উনা (হিমাচলপ্রদেশ), 11 অগস্ট: পঞ্জাব-হিমাচল সীমান্তের কাছে জেজো খাদ এলাকায় বন্যায় ভেসে গেল বিয়েবাড়ির একটি গাড়ি ৷ হিমাচলের মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সুখু জানিয়েছেন, ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ গাড়িটিতে বেশ কয়েকজন ছিলেন ৷ একজন যুবক কোনও মতে সাঁতরে পাড়ে চলে আসেন ৷ দু'জনের এখনও কোনও খোঁজ নেই । বিয়েবাড়ির গাড়িটি হোসিয়ারপুর জেলার মহলপুরে যাচ্ছিল ৷
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মর্মান্তিক এই দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে 8 জনের দেহ উদ্ধার করা গিয়েছে ৷ পঞ্জাব পুলিশের তরফে অবশ্য সরকারিভাবে কিছু জানান হয়নি ৷ দুর্ঘটনার সময় গাড়িতে থাকা এক যুবক কোনওমতে বেরিয়ে আসেন এবং তিনি সাঁতার কেটে পাড়ে ওঠেন ৷ তাঁকে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷
ऊना ज़िले के देहलां गांव के निवासी लगभग 9 लोगों के जेजो (हिमाचल- पंजाब बॉर्डर) के पास तेज पानी के बहाव के कारण हादसे का शिकार होने की ख़बर अत्यंत दुःखद है।
— Sukhvinder Singh Sukhu (@SukhuSukhvinder) August 11, 2024
मैं स्थानीय प्रशासन के संपर्क में हूँ। राहत और बचाव कार्य जारी है। प्रभावित परिवारों को हर संभव सहायता देने के निर्देश दिए…
এই ঘটনায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু এবং উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী শোকপ্রকাশ করেছেন ৷ পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ সুখবিন্দর সুখু এক্স হ্যান্ডেলে লিখেছেন, "হিমাচল-পঞ্জাব সীমানা এলাকার জেজো খাদে জলের তীব্র স্রোতের কারণে উনা জেলার দেহলান গ্রামের 9 জনকে নিয়ে একটি গাড়ি ভেসে যায় ৷ আমি এই ঘটনার পর স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি ৷ উদ্ধার কাজ চলছে ৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্যের জন্য নির্দেশ দিয়েছি ৷ নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের পরিজনদের প্রতি আমার সমবেদনা জানাই ৷"
এনিয়ে উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী বলেন, "এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্র উদ্ধারকারী দল ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ৷ তল্লাশি ও উদ্ধার কাজ জারি রয়েছে ৷ এই দুর্ঘটনা খুবই দুর্ভাগ্যজনক ৷" তিনি আরও জানান, বন্যার কারণে বাথু-বাথডি এলাকায় ধ্বংসাত্বক দৃশ্য ধরা পড়েছে ৷ এনিয়ে প্রশাসনকে সতর্ক করা হয়েছে ৷ গাড়িতে সওয়ার 9 জনের পরিচয় জানা গিয়েছে ৷ তাঁরা হলেন, দীপক, সুরজিৎ, পরমজিৎ কৌর, স্বরূপ চাঁদ, বিন্দর, শিন্নো, ভাবনা (18), অঞ্জু (20), হরমিত (12), সবাই মহলপুরের কাছে দেহলানের বাসিন্দা ৷