নয়াদিল্লি, 31 অগস্ট: বারবার পুত্র সন্তান চেয়েছিলেন ৷ কিন্তু পরপর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৷ অবশেষে 'সামাজিক কলঙ্কের' ভয়ে নিজের 6 দিনের সদ্যজাতকে হত্যা করলেন মা ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির খায়ালা এলাকায় ৷ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷
Delhi Police say, " the body of a 6-day-old girl child found in a bag on the roof of her neighbouring house in shahdara area. her mother, shivani (28) was apprehended after she confessed during interrogation that she threw the child on the roof as it was her fourth girl child, two…<="" p>— ani (@ani) August 31, 2024
ঘটনাপ্রসঙ্গে ডেপুটি কমিশনার বিচিত্রা ভির জানান, শুক্রবার ভোরে পিসিআর-এ একটি ফোন আসে তাঁদের কাছে ৷ 6 দিনের এক সদ্যজাত শিশুর নিখোঁজ হয়ে যাওয়া সংক্রান্ত অভিযোগ পান তাঁরা ৷ ঘটনার গুরুত্ব বুঝে ফোন পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশের একটি দল ৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাচ্চাটির মা, শিবানি জানান, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাবার বাড়ি চলে যান তিনি ৷ মেয়েকে পাশে নিয়ে ঘুমচ্ছিলেন ৷ ঘুম থেকে উঠে দেখেন সন্তান নেই ৷ এরপর ঘটনায় তদন্ত শুরু হয় ৷ খতিয়ে দেখা হয় এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা ৷ তল্লাশি চালানো হয় প্রতিবেশীদের বাড়িতে ৷
ডিসিপি আরও বলেন, "তদন্তের সময় পাশের বাড়ির ছাদ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয় ৷ ব্য়াগটি খোলা মাত্রই বাচ্চাটির দেহ উদ্ধার করে পুলিশ ৷ সন্তানকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷" এরপরই শিবানিকে গ্রেফতার করে পুলিশ ৷
ডেপুটি কমিশনার আরও জানান, জিজ্ঞাসাবাদের সময় কান্নায় ভেঙে পড়েন মা ৷ পুলিশের প্রশ্নের উত্তরে তিনি জানান, এর আগে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৷ যদিও তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে আগেই ৷ এবারও কন্যাসন্তানের জন্ম দেওয়ায় সামাজিক কলঙ্কের ভয়ে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন ৷ অভিযুক্ত মায়ের এই বয়ান পাওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে খুনের মামলাও রুজু করা হয় ৷ তবে ছাদে ছুড়ে ফেলার জন্য নাকি অন্য কোনও কারণে সদ্যজাতর মৃত্যু হয়েছে, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ৷