নয়াদিল্লি, 29 জুন: জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জন্য সুখবর ! বাহিনীর প্রত্যেক সদস্যের কঠোর পরিশ্রম এবং কাজের ঝুঁকিকে মান্যতা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এনডিআরএফ-এর প্রত্যেক সদস্য এবার থেকে তাঁদের বেতনের 40 শতাংশ 'আরএ' বা 'ঝুঁকি ভাতা' পাবে ৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘোষণা করেছেন ৷ উল্লেখ্য, হিমাচলপ্রদেশের 21 হাজার 625 ফুট উচ্চতার মাউন মানিরংগ জয় করেছে এনডিআরএফ-এর 35 সদস্যের একটি দল ৷ আজ তাঁদের অভিবাদন জানান হয় ৷ সেখানেই এই ঘোষণা করেন অমিত শাহ ৷
সম্প্রতি 'বিজয়' নামে একটি অভিযান চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 35 সদস্যের একটি দল ৷ সেই অভিযানের সাফল্য উদযাপনে এই ঘোষণা করা হয়েছে ৷ উল্লেখ্য, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সকল 16 হাজার সদস্য এই সুবিধা পাবেন ৷ অমিত শাহ বলেন, "গতকালই কেন্দ্রীয় সরকার এনডিআরএফ-এর 40 শতাংশ রিস্ক অ্যান্ড হার্ডশিপ অ্যালাওয়েন্স অনুমোদন করেছে ৷ এটা এনডিআরএফ-এর দীর্ঘদিনের দাবি ছিল, বাহিনীর সকল 16 হাজার সদস্য এই সুবিধা পাবেন ৷"
Sh. @AmitShah, Hon'ble Union Home Minister & Minister of Cooperation, graced the Flag In Ceremony of the NDRF 2nd Mountaineering Expedition " vijay" as the chief guest.
— NDRF 🇮🇳 (@NDRFHQ) June 29, 2024
hon'ble union home minister welcomed the ndrf team after their successful summit of mt. manirang peak. pic.twitter.com/RWof0vAcxZ
সরকারের তরফে জানানো হয়েছে, এনডিআরএফ-এর প্রত্যেক সদস্যকে তাঁদের বেতনের উপর নির্ভর করে এই অতিরিক্ত 40 শতাংশ টাকা দেওয়া হবে ৷ সেই সঙ্গে স্পেশাল ফোর্স, যেমন ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি-র সদস্যরা তাদের বেতনের 25 শতাংশ টাকা হার্ডশিপ অ্যালাওয়েন্স হিসেবে পাবে ৷
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এটি দ্বিতীয় পর্বতআরোহন অভিযান ছিল ৷ গত 1 জুন এনডিআরএফ-এর দলটি তাদের পতাকা নিয়ে রওনা দেয় ৷ মাউন্ট মানিরাংগ হিমাচল প্রদেশের কিন্নর এবং লাহোল স্পিতির সীমানায় অবস্থিত ৷ অমিত শাহ জানিয়েছেন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং এনডিআরএফের মতো বিশেষ বাহিনীকে স্পোর্টসে নিয়ে আসা হবে ৷ এই বাহিনীগুলির অন্তত একটি দল বছরে বাধ্যতামূলকভাবে জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে ৷