ETV Bharat / bharat

অসমের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 25 লক্ষ মানুষ, জলের তলায় 30টি জেলা - Assam Flood Situation - ASSAM FLOOD SITUATION

Assam Flood 2024: অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি ৷ ক্ষতিগ্রস্ত 30টি জেলার প্রায় 25 লক্ষ মানুষ ৷ জলের জলায় বহু গ্রাম ৷ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের ৷

Assam flood
অসমের বন্যা পরিস্থিতি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 1:27 PM IST

গুয়াহাটি, 6 জুলাই: বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে অসমে । এরই সঙ্গে লাগাতার বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র নদ ও তার উপনদীগুলো জল বেড়ে ফুলে ফেঁপে উঠেছে । ব্রহ্মপুত্রের জল এলাকাগুলিতে প্রবেশ করেছে ৷ এর ফলে বহু গ্রাম এখনও জলের তলায় । রাজ্যে বন্যার কবলে পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে ৷ প্রাণহানি হয়েছে পশুদেরও ৷

রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যের 30টি জেলা এখনও বন্যার কবলে রয়েছে । এই 30টি জেলার 3618টি গ্রামের বিস্তীর্ণ এলাকা বন্যায় তলিয়ে গিয়েছে । 24.22 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । বন্যা কবলিত জেলাগুলি হল কামরূপ, করিমগঞ্জ, ধেমাজি, দারাং, ধুবরি, ডিব্রুগড়, কাছাড়, তিনসুকিয়া, লখিমপুর ইত্যাদি ।

Assam flood
জলের মধ্যেই সন্তানকে পিঠে নিয়ে মায়ের পারাপার (নিজস্ব ছবি)

ধুবরিতেই কেবল 7.7 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । এছাড়া বারপেটায় 1.39 লক্ষ, কাছাড়ে 1.75 লক্ষ, দারংয়ে 1.86 লক্ষ এবং মরিগাঁওয়ে 1.46 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং অন্যান্য মন্ত্রীরা পরিস্থিতি মূল্যায়ন করতে রাজ্যের বিভিন্ন বন্যা কবলিত জেলা পরিদর্শন করেছেন ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর তরফে প্রশাসনকে উদ্ধার ও ত্রাণের কাজে তৎপরতা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে ।

আঞ্চলিক হাওয়া অফিস 9 জুলাই পর্যন্ত অসমের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ৷ অসম ছাড়াও অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং নাগাল্যান্ডেও খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিসের তরফে মঙ্গলবার পর্যন্ত উচ্চ ও নিম্ন অসমের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে ।

Assam flood
ভেসে গিয়ে বহু বাড়ি (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, অসমের এই বন্যার প্রভাব পড়েছে ওয়ার্ল্ড হেরিটেজ কাজিরাঙা জাতীয় উদ্যানে ৷ বন্যায় ডুবে গিয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক ৷ আর তার জেরে 4টি হগ ডিয়ার বা হরিণের ডুবে মৃত্যু হয়েছে ৷ আরও অনেক বন্যপ্রাণী জলের তোড়ে ভেসে গিয়েছে ৷ যার মধ্যে 24টি বন্যপ্রাণীকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ উদ্ধার হওয়া জীবজন্তুগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ অসম বনদফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব অসমের 233টি বন্যপ্রাণ কেন্দ্রের মধ্যে 167টি বন্যায় ডুবে গিয়েছে ৷

গুয়াহাটি, 6 জুলাই: বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে অসমে । এরই সঙ্গে লাগাতার বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র নদ ও তার উপনদীগুলো জল বেড়ে ফুলে ফেঁপে উঠেছে । ব্রহ্মপুত্রের জল এলাকাগুলিতে প্রবেশ করেছে ৷ এর ফলে বহু গ্রাম এখনও জলের তলায় । রাজ্যে বন্যার কবলে পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে ৷ প্রাণহানি হয়েছে পশুদেরও ৷

রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যের 30টি জেলা এখনও বন্যার কবলে রয়েছে । এই 30টি জেলার 3618টি গ্রামের বিস্তীর্ণ এলাকা বন্যায় তলিয়ে গিয়েছে । 24.22 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । বন্যা কবলিত জেলাগুলি হল কামরূপ, করিমগঞ্জ, ধেমাজি, দারাং, ধুবরি, ডিব্রুগড়, কাছাড়, তিনসুকিয়া, লখিমপুর ইত্যাদি ।

Assam flood
জলের মধ্যেই সন্তানকে পিঠে নিয়ে মায়ের পারাপার (নিজস্ব ছবি)

ধুবরিতেই কেবল 7.7 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । এছাড়া বারপেটায় 1.39 লক্ষ, কাছাড়ে 1.75 লক্ষ, দারংয়ে 1.86 লক্ষ এবং মরিগাঁওয়ে 1.46 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং অন্যান্য মন্ত্রীরা পরিস্থিতি মূল্যায়ন করতে রাজ্যের বিভিন্ন বন্যা কবলিত জেলা পরিদর্শন করেছেন ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর তরফে প্রশাসনকে উদ্ধার ও ত্রাণের কাজে তৎপরতা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে ।

আঞ্চলিক হাওয়া অফিস 9 জুলাই পর্যন্ত অসমের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ৷ অসম ছাড়াও অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং নাগাল্যান্ডেও খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিসের তরফে মঙ্গলবার পর্যন্ত উচ্চ ও নিম্ন অসমের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে ।

Assam flood
ভেসে গিয়ে বহু বাড়ি (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, অসমের এই বন্যার প্রভাব পড়েছে ওয়ার্ল্ড হেরিটেজ কাজিরাঙা জাতীয় উদ্যানে ৷ বন্যায় ডুবে গিয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক ৷ আর তার জেরে 4টি হগ ডিয়ার বা হরিণের ডুবে মৃত্যু হয়েছে ৷ আরও অনেক বন্যপ্রাণী জলের তোড়ে ভেসে গিয়েছে ৷ যার মধ্যে 24টি বন্যপ্রাণীকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ উদ্ধার হওয়া জীবজন্তুগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ অসম বনদফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব অসমের 233টি বন্যপ্রাণ কেন্দ্রের মধ্যে 167টি বন্যায় ডুবে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.