ETV Bharat / bharat

সঙ্গীতানুষ্ঠানের মাঝেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ ! বিহারে গুরুতর আহত 100 - Balcony Collapsed in Bihar

Balcony Collapse In Chapra: বিহারের ছাপড়ায় বড়সড় দুর্ঘটনা ঘটেছে । সঙ্গীতানুষ্ঠান চলাকালীন বাড়ির ছাদ ভেঙে পড়ে আহত বেশ প্রায় একশো মানুষ ৷ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 7:18 PM IST

Balcony Collapse In Chapra
বিহারের দুর্ঘটনায় আহত বহু (ইটিভি ভারত)

সরন (বিহার), 4 সেপ্টেম্বর: হাথরাসের ছায়া এবারে বিহারে ! তবে প্রেক্ষাপটে খানিক পার্থক্য রয়েছে ৷ 'মিউজিক শো' চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টিনের তৈরি বাড়ির ছাদ ৷ ঘটনায় গুরুতর আহত প্রায় 100 জন দর্শক ৷ মঙ্গলবার রাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে বিহারের ছাপড়া জেলার ইসুয়াপুর এলাকায় ৷

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ (ইটিভি ভারত)

প্রতি বছরের মতো এবছরও ভিমাবির মেলা ঝান্ডা যাত্রা উপলক্ষে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সঙ্গীতানুষ্ঠান দেখতে মেলা প্রাঙ্গনে ভিড় জমায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা একশোরও বেশি মানুষ ৷ মঞ্চের সামনের মাঠে, অনুষ্টানস্থল সংলগ্ন বাড়ির ছাদ, বারান্দা, এমনকী অনুষ্ঠান দেখতে গাছের উপরেও চড়ে বসেন দর্শকরা ৷ পুলিশ জানায়, অনুষ্ঠান চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে একটি টিনের ছাদ ৷ ছাদের উপর বহু দর্শক বসেছিলেন ৷ দুর্বল ছাদ এতবেশি মানুষের ভার ধরে রাখতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বলে জানায় পুলিশ ৷ ঘটনায় প্রাণে বাঁচার হুড়োহুড়িতেও অনেকে আহত হয়েছেন ৷

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছয় পুলিশ ৷ ছাদের ভগ্নাবশেষ সরিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ শারীরিক অবস্থার অবনতি ঘটায় আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ইসুয়াপুর স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরীত করা হয় ৷ বাকিদের মধ্যে আরও কয়েকজন এই মুহূর্তে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ প্রত্যক্ষদর্শীদের মতে ছাদের উপর নাচানাচি করাতেই এই বিপত্তি ৷ সেই সঙ্গে, অনুষ্ঠানের আয়োজকদের গাফিলতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ইতিমধ্যেই, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগে উত্তরপ্রদেশের হাথরাসে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ঠ হয়ে মারা যান একশোরও বেশি মানুষ ৷ মৃতদের মধ্য়ে শিশু ও মহিলাও ছিলেন ৷ আহত হয় আরও বেশ কয়েকজন ৷ ঘটনার তদন্তে উঠে আসে প্রশাসনিক গাফিলতির একাধিক তথ্য ৷ সেই সঙ্গে, অনুষ্ঠানের আয়োজকদেরও গাফিলতি কম ছিল না ৷

সরন (বিহার), 4 সেপ্টেম্বর: হাথরাসের ছায়া এবারে বিহারে ! তবে প্রেক্ষাপটে খানিক পার্থক্য রয়েছে ৷ 'মিউজিক শো' চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টিনের তৈরি বাড়ির ছাদ ৷ ঘটনায় গুরুতর আহত প্রায় 100 জন দর্শক ৷ মঙ্গলবার রাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে বিহারের ছাপড়া জেলার ইসুয়াপুর এলাকায় ৷

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ (ইটিভি ভারত)

প্রতি বছরের মতো এবছরও ভিমাবির মেলা ঝান্ডা যাত্রা উপলক্ষে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সঙ্গীতানুষ্ঠান দেখতে মেলা প্রাঙ্গনে ভিড় জমায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা একশোরও বেশি মানুষ ৷ মঞ্চের সামনের মাঠে, অনুষ্টানস্থল সংলগ্ন বাড়ির ছাদ, বারান্দা, এমনকী অনুষ্ঠান দেখতে গাছের উপরেও চড়ে বসেন দর্শকরা ৷ পুলিশ জানায়, অনুষ্ঠান চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে একটি টিনের ছাদ ৷ ছাদের উপর বহু দর্শক বসেছিলেন ৷ দুর্বল ছাদ এতবেশি মানুষের ভার ধরে রাখতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বলে জানায় পুলিশ ৷ ঘটনায় প্রাণে বাঁচার হুড়োহুড়িতেও অনেকে আহত হয়েছেন ৷

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছয় পুলিশ ৷ ছাদের ভগ্নাবশেষ সরিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ শারীরিক অবস্থার অবনতি ঘটায় আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ইসুয়াপুর স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরীত করা হয় ৷ বাকিদের মধ্যে আরও কয়েকজন এই মুহূর্তে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ প্রত্যক্ষদর্শীদের মতে ছাদের উপর নাচানাচি করাতেই এই বিপত্তি ৷ সেই সঙ্গে, অনুষ্ঠানের আয়োজকদের গাফিলতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ইতিমধ্যেই, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগে উত্তরপ্রদেশের হাথরাসে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ঠ হয়ে মারা যান একশোরও বেশি মানুষ ৷ মৃতদের মধ্য়ে শিশু ও মহিলাও ছিলেন ৷ আহত হয় আরও বেশ কয়েকজন ৷ ঘটনার তদন্তে উঠে আসে প্রশাসনিক গাফিলতির একাধিক তথ্য ৷ সেই সঙ্গে, অনুষ্ঠানের আয়োজকদেরও গাফিলতি কম ছিল না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.