ETV Bharat / bharat

বাবা সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার আরও এক, এবার লুধিয়ানা থেকে

বাবা সিদ্দিকী হত্যা মামলায় এই নিয়ে মোট 15 জনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ ৷ দশেরার রাতে গুলি করে খুন করা হয় ওই এনসিপি নেতাকে ৷

Baba Siddique Murder Case
বাবা সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার আরও এক (ছবি সূত্র-সংবাদ সংস্থা পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2024, 10:55 AM IST

মুম্বই, 26 অক্টোবর: এনসিপি নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যা মামলায় আরও একজন গ্রেফতার ৷ লুধিয়ানার সুন্দর নগর থেকে পাকড়াও করা হয়েছে ওই ব্যক্তিকে ৷ মুম্বই ও পঞ্জাব পুলিশের যৌথ অভিযান চালিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে ৷ ধৃতের নাম সুজিত সুশীল সিং ৷ বাবা সিদ্দিকী হত্যা মামলায় এই নিয়ে 15 জনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ ৷

পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব সোশাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে এই গ্রেফতারির কথা জানিয়েছেন ৷ তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "মুম্বই ও পঞ্জাব পুলিশের একটি যৌথ অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে ৷ বাবা সিদ্দিকীর মতো হাইপ্রোফাইল খুনের অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত সুজিত সুশীল সিং মুম্বইয়ের বাসিন্দা ৷"

তিনি আরও লেখেন, "ধৃত সুজিত বাবা সিদ্দিকীর হত্যার ষড়যন্ত্রে জড়িত এবং বাবা সিদ্দিকীকে হত্যার পরিকল্পনার কথা তিন দিন আগেই জানিয়েছিল আরেক অভিযুক্ত নিতিন গৌতন (গৌতম) সাপ্রেকে । তিনি লজিস্টিক সহায়তাও দিয়েছিলেন । অধিকতর তদন্তের জন্য তাকে মুম্বই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ৷"

সুজিতকে লুধিয়ানা থেকে মুম্বই নিয়ে এসেছে পুলিশ । সুজিতকে গ্রেফতারের পর বাবা সিদ্দিকী হত্যা মামলার গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে আসবে বলে মনে করা হচ্ছে । মুম্বই পুলিশ লুধিয়ানা থেকে সুজিতকে গ্রেফতার করার পর মামলাটি গতি পেয়েছে । তাকে জেরা করে আরও অনেক তথ্য সামনে আসবে বলে পুলিশের অনুমান ৷ অন্যদিকে, আরেক অভিযুক্ত রাম ফুলচাঁদ কানৌজিয়ার বাড়ি থেকে অস্ত্র বাজেয়াপ্ত করেছে মুম্বই পুলিশ ।

দশেরার রাতে আততায়ীর গুলিতে খুন হন এনসিপি নেতা বাবা সিদ্দিকী ৷ মুম্বইয়ের বান্দ্রা পূর্বের খায়ের নগর এলাকায় খুব কাছ থেকে পর পর গুলি করা হয় তাঁকে ৷ গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাবা সিদ্দিকী ৷ তাঁকে লক্ষ্য করে মোট ছয় রাউন্ড গুলি চালায় আততায়ীরা ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষ রক্ষা হয় না ৷ চিকিৎসকরা বাবা সিদ্দিকীকে মৃত বলে ঘোষণা করেন ৷

মুম্বই, 26 অক্টোবর: এনসিপি নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যা মামলায় আরও একজন গ্রেফতার ৷ লুধিয়ানার সুন্দর নগর থেকে পাকড়াও করা হয়েছে ওই ব্যক্তিকে ৷ মুম্বই ও পঞ্জাব পুলিশের যৌথ অভিযান চালিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে ৷ ধৃতের নাম সুজিত সুশীল সিং ৷ বাবা সিদ্দিকী হত্যা মামলায় এই নিয়ে 15 জনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ ৷

পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব সোশাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে এই গ্রেফতারির কথা জানিয়েছেন ৷ তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "মুম্বই ও পঞ্জাব পুলিশের একটি যৌথ অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে ৷ বাবা সিদ্দিকীর মতো হাইপ্রোফাইল খুনের অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত সুজিত সুশীল সিং মুম্বইয়ের বাসিন্দা ৷"

তিনি আরও লেখেন, "ধৃত সুজিত বাবা সিদ্দিকীর হত্যার ষড়যন্ত্রে জড়িত এবং বাবা সিদ্দিকীকে হত্যার পরিকল্পনার কথা তিন দিন আগেই জানিয়েছিল আরেক অভিযুক্ত নিতিন গৌতন (গৌতম) সাপ্রেকে । তিনি লজিস্টিক সহায়তাও দিয়েছিলেন । অধিকতর তদন্তের জন্য তাকে মুম্বই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ৷"

সুজিতকে লুধিয়ানা থেকে মুম্বই নিয়ে এসেছে পুলিশ । সুজিতকে গ্রেফতারের পর বাবা সিদ্দিকী হত্যা মামলার গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে আসবে বলে মনে করা হচ্ছে । মুম্বই পুলিশ লুধিয়ানা থেকে সুজিতকে গ্রেফতার করার পর মামলাটি গতি পেয়েছে । তাকে জেরা করে আরও অনেক তথ্য সামনে আসবে বলে পুলিশের অনুমান ৷ অন্যদিকে, আরেক অভিযুক্ত রাম ফুলচাঁদ কানৌজিয়ার বাড়ি থেকে অস্ত্র বাজেয়াপ্ত করেছে মুম্বই পুলিশ ।

দশেরার রাতে আততায়ীর গুলিতে খুন হন এনসিপি নেতা বাবা সিদ্দিকী ৷ মুম্বইয়ের বান্দ্রা পূর্বের খায়ের নগর এলাকায় খুব কাছ থেকে পর পর গুলি করা হয় তাঁকে ৷ গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাবা সিদ্দিকী ৷ তাঁকে লক্ষ্য করে মোট ছয় রাউন্ড গুলি চালায় আততায়ীরা ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষ রক্ষা হয় না ৷ চিকিৎসকরা বাবা সিদ্দিকীকে মৃত বলে ঘোষণা করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.