ETV Bharat / bharat

10টি ফৌজদারি মামলায় ওয়ান্টেড, এনকাউন্টারে নিকেশ দুষ্কৃতী - BIHAR STF ENCOUNTER

গুলি বিনিময়ে এসটিএফ-এর এক সাব-ইন্সপেক্টরও আহত হয়েছেন বলেও জানান ওই আধিকারিক।

BIHAR STF ENCOUNTER
এনকাউন্টারে নিকেশ দুষ্কৃতী (প্রতীকী ছবি)
author img

By PTI

Published : Dec 14, 2024, 1:59 PM IST

পটনা, 14 ডিসেম্বর: বিহার ও হরিয়ানায় ব্যাঙ্ক ডাকাতি-সহ 10টিরও বেশি ফৌজদারি মামলায় ওয়ান্টেড ছিল ওই ব্যক্তি ৷ পটনা জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে তার ৷ এনকাউন্টারে নিহত হয়েছে আকাশ যাদব নামে ওই দুষ্কৃতী ৷ শনিবার এমনটাই জানিয়েছে পুলিশ।

বুধবার রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অফিসারদের সঙ্গে একটি অপরাধ চক্রের সদস্যদের মধ্যে গুলি বিনিময় হয় জক্কনপুর এলাকায় ৷ সেই সংঘর্ষেই আকাশ যাদব ওরফে অজয় ​​রাইয়ের মৃত্যু হয়েছে বলে অফিসাররা জানিয়েছেন। গুলি বিনিময়ে এসটিএফ-এর এক সাব-ইন্সপেক্টরও আহত হয়েছেন বলেও জানান ওই আধিকারিক।

এসটিএফ-এর ওই অফিসার বলেন, "আমরা তথ্য পেয়েছিলাম যে, অজয় রাই এবং তার সহযোগীরা জক্কনপুর এলাকায় একটি নির্দিষ্ট স্থানে লুকিয়ে রয়েছে ৷ সেই তথ্য অনুযায়ী এসটিএফ-এর একটি দল সেখানে পৌঁছয়। অপরাধী চক্রের সদস্যরা পুলিশ দলকে দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে ৷ পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে দুষ্কৃতীরা ৷" বিহার পুলিশের অতিরিক্ত ডিজি (অপারেশন) অমৃত রাজ পিটিআই-কে বলেন, "পুলিশ কর্মীরা গুলির পাল্টা জবাব দেয়। অজয় রাই এবং একজন সাব-ইন্সপেক্টর ঘটনায় গুলিবিদ্ধ হন। দু'জনকেই নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই অজয় রাইয়ের মৃত্যু হয়েছে।"

এডিজি আরও জানান, আহত পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ তিনি এখন স্থিতিশীল বলেও জানা গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, বেশ কয়েকটি কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। যদিও অজয় রাইয়ের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে ৷ এডিজি জানিয়েছেন, বাকিদের গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান চলছে। তাঁর কথায়, "অজয় রাই বিহার এবং হরিয়ানায় ব্যাঙ্ক ডাকাতি-সহ 10 টিরও বেশি মামলায় ওয়ান্টেড ছিল ৷"

পটনা, 14 ডিসেম্বর: বিহার ও হরিয়ানায় ব্যাঙ্ক ডাকাতি-সহ 10টিরও বেশি ফৌজদারি মামলায় ওয়ান্টেড ছিল ওই ব্যক্তি ৷ পটনা জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে তার ৷ এনকাউন্টারে নিহত হয়েছে আকাশ যাদব নামে ওই দুষ্কৃতী ৷ শনিবার এমনটাই জানিয়েছে পুলিশ।

বুধবার রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অফিসারদের সঙ্গে একটি অপরাধ চক্রের সদস্যদের মধ্যে গুলি বিনিময় হয় জক্কনপুর এলাকায় ৷ সেই সংঘর্ষেই আকাশ যাদব ওরফে অজয় ​​রাইয়ের মৃত্যু হয়েছে বলে অফিসাররা জানিয়েছেন। গুলি বিনিময়ে এসটিএফ-এর এক সাব-ইন্সপেক্টরও আহত হয়েছেন বলেও জানান ওই আধিকারিক।

এসটিএফ-এর ওই অফিসার বলেন, "আমরা তথ্য পেয়েছিলাম যে, অজয় রাই এবং তার সহযোগীরা জক্কনপুর এলাকায় একটি নির্দিষ্ট স্থানে লুকিয়ে রয়েছে ৷ সেই তথ্য অনুযায়ী এসটিএফ-এর একটি দল সেখানে পৌঁছয়। অপরাধী চক্রের সদস্যরা পুলিশ দলকে দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে ৷ পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে দুষ্কৃতীরা ৷" বিহার পুলিশের অতিরিক্ত ডিজি (অপারেশন) অমৃত রাজ পিটিআই-কে বলেন, "পুলিশ কর্মীরা গুলির পাল্টা জবাব দেয়। অজয় রাই এবং একজন সাব-ইন্সপেক্টর ঘটনায় গুলিবিদ্ধ হন। দু'জনকেই নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই অজয় রাইয়ের মৃত্যু হয়েছে।"

এডিজি আরও জানান, আহত পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ তিনি এখন স্থিতিশীল বলেও জানা গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, বেশ কয়েকটি কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। যদিও অজয় রাইয়ের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে ৷ এডিজি জানিয়েছেন, বাকিদের গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান চলছে। তাঁর কথায়, "অজয় রাই বিহার এবং হরিয়ানায় ব্যাঙ্ক ডাকাতি-সহ 10 টিরও বেশি মামলায় ওয়ান্টেড ছিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.