নয়াদিল্লি, 24 জুলাই: সাতসকালে দিল্লিতে দাউ দাউ করে জ্বলছে প্লাস্টিক কারখানা ৷ একে একে দমকলের 22টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে । সতর্কতা হিসেবে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । প্রায় পাঁচ ঘণ্টারও বেশি অতিক্রান্ত ৷ তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার সকাল 6টা 45 মিনিটে রাজধানীর নারেলা শিল্পতালুক এলাকায় ৷ একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে যায় ৷ পরে এলাকাবাসীর নজরে বিষয়টি এলে তাঁরা দমকলে খবর দেন । তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ৷ কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় আবারও কয়েকটি ইঞ্জিন আনা হয় ৷
প্লাস্টিক কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ আশেপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় ৷ যদিও খুব সকালের দিকে ঘটনাটি ঘটায় সেই সময় কারখানায় কোনও কর্মী ছিলেন না বলেই মনে করা হচ্ছে ৷ তবে এখনও এই ঘটনায় আহত ও অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ৷ আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে । দমকলের পাশাপাশি পুলিশও ঘটনাস্থলে এসেছে ৷ প্লাস্টিক কারখানার আশেপাশে বিল্ডিং থেকেও লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা ৷
এর আগে জুন মাসেও নরেলা শিল্পতালুক এলাকায় চারটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছিল । তার মধ্যে একটি ডাল কারখানায় অগ্নিকাণ্ডের জেরে বয়লার বিস্ফোরণে বহু মানুষ আহত হন । জুন মাসেই বাওয়ানা শিল্প এলাকায় একটি জুতোর কারখানায় আগুন লেগে লক্ষাধিক টাকার জিনিসের ক্ষতি হয়েছে । মে মাসেও দিল্লি এনসিআরে আগুন লাগার অনেক ঘটনা ঘটেছে । এরপরে ফের আজ এই ঘটনা ঘটল ৷