নয়াদিল্লি, 29 মে: ফের বিতর্কে কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার ৷ 1962 সালে চিন ভারতের জমি দখল করেছিল বলে অভিযোগ, তাঁর এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে ৷ মঙ্গলবার করা তাঁর এই মন্তব্য স্বাভাবিক জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে ৷ লোকসভা নির্বাচনের শেষ দফার আগে সুযোগ হাতছাড়া করেনি বিজেপিও ৷ এই মন্তব্যকে ‘সংশোধনের নির্লজ্জ প্রচেষ্টা’ বলে উল্লেখ করেছে গেরুয়া শিবির ৷
যদিও আয়ারের এই মন্তব্য নিয়ে কংগ্রেস দূরত্ব তৈরি করতে শুরু করেছে ৷ তবে আয়ারের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ এই নিয়ে রমেশ আবার পালটা তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ৷ তাঁর দাবি, 2020 সালের মে মাসে প্রধানমন্ত্রীই জানিয়েছিলেন যে চিন ভারতের কোনও জমি দখল করেনি ৷
আরও পড়ুন:
উল্লেখ্য, মঙ্গলবার নয়াদিল্লির ফরেন করসপডেন্স ক্লাবে মণিশঙ্কর আয়ারের লেখা ‘নেহরু’স ফার্স্ট রিক্রট’ বইটির উদ্বোধন ছিল ৷ সেই বই প্রকাশ অনুষ্ঠানে তাঁর বক্তব্য়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "...1962 সালের অক্টোবরে, চিনারা ভারত আক্রমণ করেছিল বলে অভিযোগ ।" পরে অবশ্য আয়ার বলেন, "আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে 'চিনা আগ্রাসনের' আগে ভুলভাবে 'অভিযোগ' শব্দটি ব্যবহার করার জন্য আমি ক্ষমাপ্রার্থী ।"
এই নিয়ে সোশাল মিডিয়ায় কংগ্রেসের এই নেতার বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ কংগ্রেসের চিন-প্রেমই এই মন্তব্যের কারণ ৷ এই নিয়ে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরু থেকে বর্তমানের কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধেও তোপ দেগেছেন ৷ ইউপিএ সরকারের আমলে চিন থেকে আমদানি করা সামগ্রী জেরে ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও তাঁর অভিযোগ ৷ তাঁর আরও দাবি, এখন মণিশঙ্কর এই মন্তব্যের চিনকে ‘নির্দোষ’ প্রমাণ করতে চাইছে ৷
আরও পড়ুন: