কাওয়ার্ধা (ছত্তিশগড়), 20 মে: ছত্তিশগড়ে তেঁতুল পাতা নিয়ে ফেরার সময় 20 ফুট খাদে উলটে গেল ডাম্পার ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 19 জনের ৷ আহত হয়েছেন 8 জন ৷ নিহতদের মধ্যে রয়েছেন 17 জন মহিলাও ৷ জানা গিয়েছে, ওই ডাম্পারে মোট 25 জন আদিবাসী যাত্রী ছিলেন ৷ তাঁরা সকলে বাইগা আদিবাসী সম্প্রদায়ের বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কাওয়ার্ধার কুকদুর থানা এলাকার বাহপানি গ্রামের কাছে। ঘটনায় মৃতদের পরিবার-পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। আহতদেরও 50 হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।
সেমহারা গ্রামের বাইগা আদিবাসী সম্প্রদায়ের লোকজন জঙ্গল থেকে তেঁতুল ও তেঁতুল পাতা নিয়ে ফিরছিলেন। ফেরার সময় তাদের ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে 20 ফুট গর্তে গিয়ে পড়ে যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত 19 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন 7 জন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই, পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
কাওয়ার্ধা থানার এসপি, অভিষেক পল্লভ বলেন, "পিকআপ গাড়িতে মোট 25 জন ছিলেন। এর মধ্যে 18 জন মহিলা এবং একজন পুরুষ মারা গিয়েছেন। আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।"
উল্লেখ্য, এর আগেও 9 এপ্রিল ছত্তিশগড়ের দুর্গ জেলার কুমহারি থানা এলাকায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছিল । কেডিয়া কোম্পানির কর্মীদের নিয়ে যাওয়ার সময় একটি বাস নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে 25 ফুট গভীর খাদে উলটে গিয়েছিল । এই দুর্ঘটনায় 13 জনের মৃত্যু হয়েছিল এবং 17 জন আহত হন । সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে ফের পথ দুর্ঘটনা 19 জনের প্রাণ কাড়ল ছত্তিশগড়ে ৷
আরও পড়ুন: