: স্ত্রীকে খোরপোশ দেবেন স্বামী ৷ সাধারণত এমন নির্দেশের কথাই শোনা যায় ৷ এদিকে এর উলটো নির্দেশ দিল বম্বে হাইকোর্ট ৷

ETV Bharat
আদালতের নির্দেশে স্ত্রীকে তাঁর প্রাক্তন স্বামীকে খোরপোশ দিতে হবে
author img

By PTI

Published : Apr 11, 2024, 2:50 PM IST

মুম্বই, 11 এপ্রিল: একেবারে উলটো সুর! স্বামীকে খোরপোশ দেবেন চাকরিরত মহিলা ৷ কারণ, স্বামী অসুস্থ ৷ তিনি রোজগার করতে পারছেন না ৷ এই অবস্থায় স্ত্রীকেই তাঁর স্বামীকে প্রতি মাসে 10 হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট ৷ 2 এপ্রিল এই নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি শর্মিলা দেশমুখ ৷

বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছেন, হিন্দু বিবাহ আইনে 'সঙ্গী' শব্দে স্বামী ও স্ত্রী দু'জনকেই বোঝায় ৷ আদালত জানায়, "হিন্দু বিবাহ আইনের 24 নম্বর ধারায় 'স্পাউস' বা 'সঙ্গী' শব্দটি রয়েছে ৷ এতে স্বামী বা স্ত্রী- যে কোনও একজনের রক্ষণাবেক্ষণের ক্ষমতা না-থাকার কথা বলা হয়েছে ৷" আদালত তার নির্দেশে উল্লেখ করেছে, ওই মহিলার স্বামী অসুস্থ ৷ সেই কারণে তিনি উপার্জনে অক্ষম ৷ এই বিষয়টির বিরোধিতা করেননি তাঁর প্রাক্তন স্ত্রী ৷ তাই স্বামী যখন নিজের রক্ষণাবেক্ষণ করতে অপারগ, এই পরিস্থিতিতে স্ত্রী তাঁকে সেই খরচ দেবেন ৷ স্ত্রী রোজগার করেন ৷

এর আগে খোরপোশের দাবিতে মামলা হয়েছিল সিভিল কোর্টে ৷ 2020 সালের মার্চে নিম্ন আদালত মহিলাকে ফি-মাসে 10 হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয় ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে মামলা করেন স্ত্রী ৷ তবে সেখানেও তাঁকে ধাক্কা খেতে হল ৷

দম্পতির যখন বিবাহবিচ্ছেদ হয়, তখনই তাঁর প্রাক্তন স্বামী পারিবারিক আদালতে প্রাক্তন স্ত্রীর কাছ থেকে খোরপোশের আবেদন জানিয়েছিল ৷ স্বামী জানিয়েছিলেন, তাঁর অসুস্থতার কারণে তিনি কাজকর্ম করতে পারছেন না ৷ এই অবস্থায় তিনি তাঁর স্ত্রীর কাছ থেকে রক্ষণাবেক্ষণের খরচ চান ৷ প্রাক্তন স্ত্রী ব্যাঙ্কের ম্যানেজার হিসেবে কর্মরত ৷

এদিকে ওই মহিলা আদালতে জানিয়েছেন, তাঁর অর্থনৈতিক অবস্থা মোটেও তেমন ভালো কিছু নয় যে, তিনি প্রতি মাসে প্রাক্তন স্বামীকে 10 হাজার টাকা খোরপোশ দিতে পারবেন ৷ তাঁকে বাড়ির জন্য ঋণ শোধ করতে হচ্ছে ৷ পাশাপাশি তাঁদের শিশু সন্তানের ভরণপোষণের দায়িত্বও তাঁকেই সামলাতে হচ্ছে ৷ এই পরিস্থিতিতে তিনি কীভাবে স্বামীকে প্রতি মাসে 10 হাজার টাকা দেবেন ? এর সঙ্গে মহিলা আদালতে আরও দাবি করেন, তিনি 2019 সালে চাকরি ছেড়ে দিয়েছেন ৷ সেই সময় নিম্ন আদালত তাঁকে 10 হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ কিন্তু তাঁর তো কোনও রোজগারই নেই!

এই কথা জানানোর পর আদালত তাঁকে পালটা প্রশ্ন করে ৷ আদালত জানায়, তাঁর কোনও রোজগার না-থাকলে তিনি তাঁর নিজের ও শিশুর খরচখরচা চালাচ্ছেন কী করে ? বিচারপতি উল্লেখ করেন, ওই মহিলা একবারও অস্বীকার করেননি যে তিনি রোজগার করছেন না ৷ এদিকে এই বিষয়টির বিরোধিতা করেছেন তাঁর প্রাক্তন স্বামী ৷ মহিলাও তাঁর চাকরি না-থাকা নিয়ে কোনও নথি জমা দেননি ৷

আরও পড়ুন:

  1. মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিয়ে নয়া আইন অসম সরকারের
  2. ফারুক-কন্যার সঙ্গে বিবাহবিচ্ছেদ, মনোনয়ন পেশের হলফনামায় জানালেন সচিন পাইলট

মুম্বই, 11 এপ্রিল: একেবারে উলটো সুর! স্বামীকে খোরপোশ দেবেন চাকরিরত মহিলা ৷ কারণ, স্বামী অসুস্থ ৷ তিনি রোজগার করতে পারছেন না ৷ এই অবস্থায় স্ত্রীকেই তাঁর স্বামীকে প্রতি মাসে 10 হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট ৷ 2 এপ্রিল এই নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি শর্মিলা দেশমুখ ৷

বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছেন, হিন্দু বিবাহ আইনে 'সঙ্গী' শব্দে স্বামী ও স্ত্রী দু'জনকেই বোঝায় ৷ আদালত জানায়, "হিন্দু বিবাহ আইনের 24 নম্বর ধারায় 'স্পাউস' বা 'সঙ্গী' শব্দটি রয়েছে ৷ এতে স্বামী বা স্ত্রী- যে কোনও একজনের রক্ষণাবেক্ষণের ক্ষমতা না-থাকার কথা বলা হয়েছে ৷" আদালত তার নির্দেশে উল্লেখ করেছে, ওই মহিলার স্বামী অসুস্থ ৷ সেই কারণে তিনি উপার্জনে অক্ষম ৷ এই বিষয়টির বিরোধিতা করেননি তাঁর প্রাক্তন স্ত্রী ৷ তাই স্বামী যখন নিজের রক্ষণাবেক্ষণ করতে অপারগ, এই পরিস্থিতিতে স্ত্রী তাঁকে সেই খরচ দেবেন ৷ স্ত্রী রোজগার করেন ৷

এর আগে খোরপোশের দাবিতে মামলা হয়েছিল সিভিল কোর্টে ৷ 2020 সালের মার্চে নিম্ন আদালত মহিলাকে ফি-মাসে 10 হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয় ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে মামলা করেন স্ত্রী ৷ তবে সেখানেও তাঁকে ধাক্কা খেতে হল ৷

দম্পতির যখন বিবাহবিচ্ছেদ হয়, তখনই তাঁর প্রাক্তন স্বামী পারিবারিক আদালতে প্রাক্তন স্ত্রীর কাছ থেকে খোরপোশের আবেদন জানিয়েছিল ৷ স্বামী জানিয়েছিলেন, তাঁর অসুস্থতার কারণে তিনি কাজকর্ম করতে পারছেন না ৷ এই অবস্থায় তিনি তাঁর স্ত্রীর কাছ থেকে রক্ষণাবেক্ষণের খরচ চান ৷ প্রাক্তন স্ত্রী ব্যাঙ্কের ম্যানেজার হিসেবে কর্মরত ৷

এদিকে ওই মহিলা আদালতে জানিয়েছেন, তাঁর অর্থনৈতিক অবস্থা মোটেও তেমন ভালো কিছু নয় যে, তিনি প্রতি মাসে প্রাক্তন স্বামীকে 10 হাজার টাকা খোরপোশ দিতে পারবেন ৷ তাঁকে বাড়ির জন্য ঋণ শোধ করতে হচ্ছে ৷ পাশাপাশি তাঁদের শিশু সন্তানের ভরণপোষণের দায়িত্বও তাঁকেই সামলাতে হচ্ছে ৷ এই পরিস্থিতিতে তিনি কীভাবে স্বামীকে প্রতি মাসে 10 হাজার টাকা দেবেন ? এর সঙ্গে মহিলা আদালতে আরও দাবি করেন, তিনি 2019 সালে চাকরি ছেড়ে দিয়েছেন ৷ সেই সময় নিম্ন আদালত তাঁকে 10 হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ কিন্তু তাঁর তো কোনও রোজগারই নেই!

এই কথা জানানোর পর আদালত তাঁকে পালটা প্রশ্ন করে ৷ আদালত জানায়, তাঁর কোনও রোজগার না-থাকলে তিনি তাঁর নিজের ও শিশুর খরচখরচা চালাচ্ছেন কী করে ? বিচারপতি উল্লেখ করেন, ওই মহিলা একবারও অস্বীকার করেননি যে তিনি রোজগার করছেন না ৷ এদিকে এই বিষয়টির বিরোধিতা করেছেন তাঁর প্রাক্তন স্বামী ৷ মহিলাও তাঁর চাকরি না-থাকা নিয়ে কোনও নথি জমা দেননি ৷

আরও পড়ুন:

  1. মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিয়ে নয়া আইন অসম সরকারের
  2. ফারুক-কন্যার সঙ্গে বিবাহবিচ্ছেদ, মনোনয়ন পেশের হলফনামায় জানালেন সচিন পাইলট
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.