ইয়াভাতমল (মহারাষ্ট্র), 24 এপ্রিল: প্রচণ্ড গরমে মঞ্চের উপরই জ্ঞান হারালেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ৷ বুধবার মহারাষ্ট্রের ইয়াভাতমলে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তীব্র গরমের কারণে তিনি অজ্ঞান হয়ে পড়েন ।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা নীতিন গড়করি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মহারাষ্ট্রের ইয়াভাতমল-ওয়াশিম লোকসভা কেন্দ্রের অধীন পুসাদে । এদিনও দাবদাহ কিছুমাত্র কম ছিল না ৷ তার জেরেই অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী ৷ মঞ্চে উঠে ভাষণ দেওয়ার সময় হঠাৎই অজ্ঞান হয়ে যান গড়করি ৷ সঙ্গে সঙ্গে তাঁর নিরাপত্তাকর্মীরা তাঁকে মঞ্চ থেকে তুলে নিয়ে যান । মন্ত্রী অবশ্য কিছুক্ষণ পর কিছুটা সুস্থ বোধ করলে ফের মঞ্চে গিয়ে তাঁর বক্তব্য শেষ করেন ।
66 বছরের এই নেতা তাঁর এক্স হ্যান্ডেলে এই ঘটনার কথা জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "মহারাষ্ট্রের পুসাদে একটি সমাবেশে গরমের কারণে অস্বস্তি বোধ করছিলাম ৷ কিন্তু এখন আমি পুরোপুরি ঠিক আছি এবং পরবর্তী সমাবেশে অংশ নিতে ওয়ারুদে যাচ্ছি ৷"
এ দিকে, গড়করির সুস্থতা প্রার্থনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "সিনিয়র কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা নীতিন গড়করির দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি ৷ এই নিষ্ঠুর গ্রীষ্মের প্রচণ্ড গরমে নির্বাচনী প্রচার সত্যিই অসহনীয় । আজ 24 এপ্রিল, আমাদের সাত দফার নির্বাচন 1 জুন পর্যন্ত চলবে, ভাবতে পারেন ?"
উল্লেখ্য, এর আগেও একবার নীতিন গড়করি জনসভায় জ্ঞান হারিয়েছিলেন ৷ 2018 সালের 7 ডিসেম্বর তিনি মহারাষ্ট্রে একটি পাবলিক ইভেন্টের সময় সমাবর্তনের পোশাকের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ তাঁর 'দম বন্ধ' হয়ে আসায় তিনি অজ্ঞান হয়ে পড়েন, পরে নিজেই তিনি এ কথা জানিয়েছিলেন । আহমেদনগর জেলার একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়েছিলেন তিনি ৷ সেখানে জাতীয় সঙ্গীতের জন্য উঠে দাঁড়ানোর পরই তিনি মঞ্চে অজ্ঞান হয়ে যান ।
আরও পড়ুন: