ETV Bharat / bharat

তিন দশক পর ভারতে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা, 'মিস ওয়ার্ল্ড' খেতাব এবার জিতবেন কে? নজর বিশ্ববাসীর - মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা

Miss World pageant 2024: ভারতে হতে চলেছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ৷ 28 বছর পর ভারতের মাটিতে এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে উচ্ছ্বসিত সকলেই ৷

Miss World pageant
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা নিয়ে সাংবাদিক সম্মেলন
author img

By PTI

Published : Feb 9, 2024, 10:42 PM IST

Updated : Feb 9, 2024, 10:49 PM IST

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি: সৌন্দর্য প্রতিযোগিতা এবার দেশের মাটিতে ৷ বিশ্বসুন্দরীর খেতাব জিতবেন কে তার নির্বাচন হতে চলেছে ভারতে ৷ 71তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু হতে চলেছে 18 ফেব্রুয়ারি থেকে ৷ চলবে 9 মার্চ পর্যন্ত ৷ প্রায় তিন দশক পর গৌরবময় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ভারত ৷

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান তথা সিইও জুলিয়া মরলে বলেন, "ভারতের প্রতি আমার ভালোবাসার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ 71তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ভারতে হওয়ার বিষয়টা আমার কাছে অনেক বড় ব্যাপার ৷ জামিল সাইদিকে ধন্যবাদ জানাতে চাই এই প্রতিযোগিতা ভারতে ফিরিয়ে আনার জন্য ৷ এর জন্য আমরা সবচেয়ে ভালো টিম তৈরি করেছি ৷"

প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার বলেন, "71তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ভারতে আয়োজিত হওয়ায় আমি খুবই উচ্ছ্বসিত ৷ নানা দেশ থেকে কত মেয়ে ভারতে আসবেন। ভারত নিয়ে কথা বলবেন। আর ভারতের আতিথেয়তা উপভোগ করবেন ৷ আর 6 বছর আগে আমি যে সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম এবার গোটা ভারতও সেই অভিজ্ঞতার সাক্ষী হবে ৷"

জানা গিয়েছে, 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (ITDC) ওপেনিং সেরেমনি এবং 'ইন্ডিয়া ওয়েলকস দ্য ওয়ার্ল্ড গালা' দিয়ে প্রতিযোগিতা শুরু হবে। অনুষ্ঠানের শেষ ভাগ অর্থাৎ ফাইনাল আয়োজিত হবে 9 মার্চ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ৷ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে বলে জানা গিয়েছে৷

প্রতিযোগিতাটি নয়াদিল্লির ভারত মণ্ডপম-সহ বিভিন্ন স্থান জুড়ে আয়োজিত হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 120 জন প্রতিযোগীকে বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের সেরাটা তুলে ধরতে দেখা যাবে ৷ এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বর্তমান বিশ্বসুন্দরী পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা, প্রাক্তন বিজয়ী টনি অ্যান সিং (জ্যামাইকা), ভেনেসা পন্স ডি লিওন (মেক্সিকো), মানুষী চিল্লার (ভারত) এবং স্টেফানি ডেল ভ্যালে ৷

উল্লেখ্য, 1996 সালে ভারত প্রথমবার আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করেছিল ৷ 2017 সালে শেষবার ভারত থেকে বিশ্বসুন্দরীর খেতাব জেতেন মানুষী চিল্লার ৷ এর আগে জিতেছেন রীতা ফারিয়া পাওয়েল, ঐশ্বরিয়া রাই বচ্চন, ডায়ানা হেডেন, যুক্তা মুখী এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ এবার বিশ্বসুন্দরীর মুকুট কার মাথায় ওঠে, নজর রয়েছে বিশ্ববাসীর ৷

আরও পড়ুন:

1. 'জম্মু-কাশ্মীরের সৌন্দর্য আমায় অবাক করেছে', মন্তব্য মিস ওয়ার্ল্ড ক্যারোলিনার

2. কানের লাল গালিচায় শুভ্রবসনা মানুষী, আত্মপ্রকাশে মুগ্ধ করলেন বিশ্বসুন্দরী

3. প্যারিস ফ্যাশন উইকের ব়্যাম্পে সোনালি দ্যুতি ছড়ালেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন, দেখুন ছবি

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি: সৌন্দর্য প্রতিযোগিতা এবার দেশের মাটিতে ৷ বিশ্বসুন্দরীর খেতাব জিতবেন কে তার নির্বাচন হতে চলেছে ভারতে ৷ 71তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু হতে চলেছে 18 ফেব্রুয়ারি থেকে ৷ চলবে 9 মার্চ পর্যন্ত ৷ প্রায় তিন দশক পর গৌরবময় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ভারত ৷

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান তথা সিইও জুলিয়া মরলে বলেন, "ভারতের প্রতি আমার ভালোবাসার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ 71তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ভারতে হওয়ার বিষয়টা আমার কাছে অনেক বড় ব্যাপার ৷ জামিল সাইদিকে ধন্যবাদ জানাতে চাই এই প্রতিযোগিতা ভারতে ফিরিয়ে আনার জন্য ৷ এর জন্য আমরা সবচেয়ে ভালো টিম তৈরি করেছি ৷"

প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার বলেন, "71তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ভারতে আয়োজিত হওয়ায় আমি খুবই উচ্ছ্বসিত ৷ নানা দেশ থেকে কত মেয়ে ভারতে আসবেন। ভারত নিয়ে কথা বলবেন। আর ভারতের আতিথেয়তা উপভোগ করবেন ৷ আর 6 বছর আগে আমি যে সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম এবার গোটা ভারতও সেই অভিজ্ঞতার সাক্ষী হবে ৷"

জানা গিয়েছে, 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (ITDC) ওপেনিং সেরেমনি এবং 'ইন্ডিয়া ওয়েলকস দ্য ওয়ার্ল্ড গালা' দিয়ে প্রতিযোগিতা শুরু হবে। অনুষ্ঠানের শেষ ভাগ অর্থাৎ ফাইনাল আয়োজিত হবে 9 মার্চ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ৷ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে বলে জানা গিয়েছে৷

প্রতিযোগিতাটি নয়াদিল্লির ভারত মণ্ডপম-সহ বিভিন্ন স্থান জুড়ে আয়োজিত হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 120 জন প্রতিযোগীকে বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের সেরাটা তুলে ধরতে দেখা যাবে ৷ এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বর্তমান বিশ্বসুন্দরী পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা, প্রাক্তন বিজয়ী টনি অ্যান সিং (জ্যামাইকা), ভেনেসা পন্স ডি লিওন (মেক্সিকো), মানুষী চিল্লার (ভারত) এবং স্টেফানি ডেল ভ্যালে ৷

উল্লেখ্য, 1996 সালে ভারত প্রথমবার আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করেছিল ৷ 2017 সালে শেষবার ভারত থেকে বিশ্বসুন্দরীর খেতাব জেতেন মানুষী চিল্লার ৷ এর আগে জিতেছেন রীতা ফারিয়া পাওয়েল, ঐশ্বরিয়া রাই বচ্চন, ডায়ানা হেডেন, যুক্তা মুখী এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ এবার বিশ্বসুন্দরীর মুকুট কার মাথায় ওঠে, নজর রয়েছে বিশ্ববাসীর ৷

আরও পড়ুন:

1. 'জম্মু-কাশ্মীরের সৌন্দর্য আমায় অবাক করেছে', মন্তব্য মিস ওয়ার্ল্ড ক্যারোলিনার

2. কানের লাল গালিচায় শুভ্রবসনা মানুষী, আত্মপ্রকাশে মুগ্ধ করলেন বিশ্বসুন্দরী

3. প্যারিস ফ্যাশন উইকের ব়্যাম্পে সোনালি দ্যুতি ছড়ালেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন, দেখুন ছবি

Last Updated : Feb 9, 2024, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.