উজ্জয়িনী, 25 মার্চ: মহাকালেশ্বর মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ইন্দোরের অরবিন্দ হাসপাতালে ভরতি আহতদের সঙ্গে দেখা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং রাজ্যের মন্ত্রিপরিষদ মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় চিকিৎসাধীন। সোমবার সকালে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে যেখানে মন্দিরের গর্ভগৃহে ভস্ম আরতির সময় অগ্নিকাণ্ডে পুরোহিত, মন্দিরের কর্মচারী এবং প্রধান পুরোহিত-সহ 14 জন দগ্ধ হয়েছেন। ঘটনার সময় মন্দিরে হোলির উদযাপন চলছিল।
আহতদের মধ্যে 8 জনকে চিকিৎসার জন্য ইন্দোরের অরবিন্দ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব দুঃখপ্রকাশ করে ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিন মহাকালেশ্বরে মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেও ৷
-
#WATCH | Ujjain: Madhya Pradesh CM Mohan Yadav visits Mahakaleshwar Temple in Ujjain. pic.twitter.com/OZFdhBvokX
— ANI (@ANI) March 25, 2024
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, "আমি মহাকালেশ্বর মন্দিরে ভস্মারতির সময় একটি অগ্নিকাণ্ডের তথ্য পেয়েছি যাতে কয়েকজন পুরোহিত আহত হয়েছেন এবং তাদের ইন্দোর এবং উজ্জয়িনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি সেখানে যাচ্ছি৷ যে এটি আরও বড় ঘটনা ঘটতে পারত, ঈশ্বরের আশীর্বাদে তেমন কিছু ঘটেনি ৷ কিন্তু যাই হোক না কেন, আমি একটি এই ঘটনায় ম্যাজিস্ট্রেটের তদন্তের নির্দেশ দিয়েছি এবং এটা নিশ্চিত করতে চাইব যে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে উজ্জয়িনীর কালেক্টর নীরজ কুমার সিং বলেছিলেন, "গর্ভগৃহে ভস্মারতির সময় আগুন লেগে যায়। ঘটনায় 14 জন আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।" পুরোহিত আশিস শর্মা বলেন, "মহাকাল মন্দিরে ঐতিহ্যবাহী হোলি উদযাপন চলছিল। 'গুলাল'-এর কারণে 'গর্ভগৃহ'-এ আগুন ছড়িয়ে পড়ে। মন্দিরের পুরোহিতরা আহত হয়েছেন। আমরা তাদের হাসপাতালে নিয়ে এসেছি"। (তথ্যসূত্র: এএনআই)
আরও পড়ুন: