ETV Bharat / bharat

মেঘ ভাঙা বৃষ্টিতে প্লাবিত রায়গড়, দুর্গে আটকে পড়া কয়েকশো পর্যটক উদ্ধার - Cloudburst Rain at Raigad Fort

Cloudburst Rain at Raigad Fort: মেঘ ভাঙা বৃষ্টিতে প্লাবিত মহারাষ্ট্রের রায়গড় ৷ রবিবার বিকেলের পর রায়গড় দুর্গ ও তার আশেপাশের এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি হয় ৷ আর তার জেরে প্লাবিত হয়ে যায় বিস্তীর্ণ জনবসতি ৷ দুর্গে ঘুরতে যাওয়া কয়েকশো পর্যটক আটকে পড়েন ৷ পরে তাঁদের উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দফতর ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 7:26 PM IST

ETV BHARAT
মেঘ ভাঙা বৃষ্টিতে প্লাবিত রায়গড় দুর্গ (নিজস্ব চিত্র)

রায়গড় (মহারাষ্ট্র), 8 জুলাই: অবিরাম বৃষ্টি চলছে মহারাষ্ট্রজুড়ে ৷ লাগাতার বৃষ্টিতে প্লাবিত মহারাষ্ট্রের অধিকাংশ জেলা ৷ এই পরিস্থিতিতে রবিবার বিকেলে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপত্তি রায়গড় জেলায় ৷ সেখানে রায়গড় দুর্গ ও তার আশেপাশের অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টির জেরে কয়েকশো পর্যটক দুর্গে আটকে পড়েন ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ শেষমেশ সকলকেই উদ্ধার করা হয়েছে ৷

মেঘ ভাঙা বৃষ্টিতে প্লাবিত রায়গড় (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বর্ষার মধ্যেও রবিবার বিকেলে রায়গড় দুর্গে প্রচুর পর্যটকের ভিড় হয়েছিল ৷ কিন্তু, হঠাৎই চারদিক অন্ধকার করে মেঘে ঢেকে যায় রায়গড় দুর্গ ৷ ক্ষণিকের মধ্যে শুরু হয় ব্যাপক বৃষ্টি ৷ বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ফের আলো ফুটলেও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷ মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে রায়গড় দুর্গ ৷ পাহাড়ি খরস্রোতা নদীর মতো দুর্গের সিঁড়ি দিয়ে জল সমতলে নামতে শুরু করে ৷ এমনকী দুর্গের নিচু পাঁচিল ছাপিয়ে বৃষ্টির জল খাদে নামতে শুরু করে ৷

এরই সঙ্গে ভারী বৃষ্টি চলতে থাকে ৷ এই পরিস্থিতিতে পর্যটকরা নিজেদের মধ্যে হাত ধরাধরি করে নিচে নামার চেষ্টা করেন ৷ কিন্তু, সিঁড়ি দিয়ে প্রবল বেগে জল নামতে থাকায়, তা ঝুঁকিপূর্ণ হয়ে যায় ৷ অনেকে বিপদ এড়াতে সিঁড়ির পাশের পাঁচিলে উঠে দাঁড়িয়ে পড়েন ৷ কিন্তু, বর্ষায় কয়েকশো বছরের পুরনো দুর্গের পাঁচিল ধসে যাওয়ার আশঙ্কায় লোকজন সিঁড়িতে দাঁড়িয়ে থাকেন ৷ মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো ভাইরালও হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ খবর যায় স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে ৷

দ্রুত পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা রায়গড় দুর্গে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ৷ সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানান, রায়গড়ের বিধায়ক তথা মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী উদয় সামন্ত ৷ তিনি জানান, যতদিন না আবহাওয়ার উন্নতি হচ্ছে, ততদিন আপাতত রায়গড় দুর্গ বন্ধ থাকবে ৷ কয়েকদিনের টানা বৃষ্টি ও রবিবারের মেঘ ভাঙা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রায়গড় জেলার অধিকাংশ এলাকা ৷ জনবহুল এলাকায় ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে ৷

অন্যদিকে, গত কয়েকদিন থেকে চলা টানা বৃষ্টিতে মহারাষ্ট্রের রত্নাগিরি, খান্ডালা-সহ পাহাড়ি এলাকাগুলিতে প্লাবন দেখা দিয়েছে ৷ ফলে পর্যটকদের একটি নির্দিষ্ট জায়গার পর, আর এগোতে দিচ্ছে না পুলিশ প্রশাসন ৷ একইভাবে ভারী বৃষ্টিতে জলবন্দি হয়ে গিয়েছে মুম্বই নগরী ৷ রাস্তায় কোমর জলে যান চলাচল প্রায় স্তব্ধ ৷ সঙ্গে রেললাইন জলে ডুবে যাওয়ায় ট্রেন পরিষেবাও বিঘ্নিত হচ্ছে ৷ খুব ধীর গতিতে ট্রেন চলাচল করছে মুম্বইয়ে ৷ ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে নাজেহাল অবস্থা বাণিজ্য নগরীর ৷

রায়গড় (মহারাষ্ট্র), 8 জুলাই: অবিরাম বৃষ্টি চলছে মহারাষ্ট্রজুড়ে ৷ লাগাতার বৃষ্টিতে প্লাবিত মহারাষ্ট্রের অধিকাংশ জেলা ৷ এই পরিস্থিতিতে রবিবার বিকেলে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপত্তি রায়গড় জেলায় ৷ সেখানে রায়গড় দুর্গ ও তার আশেপাশের অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টির জেরে কয়েকশো পর্যটক দুর্গে আটকে পড়েন ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ শেষমেশ সকলকেই উদ্ধার করা হয়েছে ৷

মেঘ ভাঙা বৃষ্টিতে প্লাবিত রায়গড় (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বর্ষার মধ্যেও রবিবার বিকেলে রায়গড় দুর্গে প্রচুর পর্যটকের ভিড় হয়েছিল ৷ কিন্তু, হঠাৎই চারদিক অন্ধকার করে মেঘে ঢেকে যায় রায়গড় দুর্গ ৷ ক্ষণিকের মধ্যে শুরু হয় ব্যাপক বৃষ্টি ৷ বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ফের আলো ফুটলেও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷ মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে রায়গড় দুর্গ ৷ পাহাড়ি খরস্রোতা নদীর মতো দুর্গের সিঁড়ি দিয়ে জল সমতলে নামতে শুরু করে ৷ এমনকী দুর্গের নিচু পাঁচিল ছাপিয়ে বৃষ্টির জল খাদে নামতে শুরু করে ৷

এরই সঙ্গে ভারী বৃষ্টি চলতে থাকে ৷ এই পরিস্থিতিতে পর্যটকরা নিজেদের মধ্যে হাত ধরাধরি করে নিচে নামার চেষ্টা করেন ৷ কিন্তু, সিঁড়ি দিয়ে প্রবল বেগে জল নামতে থাকায়, তা ঝুঁকিপূর্ণ হয়ে যায় ৷ অনেকে বিপদ এড়াতে সিঁড়ির পাশের পাঁচিলে উঠে দাঁড়িয়ে পড়েন ৷ কিন্তু, বর্ষায় কয়েকশো বছরের পুরনো দুর্গের পাঁচিল ধসে যাওয়ার আশঙ্কায় লোকজন সিঁড়িতে দাঁড়িয়ে থাকেন ৷ মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো ভাইরালও হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ খবর যায় স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে ৷

দ্রুত পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা রায়গড় দুর্গে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ৷ সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানান, রায়গড়ের বিধায়ক তথা মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী উদয় সামন্ত ৷ তিনি জানান, যতদিন না আবহাওয়ার উন্নতি হচ্ছে, ততদিন আপাতত রায়গড় দুর্গ বন্ধ থাকবে ৷ কয়েকদিনের টানা বৃষ্টি ও রবিবারের মেঘ ভাঙা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রায়গড় জেলার অধিকাংশ এলাকা ৷ জনবহুল এলাকায় ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে ৷

অন্যদিকে, গত কয়েকদিন থেকে চলা টানা বৃষ্টিতে মহারাষ্ট্রের রত্নাগিরি, খান্ডালা-সহ পাহাড়ি এলাকাগুলিতে প্লাবন দেখা দিয়েছে ৷ ফলে পর্যটকদের একটি নির্দিষ্ট জায়গার পর, আর এগোতে দিচ্ছে না পুলিশ প্রশাসন ৷ একইভাবে ভারী বৃষ্টিতে জলবন্দি হয়ে গিয়েছে মুম্বই নগরী ৷ রাস্তায় কোমর জলে যান চলাচল প্রায় স্তব্ধ ৷ সঙ্গে রেললাইন জলে ডুবে যাওয়ায় ট্রেন পরিষেবাও বিঘ্নিত হচ্ছে ৷ খুব ধীর গতিতে ট্রেন চলাচল করছে মুম্বইয়ে ৷ ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে নাজেহাল অবস্থা বাণিজ্য নগরীর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.