ETV Bharat / bharat

'মোদিকে জেলে পাঠানো'র মন্তব্যে ডিগবাজি লালু-কন্যার, কী বললেন ? - Misa Comments on her PM Remark - MISA COMMENTS ON HER PM REMARK

Misa Bharti Comments on her PM Remark: 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জেলে পাঠানো' নিয়ে মন্তব্য থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন লালু-কন্যা মিসা ভারতী ৷ তিনি ঠিক কী বললেন ? জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 5:25 PM IST

পটনা, 12 এপ্রিল: 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জেলে পাঠানো' নিয়ে নিজের করা মন্তব্য থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের মেয়ে তথা পাটলিপুত্র লোকসভা আসনে দলের প্রার্থী মিসা ভারতী ৷ শুক্রবার তিনি বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জেলে পাঠানোর বিষয়ে তাঁর মন্তব্যকে বিকৃত করেছে সংবাদমাধ্যম ।

মিসার কথায়, "...আমি বলেছিলাম দুর্নীতিবাজরা জেলে যাবে । আমার বক্তব্যকে বিকৃত করা উচিত নয় । গণমাধ্যম যেন দেশের এজেন্ডা নির্ধারণ না করে; রাজনীতিবিদদের এজেন্ডা নির্ধারণ করতে দিন, তাঁরা ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে থাকুক, এজেন্ডা তাঁদেরই ঠিক করার কথা ।"

আরজেডি নেত্রী বলেন, তাঁর সম্পূর্ণ বক্তব্য দেখানো উচিত সংবাদমাধ্যমের কে মিসা ভারতী শুক্রবার পটনায় সাংবাদিকদের বলেন, "আমরা বলেছিলাম যে, যদি নির্বাচনী বন্ড নিয়ে তদন্ত হয়, তাহলে অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ।" পাশাপাশি তিনি বলেন, "মিডিয়া এজেন্ডা নির্ধারণ করতে পারে না । রাজনৈতিক দল (ক্ষমতায় থাকা) এবং বিরোধীদের এজেন্ডা নির্ধারণ করা উচিত এবং মিডিয়া যেভাবে এজেন্ডা নির্ধারণ করছে তা একেবারেই ভুল ৷"

মিসা আরও বলেন, "প্রধানমন্ত্রী এবং বিজেপি ক্রমাগত ইডি ও সিবিআইকে বিরোধীদের বিরুদ্ধে কাজ করিয়ে যাচ্ছেন । কোনও সমস্যা নেই (বিজেপির জন্য), প্রধানমন্ত্রীর কোনও সমস্যা নেই (কথা বলার)। আপনি (এমনকি) মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের কথা বলছেন ? আমার বক্তব্য ভুলভাবে তুলে ধরা হয়েছে । মিডিয়া বিজেপির এজেন্ডা নির্ধারণ করছে, এটা জনগণের সামনে কাজ করবে না ৷"

মিসা ভারতী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের রোড শো সম্পর্কে মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন যে, তিনি তাঁদের 'অভিভাবক'। মিসার কথায়, "যদি কেউ কর্মসংস্থান মোকাবিলায় কাজ করে থাকে, তবে তিনি হলেন (বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী) তেজস্বী যাদব এবং তাঁর প্রচেষ্টা সফল হয়েছে ৷" আরজেডি নেত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি ।

উল্লেখ্য, রবিবার মিসা ভারতী বলেছিলেন যে, 2024 সালের লোকসভা নির্বাচনের পরে যদি ইন্ডিয়া ব্লক ক্ষমতায় আসে, তবে "প্রধানমন্ত্রী মোদি থেকে শুরু করে বিজেপি নেতারা, সবাই কারাগারের পিছনে থাকবে ।"

আরও পড়ুন:

  1. দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ ! কেজরিওয়ালকে আশ্বস্ত করলেন প্রধান বিচারপতি
  2. 'কথা দিচ্ছি 4 জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে', হুঁশিয়ারি মোদির
  3. জেতার জন্য নয় দুর্নীতিগ্রস্তদের বাঁচাতেই ভোটের প্রচারে কংগ্রেস, দাবি প্রধানমন্ত্রীর

পটনা, 12 এপ্রিল: 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জেলে পাঠানো' নিয়ে নিজের করা মন্তব্য থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের মেয়ে তথা পাটলিপুত্র লোকসভা আসনে দলের প্রার্থী মিসা ভারতী ৷ শুক্রবার তিনি বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জেলে পাঠানোর বিষয়ে তাঁর মন্তব্যকে বিকৃত করেছে সংবাদমাধ্যম ।

মিসার কথায়, "...আমি বলেছিলাম দুর্নীতিবাজরা জেলে যাবে । আমার বক্তব্যকে বিকৃত করা উচিত নয় । গণমাধ্যম যেন দেশের এজেন্ডা নির্ধারণ না করে; রাজনীতিবিদদের এজেন্ডা নির্ধারণ করতে দিন, তাঁরা ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে থাকুক, এজেন্ডা তাঁদেরই ঠিক করার কথা ।"

আরজেডি নেত্রী বলেন, তাঁর সম্পূর্ণ বক্তব্য দেখানো উচিত সংবাদমাধ্যমের কে মিসা ভারতী শুক্রবার পটনায় সাংবাদিকদের বলেন, "আমরা বলেছিলাম যে, যদি নির্বাচনী বন্ড নিয়ে তদন্ত হয়, তাহলে অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ।" পাশাপাশি তিনি বলেন, "মিডিয়া এজেন্ডা নির্ধারণ করতে পারে না । রাজনৈতিক দল (ক্ষমতায় থাকা) এবং বিরোধীদের এজেন্ডা নির্ধারণ করা উচিত এবং মিডিয়া যেভাবে এজেন্ডা নির্ধারণ করছে তা একেবারেই ভুল ৷"

মিসা আরও বলেন, "প্রধানমন্ত্রী এবং বিজেপি ক্রমাগত ইডি ও সিবিআইকে বিরোধীদের বিরুদ্ধে কাজ করিয়ে যাচ্ছেন । কোনও সমস্যা নেই (বিজেপির জন্য), প্রধানমন্ত্রীর কোনও সমস্যা নেই (কথা বলার)। আপনি (এমনকি) মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের কথা বলছেন ? আমার বক্তব্য ভুলভাবে তুলে ধরা হয়েছে । মিডিয়া বিজেপির এজেন্ডা নির্ধারণ করছে, এটা জনগণের সামনে কাজ করবে না ৷"

মিসা ভারতী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের রোড শো সম্পর্কে মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন যে, তিনি তাঁদের 'অভিভাবক'। মিসার কথায়, "যদি কেউ কর্মসংস্থান মোকাবিলায় কাজ করে থাকে, তবে তিনি হলেন (বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী) তেজস্বী যাদব এবং তাঁর প্রচেষ্টা সফল হয়েছে ৷" আরজেডি নেত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি ।

উল্লেখ্য, রবিবার মিসা ভারতী বলেছিলেন যে, 2024 সালের লোকসভা নির্বাচনের পরে যদি ইন্ডিয়া ব্লক ক্ষমতায় আসে, তবে "প্রধানমন্ত্রী মোদি থেকে শুরু করে বিজেপি নেতারা, সবাই কারাগারের পিছনে থাকবে ।"

আরও পড়ুন:

  1. দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ ! কেজরিওয়ালকে আশ্বস্ত করলেন প্রধান বিচারপতি
  2. 'কথা দিচ্ছি 4 জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে', হুঁশিয়ারি মোদির
  3. জেতার জন্য নয় দুর্নীতিগ্রস্তদের বাঁচাতেই ভোটের প্রচারে কংগ্রেস, দাবি প্রধানমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.