ETV Bharat / bharat

বন্যায় ভেসে গেল বিয়েবাড়ির গাড়ি, মৃত্যু কমপক্ষে 9 জনের - CAR SWEPT AWAY BY FLOOD - CAR SWEPT AWAY BY FLOOD

Flood Swept Away Car in Punjab: পঞ্জাবের হোসিয়ারপুর জেলার জেজো খাদ গ্রামে বন্যায় ভেসে গেল বরযাত্রীর একটি গাড়ি ৷ আর তার জেরে গাড়িতে থাকা বরযাত্রী কেবল একজন সদস্য প্রাণে বেঁচেছেন ৷ দু'জনের এখনও কোনও খোঁজ নেই । বাকিদের মৃত্যু হয়েছে বলে খবর ৷ গাড়িটি হিমাচল প্রদেশের উনা জেলা থেকে এসেছিল ৷

Flood Swept Away Car in Punjab
পঞ্জাবে বন্যায় বিয়েবাড়ির গাড়ি ভেসে গিয়ে 9 জনের মৃত্যু ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 8:26 PM IST

Updated : Aug 11, 2024, 9:08 PM IST

উনা (হিমাচলপ্রদেশ), 11 অগস্ট: পঞ্জাব-হিমাচল সীমান্তের কাছে জেজো খাদ এলাকায় বন্যায় ভেসে গেল বিয়েবাড়ির একটি গাড়ি ৷ হিমাচলের মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সুখু জানিয়েছেন, ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ গাড়িটিতে বেশ কয়েকজন ছিলেন ৷ একজন যুবক কোনও মতে সাঁতরে পাড়ে চলে আসেন ৷ দু'জনের এখনও কোনও খোঁজ নেই । বিয়েবাড়ির গাড়িটি হোসিয়ারপুর জেলার মহলপুরে যাচ্ছিল ৷

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মর্মান্তিক এই দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে 8 জনের দেহ উদ্ধার করা গিয়েছে ৷ পঞ্জাব পুলিশের তরফে অবশ্য সরকারিভাবে কিছু জানান হয়নি ৷ দুর্ঘটনার সময় গাড়িতে থাকা এক যুবক কোনওমতে বেরিয়ে আসেন এবং তিনি সাঁতার কেটে পাড়ে ওঠেন ৷ তাঁকে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷

এই ঘটনায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু এবং উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী শোকপ্রকাশ করেছেন ৷ পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ সুখবিন্দর সুখু এক্স হ্যান্ডেলে লিখেছেন, "হিমাচল-পঞ্জাব সীমানা এলাকার জেজো খাদে জলের তীব্র স্রোতের কারণে উনা জেলার দেহলান গ্রামের 9 জনকে নিয়ে একটি গাড়ি ভেসে যায় ৷ আমি এই ঘটনার পর স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি ৷ উদ্ধার কাজ চলছে ৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্যের জন্য নির্দেশ দিয়েছি ৷ নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের পরিজনদের প্রতি আমার সমবেদনা জানাই ৷"

এনিয়ে উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী বলেন, "এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্র উদ্ধারকারী দল ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ৷ তল্লাশি ও উদ্ধার কাজ জারি রয়েছে ৷ এই দুর্ঘটনা খুবই দুর্ভাগ্যজনক ৷" তিনি আরও জানান, বন্যার কারণে বাথু-বাথডি এলাকায় ধ্বংসাত্বক দৃশ্য ধরা পড়েছে ৷ এনিয়ে প্রশাসনকে সতর্ক করা হয়েছে ৷ গাড়িতে সওয়ার 9 জনের পরিচয় জানা গিয়েছে ৷ তাঁরা হলেন, দীপক, সুরজিৎ, পরমজিৎ কৌর, স্বরূপ চাঁদ, বিন্দর, শিন্নো, ভাবনা (18), অঞ্জু (20), হরমিত (12), সবাই মহলপুরের কাছে দেহলানের বাসিন্দা ৷

উনা (হিমাচলপ্রদেশ), 11 অগস্ট: পঞ্জাব-হিমাচল সীমান্তের কাছে জেজো খাদ এলাকায় বন্যায় ভেসে গেল বিয়েবাড়ির একটি গাড়ি ৷ হিমাচলের মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সুখু জানিয়েছেন, ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ গাড়িটিতে বেশ কয়েকজন ছিলেন ৷ একজন যুবক কোনও মতে সাঁতরে পাড়ে চলে আসেন ৷ দু'জনের এখনও কোনও খোঁজ নেই । বিয়েবাড়ির গাড়িটি হোসিয়ারপুর জেলার মহলপুরে যাচ্ছিল ৷

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মর্মান্তিক এই দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে 8 জনের দেহ উদ্ধার করা গিয়েছে ৷ পঞ্জাব পুলিশের তরফে অবশ্য সরকারিভাবে কিছু জানান হয়নি ৷ দুর্ঘটনার সময় গাড়িতে থাকা এক যুবক কোনওমতে বেরিয়ে আসেন এবং তিনি সাঁতার কেটে পাড়ে ওঠেন ৷ তাঁকে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷

এই ঘটনায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু এবং উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী শোকপ্রকাশ করেছেন ৷ পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ সুখবিন্দর সুখু এক্স হ্যান্ডেলে লিখেছেন, "হিমাচল-পঞ্জাব সীমানা এলাকার জেজো খাদে জলের তীব্র স্রোতের কারণে উনা জেলার দেহলান গ্রামের 9 জনকে নিয়ে একটি গাড়ি ভেসে যায় ৷ আমি এই ঘটনার পর স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি ৷ উদ্ধার কাজ চলছে ৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্যের জন্য নির্দেশ দিয়েছি ৷ নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের পরিজনদের প্রতি আমার সমবেদনা জানাই ৷"

এনিয়ে উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী বলেন, "এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্র উদ্ধারকারী দল ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ৷ তল্লাশি ও উদ্ধার কাজ জারি রয়েছে ৷ এই দুর্ঘটনা খুবই দুর্ভাগ্যজনক ৷" তিনি আরও জানান, বন্যার কারণে বাথু-বাথডি এলাকায় ধ্বংসাত্বক দৃশ্য ধরা পড়েছে ৷ এনিয়ে প্রশাসনকে সতর্ক করা হয়েছে ৷ গাড়িতে সওয়ার 9 জনের পরিচয় জানা গিয়েছে ৷ তাঁরা হলেন, দীপক, সুরজিৎ, পরমজিৎ কৌর, স্বরূপ চাঁদ, বিন্দর, শিন্নো, ভাবনা (18), অঞ্জু (20), হরমিত (12), সবাই মহলপুরের কাছে দেহলানের বাসিন্দা ৷

Last Updated : Aug 11, 2024, 9:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.