ETV Bharat / bharat

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে ভাঙল বহুতল, চলছে উদ্ধার কাজ - building Collapse in Mumbai - BUILDING COLLAPSE IN MUMBAI

Building Collapse: ভারী বৃষ্টিতে মুম্বইয়ে ভেঙে পড়ল বহুতল ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ ৷

Building Collapse
মুম্বইয়ে ভারী বৃষ্টিতে ভেঙে পড়া বহুতল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 12:56 PM IST

মুম্বই, 27 জুলাই: অতিভারী বৃষ্টিতে ভাসছে মুম্বই ৷ ভেঙে পড়ল চারতলা বাড়ি ৷ শনিবার নবি মুম্বইয়ের বেলাপুরের শাহবাজ গাওয়াতিল এলাকার ঘটনা ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশ ৷ যুদ্ধকালীন তৎপরতায় আটকে পড়া দু’জনকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ আটকে থাকা আরেকজনের খোঁজ চলছে ৷

নভি মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, আটকে পড়া দু’জনকে উদ্ধার করা হয়েছে ৷ এই বিল্ডিংটি-তে 26টি পরিবারের বসবাস করত ৷ আশঙ্কা করা হচ্ছে, যে ভবনটি ধসে পড়ার সময় কিছু লোক ভিতরে ছিল। নবি মুম্বইয়ের বেলাপুরের শাহাবাজ গ্রামের ভেঙে পড়া বসত বাড়িটি 15 থেকে 16 বছরের পুরনো ৷ এটির কোনও অনুমোদন ছিল না পৌরনিগমের ৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় কোনও প্রাণহানী হয়নি বলে জানানো হয়েছে ফায়ার সার্ভিস সূত্রে ৷

প্রাথমিকভাবে দমকল বাহিনীর আধিকারিকদের অনুমান সেক্টর-19-এর হনিমান মন্দিরের কাছে ভেঙে পড়া বাড়িটি চারতলা ৷ প্রায় 16 বছরের পুরনো বাড়ি ৷ ভারী বৃষ্টির কারণেই এদিন ভেঙে পড়েছে বহুতলটি ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি আরও মানুষজন আটকে থাকতে পারে এই বহুতলে ৷

নবি মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার কৈলাশ সিন্ডে বলেন, একটি চারতলা বাড়ি ভেঙে পড়েছে ৷ বহুতলটিতে তিনটি দোকান ছিল ৷ সেগুলিও ভেঙে পড়েছে ৷ 13 জন শিশু-সহ 52জনকে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা ৷ " একজন মহিলা ও পুরুষকে ভাঙা বাড়ির নীচ থেকে উদ্ধার করা হয়েছে ৷ তাঁরা হলেন লালমহম্মদ ও রুকসানা ৷ দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন ৷

মুম্বই, 27 জুলাই: অতিভারী বৃষ্টিতে ভাসছে মুম্বই ৷ ভেঙে পড়ল চারতলা বাড়ি ৷ শনিবার নবি মুম্বইয়ের বেলাপুরের শাহবাজ গাওয়াতিল এলাকার ঘটনা ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশ ৷ যুদ্ধকালীন তৎপরতায় আটকে পড়া দু’জনকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ আটকে থাকা আরেকজনের খোঁজ চলছে ৷

নভি মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, আটকে পড়া দু’জনকে উদ্ধার করা হয়েছে ৷ এই বিল্ডিংটি-তে 26টি পরিবারের বসবাস করত ৷ আশঙ্কা করা হচ্ছে, যে ভবনটি ধসে পড়ার সময় কিছু লোক ভিতরে ছিল। নবি মুম্বইয়ের বেলাপুরের শাহাবাজ গ্রামের ভেঙে পড়া বসত বাড়িটি 15 থেকে 16 বছরের পুরনো ৷ এটির কোনও অনুমোদন ছিল না পৌরনিগমের ৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় কোনও প্রাণহানী হয়নি বলে জানানো হয়েছে ফায়ার সার্ভিস সূত্রে ৷

প্রাথমিকভাবে দমকল বাহিনীর আধিকারিকদের অনুমান সেক্টর-19-এর হনিমান মন্দিরের কাছে ভেঙে পড়া বাড়িটি চারতলা ৷ প্রায় 16 বছরের পুরনো বাড়ি ৷ ভারী বৃষ্টির কারণেই এদিন ভেঙে পড়েছে বহুতলটি ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি আরও মানুষজন আটকে থাকতে পারে এই বহুতলে ৷

নবি মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার কৈলাশ সিন্ডে বলেন, একটি চারতলা বাড়ি ভেঙে পড়েছে ৷ বহুতলটিতে তিনটি দোকান ছিল ৷ সেগুলিও ভেঙে পড়েছে ৷ 13 জন শিশু-সহ 52জনকে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা ৷ " একজন মহিলা ও পুরুষকে ভাঙা বাড়ির নীচ থেকে উদ্ধার করা হয়েছে ৷ তাঁরা হলেন লালমহম্মদ ও রুকসানা ৷ দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.