নয়াদিল্লি, 15 মার্চ: লোকসভা ভোটের আগে ফের বড় সিদ্ধান্ত কেন্দ্রের ৷ রান্নার গ্যার পর এবার জ্বালানির দামও কমাল কেন্দ্রীয় সরকার ৷ পেট্রল, ডিজেলের দাম প্রতি লিটার দুই টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, "দেশবাসীকে স্বস্তি দিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটার 2 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।" সরকারি সূত্রে খবর, পেট্রল ডিজেলের নতুন দাম কার্যকরী 15 মার্চ অর্থাৎ শুক্রবার থেকেই। অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টার কারণে পেট্রলের দাম গত আড়াই বছরে দেশে প্রতি লিটারে প্রায় 15 টাকা এবং ডিজেলের দাম প্রায় 17 টাকা কমেছে। আমি এই সিদ্ধান্তের জন্য মোদিজীর প্রতি কৃতজ্ঞতা জানাই।"
এর আগে কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ছিল 105.94 টাকা ৷ দাম কমার পর পেট্রলের নতুন দাম লিটার প্রতি 103.94 টাকা আর ডিজেল 90.76 টাকা। ভোটের মুখে সম্প্রতি রান্নার গ্যাসের দাম 100 টাকা কমিয়েছে মোদি সরকার। কিন্তু প্রায় দু’বছর ধরে তেলের দাম যেমন চড়া হয়েছে, তেমনই এক জায়গায় কার্যত স্থির ছিল। পেট্রলের লিটার 100 টাকার উপরেই ছিল বরাবর। অন্যদিকে, ডিজেলের দামও 90 টাকার কম হয়নি ৷ লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগেই সেক্ষেত্রেও দাম কমল ৷
পেট্রল এবং ডিজেলের দাম লিটার প্রতি 2 টাকা কমানোর পরে সরকারকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম ৷ তিনি জানান, এলপিজির দাম বাড়ানো তারপরে নির্বাচনের ঠিক আগে কমানো, এর থেকে বিষয়টি স্পষ্ট বোঝা যায়। চিদাম্বরম বলেন, "আমি গত সপ্তাহে একটি সংবাদ মাধ্যমে বলেছিলাম, এবার পেট্রল এবং ডিজেলের দাম কমানো হবে। আজ সেটাই হল। বিজেপি সরকার এলপিজি সিলিন্ডারের দাম 700 টাকা বাড়িয়ে পরে নির্বাচনের প্রাক্কালে 100 টাকা কমিয়েছে ৷ সরকার কি বলবে যে, নির্বাচনের পরে ফের দাম বাড়ানো হবে না (যদি আবার বিজেপি ক্ষমতায় আসে) ?" অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় তেল মন্ত্রক জানিয়েছে, 15 মার্চ শুক্রবার সকাল ছ'টা থেকে পেট্রল, ডিজেলের দামের ক্ষেত্রে সংশোধিত মূল্য প্রযোজ্য হবে।
দিল্লিতে, পেট্রোলের দাম এখন 96.72 টাকা ৷ দাম কমার পর প্রতি লিটারে 94.72 টাকা এবং ডিজেলের দাম 89.62 টাকা থেকে কমে প্রতি লিটারে 87.62 টাকা হবে ৷ এলপিজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে 100 টাকা কমানোর ঘোষণার এক সপ্তাহ পরে দাম কমানো হল জ্বালানিরও।
আরও পড়ুন
এক টিকিটেই গ্রিন, ব্লু ও অরেঞ্জ লাইনে যাওয়ার সুবিধা; আরও সহজ মেট্রো পরিষেবা
এক ধাক্কায় অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম, নারী দিবসে মোদির উপহার