ETV Bharat / bharat

দিল্লির আলিপুরে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের 35টি ইঞ্জিন

প্লাস্টিক এবং কাগজের গুদামে আগুন ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 35টি ইঞ্জিন ৷ ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে আশেপাশের এলাকা ৷

Fire in Delhi
আলিপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2024, 9:13 AM IST

নয়াদিল্লি, 3 নভেম্বর: রাজধানীতে ভয়াবহ আগুন ৷ শনিবার নয়াদিল্লির একটি প্লাস্টিক এবং কাগজের গুদামে ব্যাপক আগুন লাগে । আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে । খবর পেয়ে দমকলের 35টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন খানিকটা নিয়ন্ত্রণে এসেছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গুদামে বিপুল পরিমাণে কাগজ ও প্লাস্টিক মজুত থাকায় অল্প সময়ের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে । আশেপাশের লোকজন প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ ঘটনাস্থলে আসে দমকলের 35টি ইঞ্জিন ৷ দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি । আগুন নিয়ন্ত্রণে আনার পর কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট হবে ।

সতর্কতা হিসেবে আশেপাশের গুদামগুলিও খালি করে দেওয়া হয়েছে । দমকল আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে দমকলের প্রথম অগ্রাধিকার হচ্ছে আগুন নিয়ন্ত্রণ করা । গুদামের দেয়ালগুলি জরাজীর্ণ, যা যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে । একইসঙ্গে গুদামটি কাগজ এবং রাসায়নিক সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে ৷ তবে সঠিক বিবরণ এখনও পাওয়া যায়নি। এর আগে শনিবারই গাজিয়াবাদের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে ।

Fire in Delhi
ঘটনাস্থলে দমকলের 35টি ইঞ্জিন (ইটিভি ভারত)

দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী এক্স (টুইটার) পোস্টে লিখেছেন যে, ঘটনাটি উদ্বেগজনক এবং তিনি ব্যক্তিগতভাবে এটি পর্যবেক্ষণ করছেন । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি সংশ্লিষ্ট জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করেছেন ৷ সমস্ত সম্ভাব্য সরকারী সহায়তা দেওয়া হচ্ছে । এ ঘটনায় এখনও হতাহতের খবর মেলেনি ।

আরও পড়ুন

নয়াদিল্লি, 3 নভেম্বর: রাজধানীতে ভয়াবহ আগুন ৷ শনিবার নয়াদিল্লির একটি প্লাস্টিক এবং কাগজের গুদামে ব্যাপক আগুন লাগে । আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে । খবর পেয়ে দমকলের 35টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন খানিকটা নিয়ন্ত্রণে এসেছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গুদামে বিপুল পরিমাণে কাগজ ও প্লাস্টিক মজুত থাকায় অল্প সময়ের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে । আশেপাশের লোকজন প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ ঘটনাস্থলে আসে দমকলের 35টি ইঞ্জিন ৷ দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি । আগুন নিয়ন্ত্রণে আনার পর কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট হবে ।

সতর্কতা হিসেবে আশেপাশের গুদামগুলিও খালি করে দেওয়া হয়েছে । দমকল আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে দমকলের প্রথম অগ্রাধিকার হচ্ছে আগুন নিয়ন্ত্রণ করা । গুদামের দেয়ালগুলি জরাজীর্ণ, যা যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে । একইসঙ্গে গুদামটি কাগজ এবং রাসায়নিক সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে ৷ তবে সঠিক বিবরণ এখনও পাওয়া যায়নি। এর আগে শনিবারই গাজিয়াবাদের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে ।

Fire in Delhi
ঘটনাস্থলে দমকলের 35টি ইঞ্জিন (ইটিভি ভারত)

দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী এক্স (টুইটার) পোস্টে লিখেছেন যে, ঘটনাটি উদ্বেগজনক এবং তিনি ব্যক্তিগতভাবে এটি পর্যবেক্ষণ করছেন । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি সংশ্লিষ্ট জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করেছেন ৷ সমস্ত সম্ভাব্য সরকারী সহায়তা দেওয়া হচ্ছে । এ ঘটনায় এখনও হতাহতের খবর মেলেনি ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.