ETV Bharat / bharat

'বিজেপির চাপানো বেকারত্বই এবার ভোটের সবচেয়ে বড় ইস্যু', মোদিকে বিঁধলেন খাড়গে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Kharge Needles PM On Unemployment: বিজেপির চাপানো বেকারত্বই এ বারের লোকসভা নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু ৷ প্রধানমন্ত্রী মোদিকে বিঁধে এ কথা বললেন মল্লিকার্জুন খাড়গে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 3:29 PM IST

নয়াদিল্লি, 7 এপ্রিল: লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় বিষয় হল বেকারত্ব, যা চাপিয়ে দিয়েছে বিজেপি ৷ রবিবার এ কথা বলে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তিনি বলেন যে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 2 কোটি চাকরি দেওয়ার গ্যারান্টি আমাদের যুবকদের হৃদয়ে একটি দুঃস্বপ্ন হিসেবে প্রতিধ্বনিত হয় ।"

নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি দীর্ঘ পোস্টে জাতীয় কংগ্রেস সভাপতি বলেন, "এই লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হল বেকারত্ব, যা চাপিয়ে দিয়েছে বিজেপি ৷ আমাদের যুবকরা চাকরি খুঁজতে সংগ্রাম করছে, এবং আমরা একটি জনসংখ্যাগত দুঃস্বপ্নের দিকে তাকিয়ে আছি ৷ আইআইটি ও আইআইএম-এর মতো ভারতের প্রিমিয়ার ইনস্টিটিউটগুলির কথাই ধরুন - 12টি আইআইটি-র প্রায় 30% শিক্ষার্থী নিয়মিত প্লেসমেন্ট পাচ্ছেন না । 21টি আইআইএম-এর মধ্যে মাত্র 20% এখনও পর্যন্ত গ্রীষ্মকালীন প্লেসমেন্ট সম্পূর্ণ করতে পেরেছে । যদি আইআইটি এবং আইআইএমগুলির এই অবস্থা হয়, তাহলে কেউ কল্পনা করতে পারে কীভাবে বিজেপি সারা দেশে আমাদের যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করেছে ৷ মোদি সরকারের অধীনে যুব বেকারত্বের হার 2014 সাল থেকে তিনগুণ বেড়েছে । আইএলওর সাম্প্রতিক ভারত কর্মসংস্থান রিপোর্টে দেখা গিয়েছে, প্রতি বছর ভারত প্রায় 70-80 লক্ষ যুবককে শ্রমশক্তিতে যুক্ত করে, কিন্তু 2012 থেকে 2019 সালের মধ্যে কর্মসংস্থান প্রায় শূন্য শতাংশ - মাত্র 0.01% বৃদ্ধি পেয়েছে !"

বেকারত্ব নিয়ে বলতে গিয়ে খাড়গে প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, "মোদির গ্যারান্টি 2 কোটি চাকরি দেওয়ার বিষয়ে আমাদের যুবকদের হৃদয় ও মনে একটি দুঃস্বপ্ন হিসাবে প্রতিধ্বনিত হয় !" কংগ্রেস প্রধানের কথায়, "25 বছরের কম বয়সি যে কোনও ডিপ্লোমা বা ডিগ্রিধারীর এখন চাকরির দাবি করার আইনগত অধিকার থাকবে এবং প্রতি বছর কমপক্ষে 1 লাখ টাকা প্রদান করা হবে । এটি কাজ এবং শেখার জন্য আলাদা করার বাধাগুলি দূর করবে, যার ফলে কর্মজীবনের বৃদ্ধির নতুন পথ খোলা হবে ।"

কংগ্রেস শুক্রবার 'ন্যায় পাত্র' শীর্ষক তাদের ইস্তাহার প্রকাশ করার পর বিজেপি তাকে বলেছিল, 'মিথ্যা দাবির বান্ডিল'৷ তারই জবাব দিয়ে শনিবার খাড়গে বলেন যে, তাঁর দল প্রধানমন্ত্রী মোদির মতো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না । খাড়গের কথায়, "যদি আমাদের দল ক্ষমতায় আসে আমরা 25টি গ্যারান্টি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছি । প্রধানমন্ত্রী মোদির মতো আমরা মিথ্যা বলি না। তিনি বেশ কয়েকটি গ্যারান্টি দিয়েছেন, কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে কোন গ্যারান্টিটি এখনও পর্যন্ত পূরণ হয়েছে ? তিনি প্রতি বছর 2 কোটি চাকরি দেওয়ার গ্যারান্টি দিয়েছেন । তাই গত 10 বছরে 20 কোটি চাকরি দেওয়ার কথা । আমি জানতে চাই 20 কোটি চাকরি পেয়েছেন কি না ?"

আরও পড়ুন:

  1. 'দিল্লিতে আলিঙ্গন, কেরলে ভিক্ষা'; কংগ্রেসের অবস্থান নিয়ে কটাক্ষ স্মৃতির
  2. গণতন্ত্র শক্তিশালী করার প্রতিষ্ঠানগুলিকেই দুর্বল করে দেওয়া হয়েছে: প্রিয়াঙ্কা
  3. রবিতে বাংলায় মোদি, কথা বলবেন ঝড়বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে

নয়াদিল্লি, 7 এপ্রিল: লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় বিষয় হল বেকারত্ব, যা চাপিয়ে দিয়েছে বিজেপি ৷ রবিবার এ কথা বলে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তিনি বলেন যে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 2 কোটি চাকরি দেওয়ার গ্যারান্টি আমাদের যুবকদের হৃদয়ে একটি দুঃস্বপ্ন হিসেবে প্রতিধ্বনিত হয় ।"

নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি দীর্ঘ পোস্টে জাতীয় কংগ্রেস সভাপতি বলেন, "এই লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হল বেকারত্ব, যা চাপিয়ে দিয়েছে বিজেপি ৷ আমাদের যুবকরা চাকরি খুঁজতে সংগ্রাম করছে, এবং আমরা একটি জনসংখ্যাগত দুঃস্বপ্নের দিকে তাকিয়ে আছি ৷ আইআইটি ও আইআইএম-এর মতো ভারতের প্রিমিয়ার ইনস্টিটিউটগুলির কথাই ধরুন - 12টি আইআইটি-র প্রায় 30% শিক্ষার্থী নিয়মিত প্লেসমেন্ট পাচ্ছেন না । 21টি আইআইএম-এর মধ্যে মাত্র 20% এখনও পর্যন্ত গ্রীষ্মকালীন প্লেসমেন্ট সম্পূর্ণ করতে পেরেছে । যদি আইআইটি এবং আইআইএমগুলির এই অবস্থা হয়, তাহলে কেউ কল্পনা করতে পারে কীভাবে বিজেপি সারা দেশে আমাদের যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করেছে ৷ মোদি সরকারের অধীনে যুব বেকারত্বের হার 2014 সাল থেকে তিনগুণ বেড়েছে । আইএলওর সাম্প্রতিক ভারত কর্মসংস্থান রিপোর্টে দেখা গিয়েছে, প্রতি বছর ভারত প্রায় 70-80 লক্ষ যুবককে শ্রমশক্তিতে যুক্ত করে, কিন্তু 2012 থেকে 2019 সালের মধ্যে কর্মসংস্থান প্রায় শূন্য শতাংশ - মাত্র 0.01% বৃদ্ধি পেয়েছে !"

বেকারত্ব নিয়ে বলতে গিয়ে খাড়গে প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, "মোদির গ্যারান্টি 2 কোটি চাকরি দেওয়ার বিষয়ে আমাদের যুবকদের হৃদয় ও মনে একটি দুঃস্বপ্ন হিসাবে প্রতিধ্বনিত হয় !" কংগ্রেস প্রধানের কথায়, "25 বছরের কম বয়সি যে কোনও ডিপ্লোমা বা ডিগ্রিধারীর এখন চাকরির দাবি করার আইনগত অধিকার থাকবে এবং প্রতি বছর কমপক্ষে 1 লাখ টাকা প্রদান করা হবে । এটি কাজ এবং শেখার জন্য আলাদা করার বাধাগুলি দূর করবে, যার ফলে কর্মজীবনের বৃদ্ধির নতুন পথ খোলা হবে ।"

কংগ্রেস শুক্রবার 'ন্যায় পাত্র' শীর্ষক তাদের ইস্তাহার প্রকাশ করার পর বিজেপি তাকে বলেছিল, 'মিথ্যা দাবির বান্ডিল'৷ তারই জবাব দিয়ে শনিবার খাড়গে বলেন যে, তাঁর দল প্রধানমন্ত্রী মোদির মতো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না । খাড়গের কথায়, "যদি আমাদের দল ক্ষমতায় আসে আমরা 25টি গ্যারান্টি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছি । প্রধানমন্ত্রী মোদির মতো আমরা মিথ্যা বলি না। তিনি বেশ কয়েকটি গ্যারান্টি দিয়েছেন, কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে কোন গ্যারান্টিটি এখনও পর্যন্ত পূরণ হয়েছে ? তিনি প্রতি বছর 2 কোটি চাকরি দেওয়ার গ্যারান্টি দিয়েছেন । তাই গত 10 বছরে 20 কোটি চাকরি দেওয়ার কথা । আমি জানতে চাই 20 কোটি চাকরি পেয়েছেন কি না ?"

আরও পড়ুন:

  1. 'দিল্লিতে আলিঙ্গন, কেরলে ভিক্ষা'; কংগ্রেসের অবস্থান নিয়ে কটাক্ষ স্মৃতির
  2. গণতন্ত্র শক্তিশালী করার প্রতিষ্ঠানগুলিকেই দুর্বল করে দেওয়া হয়েছে: প্রিয়াঙ্কা
  3. রবিতে বাংলায় মোদি, কথা বলবেন ঝড়বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.