মুম্বই, 1 এপ্রিল: দেশে মাদক পাচারের চেষ্টা ৷ পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনের এক নাগরিককে গ্রেফতার করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ৷ তার কাছ থেকে 11 কোটি টাকার কোকেন বাজেয়াপ্ত করেছে ডিআরআই ।
কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা সংস্থার তরফে প্রকাশিত তথ্য় অনুযায়ী, 28 মার্চ মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন সিয়েরা লিওনের এক নাগরিক ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাকে আটক করে কেন্দ্রীয় সংস্থা ৷ জিজ্ঞাসাবাদের সময় ব্য়ক্তিটি ডিআরআই কর্মকর্তাদের জানায়, ভারতে নিষিদ্ধ মাদকদ্রব্য পাচারের জন্য় সে 1108 গ্রাম ওজনের 74টি কোকেন ক্য়াপসুল গিলে খেয়েছে ৷
এরপর আদালতের নির্দেশে ওই ব্য়ক্তিকে জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা তার পেট কেটে 74টি কোকেন ক্যাপসুল বেরও করা হয় ৷ পরে ওই ব্যক্তিকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের অধীনে গ্রেফতার করা হয় ৷
গত সাত দিনে এই নিয়ে দ্বিতীয়বার এ ধরণের ঘটনা মুম্বই বিমানবন্দরে ৷ 24 মার্চ মুম্বই বিমানবন্দর থেকে 19.79 কোটি টাকা মূল্যের কোকেন-সহ গ্রেফতার করা হয় সিয়েরা লিওনের এক মহিলাকে ৷ তল্লাসির সময় তার জুতো, ময়েশ্চারাইজার, শ্যাম্পুর বোতল এবং অ্যান্টিপারস্পাইরান্টের মধ্য়ে থেকে 1,979 গ্রাম কোকেন বাজেয়াপ্ত করা হয় ৷
সম্প্রতি দেশে মাদক পাচার রুখতে আরও বেশি তৎপর হয়েছে দেশের নারকোটিক বিভাগ ৷ সম্প্রতি একটি মাদক পাচারকারী দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয় ৷ তাদের কাছ থেকে 100 কোটি টাকার 9 কেজিরও বেশি কোকেন বাজেয়াপ্ত করা হয় ৷ এছাড়া 9.83 কেজি কোকেন-সহ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্দোনেশিয়া এবং থাইল্য়ান্ডের দুই মহিলাকে গ্রেফতার করে ডিআরআই । (পিটিআই)
আরও পড়ুন: