কাঙ্কের (ছত্তিশগড়), 17 মার্চ: গুলি থেকে নিজেদেরকে বাঁচাতে দেশীয় বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করছে মাওবাদীরা । এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে ৷ শনিবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলার কোয়ালীবেড়া এলাকায় পুলিশ ও বিএসএফ জওয়ানদের যৌথ অভিযানে মাওবাদীদের সঙ্গে এনকাউন্টার হয় ৷ এই এনকাউন্টারের পরে পুলিশ নিহত মাওবাদীদের দেহ এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে । উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে তিনটি গুলির চিহ্ন-সহ একটি প্লেটও পাওয়া গিয়েছে । মনে করা হচ্ছে, মাওবাদীরা এটিকে দেশীয় বুলেট প্রুফ জ্যাকেট হিসেবে ব্যবহার করছে ।
কাঙ্কের পুলিশ সুপার ইন্দিরা কল্যাণ এলিসেলা ইটিভি ভারতকে বলেন, "এনকাউন্টার স্থলে তল্লাশির সময় অনেক জিনিস উদ্ধার করা হয়েছে । তার মধ্যে এমন একটি জিনিসও পাওয়া গিয়েছে যা দেখে মানুষ অবাক হয়ে যাবে । সাধারণত এটি দেখা যায় না । জওয়ানরা বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করেন, কিন্তু এখন মাওবাদীরাও জওয়ানদের গুলি থেকে বাঁচতে দেশীয় বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করছে ।"
তিনি জানান, একটা মোটা কাপড় ভাঁজ করে সামনে একটা প্লেট রাখা হয়েছে । যেখানে তিনটি গুলির চিহ্ন রয়েছে । তা দেখে মনে হচ্ছে মাওবাদীরা এটিকে বুলেট প্রুফ জ্যাকেটের মতো ব্যবহার করছে গুলি থেকে নিজেদের রক্ষা করতে ।
জানা গিয়েছে, শনিবার মাওবাদীদের জমায়েতের খবর পায় পুলিশ । এরপরেই ডিআরজি এবং বিএসএফের যৌথ দল কাঙ্কেরের জঙ্গলে পৌঁছয় । সেখানে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ হয় । এনকাউন্টারে পুলিশ ও জওয়ানদের কোনও ক্ষতি হয়নি, তবে এক মাওবাদীর মৃত্যু হয়েছে । নিহত মাওবাদী 5 নম্বর কোম্পানির কমান্ডার ৷ যার নাম মানকার বলে জানা গিয়েছে । তিনি তাডোকি থানা এলাকার মালামেটা গ্রামের বাসিন্দা ছিলেন । নিহত মাওবাদীদের মাথার দাম রাখা ছিল 8 লক্ষ টাকা করে ৷
আরও পড়ুন: