ETV Bharat / bharat

গড়চিরৌলিতে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ 12 মাওবাদী - Maoists Kill Gadchiroli - MAOISTS KILL GADCHIROLI

Maoists Killed in Gadchiroli: গড়চিরৌলি পুলিশ এবং যৌথবাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষে 12 মাওবাদীর মৃত্যু ৷ এনকাউন্টারে দুই পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে খবর ৷

Maoists Kill Gadchiroli
12 মাওবাদী নিকেশ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 9:59 PM IST

Updated : Jul 17, 2024, 10:08 PM IST

মুম্বই, 17 জুলাই: যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে 12 নিকেশ মাওবাদী ৷ উদ্ধার করা হয়েছে বেশ কিছু স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রও ৷ জানা গিয়েছে, গড়চিরৌলিতে বুধবার সকাল 10 টা নাগাদ মাওবাদীদের বিরুদ্ধে এক অপারেশন শুরু করে পুলিশ ৷ যেখানে ডেপুটি পুলিশ সুপার (অপারেশন)-এর নেতৃত্বে একটি দলকে ওয়ান্ডোলি গ্রামের ছত্তিশগড় বর্ডারের কাছে পাঠানো হয় ৷ পুলিশ সূত্রে খবর, বিশ্বাসযোগ্য সূত্র মারফৎ পুলিশ জানতে পারে ইন্টিটি গ্রামের কাছে 12 থেকে 15 জনের মাওবাদীদের একটি দল ক্যাম্প করে ছিল ৷

সেখানেই এদিন বিকালে ব্যাপক গুলি বিনিময় শুরু হয় দু'পক্ষের মধ্যে ৷ প্রায় ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলে এই সংঘর্ষ। এলাকায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত 12 জন মাওবাদীর দেহ উদ্ধার করা গিয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, তিনটি একে 47, দুই ইনসাস, একটি কারবাইন, একটি এসএলআর-সহ সাতটি স্বয়ংক্রিয় অস্ত্র এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। লক্ষ্মণ আত্রম ওরফে বিশাল আত্রম মাওববাদীদের টিপাগড় দালামের ইনচার্জ ছিল ৷ সংঘর্ষে তারও মৃত্যু হয়েছে বলে খবর ৷ মৃত মাওবাদীদের একজন হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে বলেও জানা গিয়েছে। অন্য মাওবাদীদের শনাক্তকরণের পাশাপাশি এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে।

সংঘর্ষে এক পুলিশ আধিকারিক এবং এক জওয়ান জখম হয়েছেন বলে খবর। তাদের নাগপুরে স্থানান্তরিত করা হয়েছে। তবে আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে ৷ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস সফল বড় অপারেশনের জন্য সি-60 কমান্ডো এবং গাড়চিরৌলি পুলিশের জন্য 51 লক্ষ টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছেন।

মুম্বই, 17 জুলাই: যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে 12 নিকেশ মাওবাদী ৷ উদ্ধার করা হয়েছে বেশ কিছু স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রও ৷ জানা গিয়েছে, গড়চিরৌলিতে বুধবার সকাল 10 টা নাগাদ মাওবাদীদের বিরুদ্ধে এক অপারেশন শুরু করে পুলিশ ৷ যেখানে ডেপুটি পুলিশ সুপার (অপারেশন)-এর নেতৃত্বে একটি দলকে ওয়ান্ডোলি গ্রামের ছত্তিশগড় বর্ডারের কাছে পাঠানো হয় ৷ পুলিশ সূত্রে খবর, বিশ্বাসযোগ্য সূত্র মারফৎ পুলিশ জানতে পারে ইন্টিটি গ্রামের কাছে 12 থেকে 15 জনের মাওবাদীদের একটি দল ক্যাম্প করে ছিল ৷

সেখানেই এদিন বিকালে ব্যাপক গুলি বিনিময় শুরু হয় দু'পক্ষের মধ্যে ৷ প্রায় ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলে এই সংঘর্ষ। এলাকায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত 12 জন মাওবাদীর দেহ উদ্ধার করা গিয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, তিনটি একে 47, দুই ইনসাস, একটি কারবাইন, একটি এসএলআর-সহ সাতটি স্বয়ংক্রিয় অস্ত্র এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। লক্ষ্মণ আত্রম ওরফে বিশাল আত্রম মাওববাদীদের টিপাগড় দালামের ইনচার্জ ছিল ৷ সংঘর্ষে তারও মৃত্যু হয়েছে বলে খবর ৷ মৃত মাওবাদীদের একজন হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে বলেও জানা গিয়েছে। অন্য মাওবাদীদের শনাক্তকরণের পাশাপাশি এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে।

সংঘর্ষে এক পুলিশ আধিকারিক এবং এক জওয়ান জখম হয়েছেন বলে খবর। তাদের নাগপুরে স্থানান্তরিত করা হয়েছে। তবে আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে ৷ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস সফল বড় অপারেশনের জন্য সি-60 কমান্ডো এবং গাড়চিরৌলি পুলিশের জন্য 51 লক্ষ টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছেন।

Last Updated : Jul 17, 2024, 10:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.