ETV Bharat / bharat

স্বামীর সঙ্গে বিবাদ, 3 সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ মহিলার - Mother Jumps into Well

Mother Attempt to Suicide with Children: তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার ৷ শিশু তিনটির মৃত্যু হলেও মা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Etv Bharat
3 সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ মহিলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 9:13 AM IST

সরাইকেলা (ঝাড়খণ্ড), 19 ফেব্রুয়ারি: স্বামীর সঙ্গে ঝগড়া ৷ তার জেরেই তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন মহিলা ৷ এই ঘটনায় তিন শিশুর মৃত্যু হলেও প্রাণে বেঁচে গিয়েছেন মহিলা ৷ তবে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সরাইকেলা জেলার খারসাওয়ান থানার অন্তর্গত কুমহারসাই গ্রামে ৷

তথ্য অনুযায়ী, রাঁচির কুন্ডু গ্রামের বাসিন্দা অশোক মাহাতো তাঁর স্ত্রী পূজা মাহাতো ও তিন সন্তানকে নিয়ে কুমহারসাই গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকেন । অশোক খারসাওয়ানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত । এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হত বলে জানা গিয়েছে । এদিকে শনিবার বাবা-মায়ের বাড়ি যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় পূজার । বিবাদ বাড়লে তিনি 100 নম্বর ডায়াল করে পুলিশকে ফোন করেন । পুলিশ এলে বিষয়টি শান্ত হয় ।

এই ঘটনার পর অশোক মাহাতোও বাড়ি ছেড়ে চলে যান । এরপর কী হয়েছে তা কেউ জানে না । রবিবার সকাল 10টার দিকে হঠাৎ বাড়ির উঠানে কুয়ো থেকে চিৎকার শুনতে পান গ্রামবাসীরা ৷ ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন যে পূজাকে কুয়োয় বসানো মোটরের সঙ্গে বেঁধে রাখা হয়েছে । এরপর কুয়োর কাছে যেতেই গ্রামবাসীরা দেখতে পান তিন শিশু কুয়োর জলে পড়ে রয়েছে ৷ তিন জনেরই মৃত্যু হয়েছে ৷ তারা হল কোমল কুমারী (9), অনন্যা মাহাতো (5) এবং আরিয়ান মাহাতো (2)।

এই ঘটনার পর স্থানীয়রা পুলিশ ডেকে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান ৷ আর এদিকে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর একে একে তিন শিশুর দেহ কুয়ো থেকে উদ্ধার করা হয় । এই বিষয়ে এসডিপিও দিলীপ খালখো জানান, দুর্ঘটনার সময় বাড়িতে না থাকায় ওই মহিলার স্বামীকে ঘটনাটি জানানো হয়েছে । আপাতত পুলিশ কোনও অভিযোগ পায়নি ৷ মহিলার স্বামী অশোক মাহাতো কোনও অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে । বর্তমানে মহিলা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন :

  1. বিয়ের দিনে নিখোঁজ যুবক, মৃতদেহ উদ্ধার কুয়ো থেকে
  2. কুয়ো থেকে মিলল 36 দিনের শিশুর দেহ, মাকে জিজ্ঞাসাবাদ পুলিশের
  3. কুয়ো থেকে উদ্ধার হলেও শেষরক্ষা হল না, চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে পাঁচ বছরের ছোট্ট মাহি

সরাইকেলা (ঝাড়খণ্ড), 19 ফেব্রুয়ারি: স্বামীর সঙ্গে ঝগড়া ৷ তার জেরেই তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন মহিলা ৷ এই ঘটনায় তিন শিশুর মৃত্যু হলেও প্রাণে বেঁচে গিয়েছেন মহিলা ৷ তবে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সরাইকেলা জেলার খারসাওয়ান থানার অন্তর্গত কুমহারসাই গ্রামে ৷

তথ্য অনুযায়ী, রাঁচির কুন্ডু গ্রামের বাসিন্দা অশোক মাহাতো তাঁর স্ত্রী পূজা মাহাতো ও তিন সন্তানকে নিয়ে কুমহারসাই গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকেন । অশোক খারসাওয়ানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত । এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হত বলে জানা গিয়েছে । এদিকে শনিবার বাবা-মায়ের বাড়ি যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় পূজার । বিবাদ বাড়লে তিনি 100 নম্বর ডায়াল করে পুলিশকে ফোন করেন । পুলিশ এলে বিষয়টি শান্ত হয় ।

এই ঘটনার পর অশোক মাহাতোও বাড়ি ছেড়ে চলে যান । এরপর কী হয়েছে তা কেউ জানে না । রবিবার সকাল 10টার দিকে হঠাৎ বাড়ির উঠানে কুয়ো থেকে চিৎকার শুনতে পান গ্রামবাসীরা ৷ ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন যে পূজাকে কুয়োয় বসানো মোটরের সঙ্গে বেঁধে রাখা হয়েছে । এরপর কুয়োর কাছে যেতেই গ্রামবাসীরা দেখতে পান তিন শিশু কুয়োর জলে পড়ে রয়েছে ৷ তিন জনেরই মৃত্যু হয়েছে ৷ তারা হল কোমল কুমারী (9), অনন্যা মাহাতো (5) এবং আরিয়ান মাহাতো (2)।

এই ঘটনার পর স্থানীয়রা পুলিশ ডেকে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান ৷ আর এদিকে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর একে একে তিন শিশুর দেহ কুয়ো থেকে উদ্ধার করা হয় । এই বিষয়ে এসডিপিও দিলীপ খালখো জানান, দুর্ঘটনার সময় বাড়িতে না থাকায় ওই মহিলার স্বামীকে ঘটনাটি জানানো হয়েছে । আপাতত পুলিশ কোনও অভিযোগ পায়নি ৷ মহিলার স্বামী অশোক মাহাতো কোনও অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে । বর্তমানে মহিলা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন :

  1. বিয়ের দিনে নিখোঁজ যুবক, মৃতদেহ উদ্ধার কুয়ো থেকে
  2. কুয়ো থেকে মিলল 36 দিনের শিশুর দেহ, মাকে জিজ্ঞাসাবাদ পুলিশের
  3. কুয়ো থেকে উদ্ধার হলেও শেষরক্ষা হল না, চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে পাঁচ বছরের ছোট্ট মাহি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.