ETV Bharat / bharat

কুকি-মেইতির মধ্যে সংঘর্ষের মাঝে মৃত্যু মহিলার, উত্তপ্ত মণিপুর - Fresh Violence in Manipur - FRESH VIOLENCE IN MANIPUR

Violence in Manipur: গত বছরের মে মাসে কুকি-মেইতেই জনজাতির মধ্যে যে সংঘর্ষের আগুন জ্বলেছিল, তা এখনও নেভেনি ৷ সম্প্রতি ড্রোন ও মিসাইল হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ এই সংঘর্ষের মাঝে পড়ে এক মহিলার মৃত্যু হল ৷

Manipur Violence
মণিপুরে সংঘর্ষ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 4:59 PM IST

ইম্ফল, 10 সেপ্টেম্বর: উত্তপ্ত মণিপুরে হিংসার আগুন এখনও জ্বলছে ৷ মেইতেই ও কুকি জনজাতির মধ্যে সংঘর্ষের জেরে মঙ্গলবার মৃত্যু হয়েছে এক মহিলার ৷ সরকারি সূত্রে খবর, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কাংগপোকপি জেলার প্রত্যন্ত থাংগবুহ গ্রামে ৷ এনিয়ে সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলা-সহ হিংসার ঘটনায় কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা বেড়ে হয়েছে 12 ৷ এই পরিস্থিতিতে কংগ্রেস মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ইস্তফা দাবি করেছে ৷

গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ৷ স্থানীয়রা কাছাকাছি জঙ্গলে পালিয়ে যায় বলে জানা গিয়েছে সরকারি সূত্রে ৷ মৃত মহিলার নাম নেমজাখোল লুংগডিম (46) ৷ চূড়াচন্দ্রপুর জেলা হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, রবিবার রাতে মেইতি এবং কুকি জনজাতির মধ্যে সংঘর্ষের সময় দু'পক্ষের মধ্যে বোম ছোড়াছুড়ি চলছিল ৷ এমনকী স্থানীয় স্কুলে থাকা সিআরপিএফ নিরাপত্তা কর্মী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছিল বলে জানা গিয়েছে ৷

এদিকে নতুন করে সংঘর্ষের ঘটনার পর মণিপুরের পড়ুয়ারাও পথে নেমেছে ৷ সোমবার তাঁরা মণিপুর সেক্রেটারিয়েট এবং রাজভবনের সামনে বিক্ষোভ দেখায় ৷ ড্রোন-মিসাইল হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতারির দাবিতে এই প্রতিবাদ-বিক্ষোভ ৷ 'মণিপুর দীর্ঘজীবী হোক', 'অযোগ্য বিধায়কদের পদত্যাগ চাই' স্লোগান দিতে থাকে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা ৷ পরে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং গভর্নর এল আচার্যের সঙ্গে দেখা করেন ৷

বিক্ষুব্ধ পড়ুয়ারা পরে সাংবাদিকদের জানান, তাঁরা 6 দফা দাবি পেশ করেছেন রাজ্যপালের কাছে ৷ তার মধ্যে অন্যতম ডিজিপি এবং সরকারের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ ৷ তাঁরা এই হিংসা রুখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে পড়ুয়ারা ৷

ইম্ফল, 10 সেপ্টেম্বর: উত্তপ্ত মণিপুরে হিংসার আগুন এখনও জ্বলছে ৷ মেইতেই ও কুকি জনজাতির মধ্যে সংঘর্ষের জেরে মঙ্গলবার মৃত্যু হয়েছে এক মহিলার ৷ সরকারি সূত্রে খবর, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কাংগপোকপি জেলার প্রত্যন্ত থাংগবুহ গ্রামে ৷ এনিয়ে সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলা-সহ হিংসার ঘটনায় কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা বেড়ে হয়েছে 12 ৷ এই পরিস্থিতিতে কংগ্রেস মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ইস্তফা দাবি করেছে ৷

গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ৷ স্থানীয়রা কাছাকাছি জঙ্গলে পালিয়ে যায় বলে জানা গিয়েছে সরকারি সূত্রে ৷ মৃত মহিলার নাম নেমজাখোল লুংগডিম (46) ৷ চূড়াচন্দ্রপুর জেলা হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, রবিবার রাতে মেইতি এবং কুকি জনজাতির মধ্যে সংঘর্ষের সময় দু'পক্ষের মধ্যে বোম ছোড়াছুড়ি চলছিল ৷ এমনকী স্থানীয় স্কুলে থাকা সিআরপিএফ নিরাপত্তা কর্মী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছিল বলে জানা গিয়েছে ৷

এদিকে নতুন করে সংঘর্ষের ঘটনার পর মণিপুরের পড়ুয়ারাও পথে নেমেছে ৷ সোমবার তাঁরা মণিপুর সেক্রেটারিয়েট এবং রাজভবনের সামনে বিক্ষোভ দেখায় ৷ ড্রোন-মিসাইল হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতারির দাবিতে এই প্রতিবাদ-বিক্ষোভ ৷ 'মণিপুর দীর্ঘজীবী হোক', 'অযোগ্য বিধায়কদের পদত্যাগ চাই' স্লোগান দিতে থাকে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা ৷ পরে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং গভর্নর এল আচার্যের সঙ্গে দেখা করেন ৷

বিক্ষুব্ধ পড়ুয়ারা পরে সাংবাদিকদের জানান, তাঁরা 6 দফা দাবি পেশ করেছেন রাজ্যপালের কাছে ৷ তার মধ্যে অন্যতম ডিজিপি এবং সরকারের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ ৷ তাঁরা এই হিংসা রুখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে পড়ুয়ারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.