ETV Bharat / bharat

4টি কন্যাসন্তান ! সমাজের ভয়ে 6 দিনের সদ্যজাতকে 'খুন' মায়ের - Delhi Mother Killed Infant Daughter - DELHI MOTHER KILLED INFANT DAUGHTER

Mother Kills Infant Daughter: পুত্র সন্তানের আশা করেও পরপর 4টি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মা ৷ সামাজিক কলঙ্কের ভয়ে 6 দিনের সদ্যজাতকে হত্যা করলেন মা ৷ পরে নিজের দোশ স্বীকার করে নেন ৷ তাঁকে গ্রেফতারও করা হয় ৷

Infant Daughter Killed by Mother
সদ্যাজাতকে খুুন মায়ের (প্রতীকী চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 5:49 PM IST

নয়াদিল্লি, 31 অগস্ট: বারবার পুত্র সন্তান চেয়েছিলেন ৷ কিন্তু পরপর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৷ অবশেষে 'সামাজিক কলঙ্কের' ভয়ে নিজের 6 দিনের সদ্যজাতকে হত্যা করলেন মা ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির খায়ালা এলাকায় ৷ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

ঘটনাপ্রসঙ্গে ডেপুটি কমিশনার বিচিত্রা ভির জানান, শুক্রবার ভোরে পিসিআর-এ একটি ফোন আসে তাঁদের কাছে ৷ 6 দিনের এক সদ্যজাত শিশুর নিখোঁজ হয়ে যাওয়া সংক্রান্ত অভিযোগ পান তাঁরা ৷ ঘটনার গুরুত্ব বুঝে ফোন পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশের একটি দল ৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাচ্চাটির মা, শিবানি জানান, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাবার বাড়ি চলে যান তিনি ৷ মেয়েকে পাশে নিয়ে ঘুমচ্ছিলেন ৷ ঘুম থেকে উঠে দেখেন সন্তান নেই ৷ এরপর ঘটনায় তদন্ত শুরু হয় ৷ খতিয়ে দেখা হয় এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা ৷ তল্লাশি চালানো হয় প্রতিবেশীদের বাড়িতে ৷

ডিসিপি আরও বলেন, "তদন্তের সময় পাশের বাড়ির ছাদ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয় ৷ ব্য়াগটি খোলা মাত্রই বাচ্চাটির দেহ উদ্ধার করে পুলিশ ৷ সন্তানকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷" এরপরই শিবানিকে গ্রেফতার করে পুলিশ ৷

ডেপুটি কমিশনার আরও জানান, জিজ্ঞাসাবাদের সময় কান্নায় ভেঙে পড়েন মা ৷ পুলিশের প্রশ্নের উত্তরে তিনি জানান, এর আগে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৷ যদিও তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে আগেই ৷ এবারও কন্যাসন্তানের জন্ম দেওয়ায় সামাজিক কলঙ্কের ভয়ে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন ৷ অভিযুক্ত মায়ের এই বয়ান পাওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে খুনের মামলাও রুজু করা হয় ৷ তবে ছাদে ছুড়ে ফেলার জন্য নাকি অন্য কোনও কারণে সদ্যজাতর মৃত্যু হয়েছে, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ৷

নয়াদিল্লি, 31 অগস্ট: বারবার পুত্র সন্তান চেয়েছিলেন ৷ কিন্তু পরপর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৷ অবশেষে 'সামাজিক কলঙ্কের' ভয়ে নিজের 6 দিনের সদ্যজাতকে হত্যা করলেন মা ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির খায়ালা এলাকায় ৷ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

ঘটনাপ্রসঙ্গে ডেপুটি কমিশনার বিচিত্রা ভির জানান, শুক্রবার ভোরে পিসিআর-এ একটি ফোন আসে তাঁদের কাছে ৷ 6 দিনের এক সদ্যজাত শিশুর নিখোঁজ হয়ে যাওয়া সংক্রান্ত অভিযোগ পান তাঁরা ৷ ঘটনার গুরুত্ব বুঝে ফোন পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশের একটি দল ৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাচ্চাটির মা, শিবানি জানান, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাবার বাড়ি চলে যান তিনি ৷ মেয়েকে পাশে নিয়ে ঘুমচ্ছিলেন ৷ ঘুম থেকে উঠে দেখেন সন্তান নেই ৷ এরপর ঘটনায় তদন্ত শুরু হয় ৷ খতিয়ে দেখা হয় এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা ৷ তল্লাশি চালানো হয় প্রতিবেশীদের বাড়িতে ৷

ডিসিপি আরও বলেন, "তদন্তের সময় পাশের বাড়ির ছাদ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয় ৷ ব্য়াগটি খোলা মাত্রই বাচ্চাটির দেহ উদ্ধার করে পুলিশ ৷ সন্তানকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷" এরপরই শিবানিকে গ্রেফতার করে পুলিশ ৷

ডেপুটি কমিশনার আরও জানান, জিজ্ঞাসাবাদের সময় কান্নায় ভেঙে পড়েন মা ৷ পুলিশের প্রশ্নের উত্তরে তিনি জানান, এর আগে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৷ যদিও তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে আগেই ৷ এবারও কন্যাসন্তানের জন্ম দেওয়ায় সামাজিক কলঙ্কের ভয়ে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন ৷ অভিযুক্ত মায়ের এই বয়ান পাওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে খুনের মামলাও রুজু করা হয় ৷ তবে ছাদে ছুড়ে ফেলার জন্য নাকি অন্য কোনও কারণে সদ্যজাতর মৃত্যু হয়েছে, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.