ETV Bharat / bharat

বোমা রাখা আছে! একদিনেই হুমকি পেল 70টিরও বেশি বিমান - BOMB THREATS TO FLIGHT

ফের বিমানে বোমা রাখার হুমকি ৷ একদিনে 70টিরও বেশি বিমানে এই ধরনের হুমকি এল ৷ বারবরা কারা এই ধরনের হুমকি দিচ্ছে তা খতিয়ে দেখছে সরকার।

Bomb Threats to Flight
বিমানে বোমা রাখার হুমকি (ফাইল ছবি)
author img

By PTI

Published : Oct 24, 2024, 5:34 PM IST

নয়াদিল্লি, 24 অক্টোবর: ফের বিমানে বোমা রাখার হুমকি ৷ সূত্রের খবর, বৃহস্পতিবারই বিভিন্ন সংস্থার 70টিরও বেশি বিমানে বোমা রাখা আছে বলে হুমকি এসেছে ৷ এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, ভিস্তারা এবং ইন্ডিগো, আকাসা সংস্থার বিমান ৷

সূত্রের খবর, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা এবং ইন্ডিগো- প্রতিটি সংস্থার প্রায় 20টি করে বিমান বোমা হুমকি পেয়েছে ৷ অন্যদিকে আকাসা এয়ার সংস্থার 14টি বিমানে বোমা আছে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ সম্প্রতি 11 দিনে প্রায় 250টি বিমান বোমা হুমকি পেয়েছে ৷

আকাসা এয়ার সংস্থার মুখপাত্র জানিয়েছেন, "আকাসা এয়ারের ইমারজেন্সি রেসপন্স দল পুরো পরিস্থিতির উপর নজর রাখছে ৷ তারা নিরাপত্তা এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে চলছে ৷ আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত সবরকম সহযোগিতা করছি ৷"

চলতি সপ্তাহের প্রথম দিকে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী কে রামমোহন নায়ডু জানিয়েছেন, হুমকি দেওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে ৷ এমনকী তাঁদের বিমানে ওঠার উপরেও নিষেধাজ্ঞা জারি করবে সরকার ৷

বিগত কয়েকদিন ধরে বিমানে বেশ কয়েকটি ভুয়ো বোমাতঙ্কের ঘটনা ঘটেছে ৷ মঙ্গলবার আকাসা এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক ছড়ানোর পর তড়িঘড়ি সেটিকে জরুরি অবতরণ করানো হয় কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷

পুনে থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল আকাসা এয়ারওয়েজের বিমানটি। এরইমধ্যে কলকাতা বিমানবন্দরকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে এক ব্যক্তি একটি পোস্ট করেন ৷ তাতে বলা হয়, পুনে থেকে কলকাতাগামী এই বিমানে বোমা রাখা আছে। সেই পোস্ট দেখার পরই তড়িঘড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ এটিসির সঙ্গে যোগাযোগ করে এবং বিমানটিকে সুরক্ষিতভাবে অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে।

গত কয়েক দিনে ভারতীয় এয়ারলাইন সংস্থাগুলি প্রায় 40টি বিমান বোমা রাখার ভুয়ো খবর পায় ৷ প্রতিবারই তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি ৷ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অসামরিক বিমান মন্ত্রক ৷ এই ধরনের ভুয়ো হুমকির মোকাবিলায় কঠিনতম শাস্তির বন্দোবস্ত করা হবে বলে জানানো হয় মন্ত্রকের তরফে ৷

নয়াদিল্লি, 24 অক্টোবর: ফের বিমানে বোমা রাখার হুমকি ৷ সূত্রের খবর, বৃহস্পতিবারই বিভিন্ন সংস্থার 70টিরও বেশি বিমানে বোমা রাখা আছে বলে হুমকি এসেছে ৷ এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, ভিস্তারা এবং ইন্ডিগো, আকাসা সংস্থার বিমান ৷

সূত্রের খবর, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা এবং ইন্ডিগো- প্রতিটি সংস্থার প্রায় 20টি করে বিমান বোমা হুমকি পেয়েছে ৷ অন্যদিকে আকাসা এয়ার সংস্থার 14টি বিমানে বোমা আছে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ সম্প্রতি 11 দিনে প্রায় 250টি বিমান বোমা হুমকি পেয়েছে ৷

আকাসা এয়ার সংস্থার মুখপাত্র জানিয়েছেন, "আকাসা এয়ারের ইমারজেন্সি রেসপন্স দল পুরো পরিস্থিতির উপর নজর রাখছে ৷ তারা নিরাপত্তা এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে চলছে ৷ আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত সবরকম সহযোগিতা করছি ৷"

চলতি সপ্তাহের প্রথম দিকে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী কে রামমোহন নায়ডু জানিয়েছেন, হুমকি দেওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে ৷ এমনকী তাঁদের বিমানে ওঠার উপরেও নিষেধাজ্ঞা জারি করবে সরকার ৷

বিগত কয়েকদিন ধরে বিমানে বেশ কয়েকটি ভুয়ো বোমাতঙ্কের ঘটনা ঘটেছে ৷ মঙ্গলবার আকাসা এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক ছড়ানোর পর তড়িঘড়ি সেটিকে জরুরি অবতরণ করানো হয় কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷

পুনে থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল আকাসা এয়ারওয়েজের বিমানটি। এরইমধ্যে কলকাতা বিমানবন্দরকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে এক ব্যক্তি একটি পোস্ট করেন ৷ তাতে বলা হয়, পুনে থেকে কলকাতাগামী এই বিমানে বোমা রাখা আছে। সেই পোস্ট দেখার পরই তড়িঘড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ এটিসির সঙ্গে যোগাযোগ করে এবং বিমানটিকে সুরক্ষিতভাবে অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে।

গত কয়েক দিনে ভারতীয় এয়ারলাইন সংস্থাগুলি প্রায় 40টি বিমান বোমা রাখার ভুয়ো খবর পায় ৷ প্রতিবারই তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি ৷ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অসামরিক বিমান মন্ত্রক ৷ এই ধরনের ভুয়ো হুমকির মোকাবিলায় কঠিনতম শাস্তির বন্দোবস্ত করা হবে বলে জানানো হয় মন্ত্রকের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.