সরাইকেলা (ঝাড়খণ্ড), 19 ফেব্রুয়ারি: স্বামীর সঙ্গে ঝগড়া ৷ তার জেরেই তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন মহিলা ৷ এই ঘটনায় তিন শিশুর মৃত্যু হলেও প্রাণে বেঁচে গিয়েছেন মহিলা ৷ তবে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সরাইকেলা জেলার খারসাওয়ান থানার অন্তর্গত কুমহারসাই গ্রামে ৷
তথ্য অনুযায়ী, রাঁচির কুন্ডু গ্রামের বাসিন্দা অশোক মাহাতো তাঁর স্ত্রী পূজা মাহাতো ও তিন সন্তানকে নিয়ে কুমহারসাই গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকেন । অশোক খারসাওয়ানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত । এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হত বলে জানা গিয়েছে । এদিকে শনিবার বাবা-মায়ের বাড়ি যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় পূজার । বিবাদ বাড়লে তিনি 100 নম্বর ডায়াল করে পুলিশকে ফোন করেন । পুলিশ এলে বিষয়টি শান্ত হয় ।
এই ঘটনার পর অশোক মাহাতোও বাড়ি ছেড়ে চলে যান । এরপর কী হয়েছে তা কেউ জানে না । রবিবার সকাল 10টার দিকে হঠাৎ বাড়ির উঠানে কুয়ো থেকে চিৎকার শুনতে পান গ্রামবাসীরা ৷ ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন যে পূজাকে কুয়োয় বসানো মোটরের সঙ্গে বেঁধে রাখা হয়েছে । এরপর কুয়োর কাছে যেতেই গ্রামবাসীরা দেখতে পান তিন শিশু কুয়োর জলে পড়ে রয়েছে ৷ তিন জনেরই মৃত্যু হয়েছে ৷ তারা হল কোমল কুমারী (9), অনন্যা মাহাতো (5) এবং আরিয়ান মাহাতো (2)।
এই ঘটনার পর স্থানীয়রা পুলিশ ডেকে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান ৷ আর এদিকে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর একে একে তিন শিশুর দেহ কুয়ো থেকে উদ্ধার করা হয় । এই বিষয়ে এসডিপিও দিলীপ খালখো জানান, দুর্ঘটনার সময় বাড়িতে না থাকায় ওই মহিলার স্বামীকে ঘটনাটি জানানো হয়েছে । আপাতত পুলিশ কোনও অভিযোগ পায়নি ৷ মহিলার স্বামী অশোক মাহাতো কোনও অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে । বর্তমানে মহিলা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন :