ম্যাঙ্গালুরু, 8 মে: মেডিক্যাল কলেজে মহিলাদের শৌচালয়ে লুকিয়ে ভিডিয়ো রেকর্ড করার অভিযোগ উঠল ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 17 বছর বয়সি এক নাবালককে ৷ ঘটনাটি ঘটেছে ম্যাঙ্গালুরুর একটি মেডিক্যাল কলেজে ৷ রোগীর পরিচয়ে এসে অভিযুক্ত ফোনটি শৌচালয়ে লুকিয়ে রেখেছিল বলে জানা গিয়েছে ৷
বুধবার পুলিশ জানিয়েছে, 6 মে কলেজের সিকিউরিটি ম্যানেজার ওয়াশরুমের ভিতরে মোবাইল ফোনটি বাজতে শোনেন ৷ এরপরেই ঘটনাটি প্রকাশ্যে আসে । সিকিউরিটি ম্যানেজার রাজু জানান, সোমবার বিকেল সাড়ে তিনটের দিকে তিনি ভবনের প্রথম তলার লেডিস ওয়াশরুমের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভেতর থেকে ফোনের রিংটোন শুনতে পান । শৌচালয়ের ভেতরে গিয়ে তিনি কমোডের উপরের কাস্টের কাছে একটি মোবাইল ফোন দেখতে পান । ফোনের ক্যামেরা অন ছিল ৷ রাজু সঙ্গে সঙ্গে ম্যাঙ্গালুরু উত্তর থানায় অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ তদন্ত শুরু করে এবং ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে একজন নাবালককে গ্রেফতার করা হয় ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত নাবালক রোগীর পরিচয়ে ম্যাঙ্গালুরুর মেডিক্যাল কলেজে এসেছিল ৷ পরে মোবাইল ফোনটি শৌচালয়ের ভিতরে রেখে আসে বলে অভিযোগ । তাকে গ্রেফতার করে জুবুনিয়াল কোর্টে পেশ করা হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন সিটি পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল ।
প্রসঙ্গত, গত বছর এইরকম আর একটি ঘটনা প্রকাশ্যে আসে, যেখানে তিনজন মেডিক্যাল ছাত্রী তাদের কলেজের শৌচালয়ের ভিতরে একটি মোবাইল ফোনের ক্যামেরা অন করে রেখেছিল বলে অভিযোগ উঠেছিল । কয়েকদিন আগে শপিংমলের শৌচালয়ের ভিতরে ঢুকে মহিলা আইনজীবীর শ্লীলতাহানি ও তাঁকে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে ৷ ওই ঘটনায় গ্রেফতার হয় 31 বছর বয়সি নিরাপত্তারক্ষী ৷ ঘটনাটি ঘটেছিল মুম্বইয়ের আজাদ ময়দান থানা এলাকার একটি শপিংমলে ৷
আরও পড়ুন: