পটনা, 6 অগস্ট: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রাণনাশ ও বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত ৷ সোমবার কলকাতার বউবাজার থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে বিহার পুলিশ ৷ ধৃতের নাম মহম্মদ জাহিদ ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, অভিযুক্ত কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয় ৷ তবে, কেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে হুমকি দিয়ে ইমেল পাঠিয়েছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, ধৃত মহম্মদ জাহিদের বয়স 51 বছর ৷ বিহারের বেগুসরাইয়ের ভগবানপুরের বাসিন্দা জাহিদ ৷ কলকাতার বউবাজার এলাকার 40 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি পানের দোকান রয়েছে অভিযুক্তের ৷ তবে কেন সে মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি ইমেল পাঠিয়েছিল, তা এখনও জানা যায়নি ৷ কাউকে ফাঁসানোর জন্য ওই ব্যক্তি ইমেল পাঠিয়েছিল কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ ৷ যে মোবাইল থেকে ইমেল পাঠিয়েছিল, সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ । পটনার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজীব মিশ্র বলেন, "ধৃতকে কলকাতা থেকে ট্রানজিট রিমান্ডে বিহারে নিয়ে যাওয়া হবে ৷"
बिहार के मुख्यमंत्री कार्यालय को ईमेल भेजकर बम से उड़ाने की धमकी देने वाले पर बिहार पुलिस ने कसा शिकंजा
— Bihar Police (@bihar_police) August 5, 2024
तकनीकी अनुसंधान के आधार धमकी देने वाले अभियुक्त मो. जाहिद को कोलकाता से किया गया गिरफ्तार
.
.#BiharPolice #HainTaiyaarHum #Bihar @BiharHomeDept @IPRDBihar @PatnaPolice24x7 pic.twitter.com/vMQtRuTnYh
সচিবালয় পুলিশ স্টেশনের এসএইচও জানান, সিএমও অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল মহম্মদ জাহিদ নামে এক ব্য়ক্তি ৷ ইমেলে তিনটি মোবাইল নম্বরের উল্লেখ ছিল। তদন্তে তিনটি মোবাইল নম্বরের সঙ্গে হুমকির কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি ৷ তবে, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷
গত 16 জুলাই বিহারর মুখ্যমন্ত্রীর দফতরে হুমকি দিয়ে একটি ইমেল আসে ৷ মুখ্যমন্ত্রী নীতাশ কুমারকে প্রাণে মেরে ফেলা ও তাঁর বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ৷ গত 2 অগস্ট সচিবালয় থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের পর, তদন্ত নেমে পুলিশ কলকাতার বউবাজার থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে ।